Best LIC Investment Plan – LIC র এই স্কিমে বিনিয়োগ করলে প্রতিমাসে নিশ্চিত মিলবে ১২০০০ টাকা Pension.
Best LIC Investment Plan – প্রতিমাসে নিশ্চিত পেনশন পেতে চাইলে এখনই বিনিয়োগ করুন।
বিনিয়োগের দুনিয়ায় LIC (Best LIC Investment Plan) একটি ভরসাযোগ্য নাম সকলের কাছে। স্বাধীনতার পর থেকে বহু বছর ধরে LIC নানান স্কিম এর মাধ্যমে দিয়ে এসেছে ভারতের নাগরিকদের নানান সুবিধা। শুধু তাই নয় অনেকেই হয়তো জানেন না এলআইসি-র তরফ থেকে চালু রয়েছে স্টুডেন্ট স্কলারশিপও। এলআইসিতে বেশ কিছু যোজনা রয়েছে যেটিতে একবার আপনি নিবেশ করলে পেয়ে যাবেন সারা জীবনের জন্য সুবিধা।
তবে তার জন্য আপনাকে জমা করতে হবে নির্দিষ্ট পরিমাণ টাকা। আজ এমনই একটি স্কিমের (Best LIC Investment Plan) সম্বন্ধে আলোচনা করতে চলেছি এই প্রতিবেদনে। ২০২১ সালের ১ জুলাই শুরু হয়েছিল এই যোজনা, জেডিতে মাত্র একবার প্রিমিয়াম দিলেই আপনি পেয়ে যাবেন সারাজীবন পেনশন। তাহলে জেনে নেওয়া যাক বিস্তারিত তথ্য।
স্কিমটির নাম- এলআইসি সরল পেনশন যোজনা (LIC Saral Pension Yojana)।
কারা করতে পারবেন আবেদন? (Best LIC Investment Plan)
ব্যক্তির বয়স ৪০ বছর ন্যূনতম হলেই সে করতে পারবেন এই স্কিমের জন্য আবেদন। তবে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৮০ বছরের মধ্যে। যদি স্বামী-স্ত্রী একসঙ্গে এই পেনশন যোজনায় যোগদান করেন তাহলে সুবিধা পাওয়া যাবে আরো বেশি।
পলিসি বিষয়ক তথ্য-
এই যোজনায় বিনিয়োগকারীকে মাত্র একবার প্রিমিয়াম দিতে হবে। এর বদলে পাওয়া যাবে সর্বনিম্ন ১২ হাজার টাকা করে পেনশন (Best LIC Investment Plan)। কেউ যদি প্রতিমাসে পেনশন না নিতে চান তবে সেক্ষেত্রে তিন মাসে একবার করে অথবা ছয় মাসে একবার করেও নিতে পারেন পেনশন। তবে একটি নির্দিষ্ট সময়ের পরে সেটি পাওয়া যাবে। তবে যোজনার শর্তাবলী অনুযায়ী পলিসি শুরু করার পর ৬ মাসের মধ্যে কোন লোন নেওয়া যাবে না। এই ১২ হাজার টাকা প্রতি মাসে পেনশন পেতে বিনিয়োগকারীকে জমা করতে হবে প্রতিমাসে মাত্র ১ হাজার টাকা করে।
ঘরের কোনে পড়ে থাকা বাতিল এই পুরনো 25 পয়সার কয়েন লাখ টাকায় বিক্রয় করতে এখানে ক্লিক করুন
পেনশন গ্রহণের পদ্ধতি-
১) বিনিয়োগকারী নিজে এই পেনশন স্কিম গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে তিনি নিজেই নির্দিষ্ট সময় পরে পেনশন পাবেন। তার পাশাপাশি মৃত্যুর পরে পুরো টাকা নমিনির কাছে পৌঁছে দেওয়া হবে। (Best LIC Investment Plan)
২) জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এই অ্যাকাউন্টের দু’জন ধারক হবেন স্বামী ও স্ত্রী। যদি দু’জনের মধ্যে একজন মারা যান তাহলে অন্যজনকে পুরো পেনশন দেওয়া হবে। আর যদি দু’জনেরই মৃত্যু হয় তাহলে জমানো পুরো টাকা নমিনির কাছে পৌঁছে দেওয়া হবে।
প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.