WB TET Case – যেসমস্ত প্রাইমারী টেট ২০১৪ শিক্ষকদের নথি ঠিক নেই তাদের লিস্ট ধরে ডাকা শুরু করলো CBI, লিস্ট দেখতে ক্লিক করুন। Breaking News.

WB TET Case – দেখুন কি বক্তব্য হাইকোর্টের।

পশ্চিমবঙ্গের শিক্ষকদের (WB TET Case) জন্য বিরাট খবর! আরো একবার চাঞ্চল্যকর মোড় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। ইতিমধ্যে একাধিকবার আদালত চত্বর থেকে তদন্ত বিভাগ, সব জায়গাতেই ধাক্কা খেতে হয়েছে রাজ্যকে। এবার কি তাহলে আরো বড় কিছু ঘটতে চলেছে! বেশ কয়েকদিন ধরে তৈরি হয়েছিল জল্পনা। আর এবার তা সত্যি হওয়ার পালা।

একাধিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির (WB TET Case) জিজ্ঞাসাবাদের মুখে পড়তে চলেছেন প্রায় ৬০ জন শিক্ষক। প্রসঙ্গত, একথা সবারই জানা, স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে প্রাথমিক টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্তভার দেওয়া হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে। পরবর্তীকালে তার সঙ্গে তদন্তে যুক্ত হয় ইডি।

পোস্ট অফিসে মাত্র 67 টাকা করে জমিয়ে মেলে প্রায় 1.5 লাখের রিটার্ন। কিভাবে?

প্রসঙ্গত, ২০১৭ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় তালিকা (WB TET Case) প্রকাশকে বেআইনি বলে আখ্যা দিয়েছে কলকাতা হাইকোর্ট। কারণ সেই তালিকায় যে সমস্ত প্রার্থীর নাম ছিল তাদের পরীক্ষায় এক নম্বর করে বাড়ানো হয়েছিল। প্রথমে কেন তা করা হয়েছিল তার উত্তর না পাওয়া গেলেও পরবর্তীতে রাজ্যের আইনজীবীর তরফে জানানো হয় পরীক্ষার প্রশ্নপত্রে ভুল ছিল। যার কারণে বাড়ানো হয়েছে নম্বর।

এইমাত্র কেন এই ক’জনেরই পরীক্ষায় নম্বর বাড়ানো হলো তা নিয়ে সংসার প্রকাশ করেছে আদালত। যার ফলে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন ২৬৯ জন প্রাথমিক শিক্ষক (WB TET Case)। আর দায়িত্ব গ্রহণ করার পরই বেশ তৎপর হয়ে উঠেছে ইডি। তবে শুধুমাত্র যে শিক্ষক এবং শিক্ষক পরিবারের মধ্যেই এই মামলা দিয়ে উদ্দীপনা তা নয়। গোটা রাজ্য তথা দেশ জানতে চায় ঠিক কি হয়েছিল সেই বার।

ব্যাংক প্রায় দেউলিয়া, আর টাকা তুলতে পারবেন না এই চারটি সরকারী ব্যাংক থেকে, আপনার টাকার কি হবে

এখন এটাই দেখার পালা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অর্থাৎ ইডির তলব (WB TET Case) করা এই শিক্ষকদের থেকে নতুন কোন তথ্য উন্মোচিত হয় কিনা। সংবাদ মাধ্যম সূত্রে খবর, কেন সেইবার বাকি চাকরিপ্রার্থীদের নম্বর বাড়ানো হলো না কিংবা কেন শুধুমাত্র ২৬৯ জন শিক্ষকেরই ছিল না OMR Sheet, এই নিয়ে উঠতে পারে একাধিক প্রশ্ন। আরে জিজ্ঞাসাবাদের ফলে আগামী সপ্তাহে মামলা কোন নতুন দিকে মোড় নেয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সবাই।
প্রতিদিন এমন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পে কর্মী নিয়োগ, বেতন 15,000 টাকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button