Post Office Investment Schemes

Post Office Investment Schemes – জানতেন কি এই দুর্দান্ত স্কিম সম্বন্ধে?

আজকের দিনে সমাজে তাল মিলিয়ে চলতে এবং সুস্থ জীবন যাপন করতে বিনিয়োগের মাধ্যমে সঞ্চয় (Post Office Investment Schemes) করা একান্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। আর তাই এখন প্রতিটি পরিবার কোন না কোন ব্যাংক, বিনিয়োগকারী সংস্থা অথবা পোস্ট অফিসে করছে নিজেদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ। তবে সকলেই জানেন অন্য সমস্ত জায়গা তুলনায় পোস্ট অফিসে বিনিয়োগ করলে মেলে কম সময়ে বেশি পরিমাণে সুদ।

সবচেয়ে বড় কথা, মেলে বিনিয়োগের নিরাপত্তা (Post Office Investment Schemes)। আজ আলোচনা করতে চলেছি এমনই একটি আকর্ষণীয় স্কিম সম্বন্ধে। যেটিতে আপনারা স্বল্প টাকা বিনিয়োগে পেয়ে যেতে পারেন ৩৫ লাখ টাকা পর্যন্ত। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই স্কিমটি সম্পর্কিত বিস্তারিত তথ্য।

স্কিমটির নাম-
গ্রাম সুরক্ষা যোজনা (Gram Suraksha Yojana)। এটি বর্তমানে পোস্ট অফিসের অন্যতম একটি জনপ্রিয় বিনিয়োগ প্রকল্প। এটি ১৯৯৫ সালে প্রথম চালু করা হয়।
বিনিয়োগের বয়সসীমা- (Post Office Investment Schemes)
ভারতীয় নাগরিক হিসেবে ১৯ বছর থেকে ৫৫ বছর বয়সী সকল ব্যক্তিরা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।

একসঙ্গে ৪৩ হাজার প্রাথমিক শিক্ষককে আরও কিছু নতুন নথি জমার নির্দেশ, কিসের খাড়া ঝুলছে শিক্ষকদের ওপর?

কত টাকা বিনিয়োগ করতে হবে?
প্রতিদিন মাত্র ৫০ টাকা অর্থাৎ প্রতি মাসে ১৫০০ টাকা করে জমালে ৮০ বছর বয়সের মিলবে এককালীন ৩৫ লক্ষ টাকা। (Post Office Investment Schemes)
প্রিমিয়াম প্রদানের ধরন-
কতগুলি সহজ কিস্তিতে বা মেয়াদে প্রদান করা যাবে প্রিমিয়াম। এক্ষেত্রে নাগরিকদের সুবিধার্থে কয়েকটিভাবে প্রদান করার উপায় ঠিক করা হয়েছে পোস্ট অফিসের তরফে।

এগুলি হল:
১) মাসিক অথবা ত্রৈমাসিক বা তিন মাস অন্তর অন্তর।
২) অর্ধ বার্ষিক বা ছ-মাস অন্তর অন্তর কিংবা এক বছর অন্তর অন্তর প্রিমিয়াম দেওয়া যাবে।
কত বছর বয়স পর্যন্ত জমা দিতে হবে প্রিমিয়াম? (Post Office Investment Schemes)
বিনিয়োগকারীরা তিন ধরনের বয়স পর্যন্ত জমা করতে পারবেন প্রিমিয়াম।
১) ৫৫ বছর বয়স পর্যন্ত,
২) ৫৮ বছর বয়স পর্যন্ত,
৩) ৬০ বছর বয়স পর্যন্ত।

বকেয়া ডিএ বাবদ কত টাকা এরিয়ার পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারী কর্মীরা, দেখুন

অতিরিক্ত সুবিধা-
বিনিয়োগকারীদের এই প্রকল্পে খাতা খোলার চার বছর পরে লোন নেওয়ার সুবিধাও দেওয়া হবে। এক্ষেত্রে যদি কেউ প্রিমিয়াম দিতে ইচ্ছুক না হন তাহলে তিন বছর পর স্কিমটি স্যারেন্ডার করতে পারেন। তবে যদি পাঁচ বছরের আগে প্রকল্প স্যারেন্ডার করা হয় তবে কোনোরকম বোনাস পাওয়া যাবে না। (Post Office Investment Schemes)

এই প্রকল্প প্রকল্পটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে (Post Office Investment Schemes) গিয়ে আধিকারিক বা কর্মীদের সঙ্গে যোগাযোগ করুন এবং আরো বিশদে জানতে ক্লিক করুন,
ভারতীয় পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে- https://www.indiapost.gov.in/Financial/Pages/Content/rpli.aspx

প্রতিদিন এমন আরো নিত্য নতুন খবরের আপডেট পেতে হলে এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manisha Basak.

শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নতুন ঘোষণা, আর কত বছর সময় লাগবে?