Job Less – আবারও কর্মী ছাঁটাই! ছাঁটাই হতে চলেছেন প্রায় 50 শতাংশ কর্মী! কিন্তু কেন? Employee Layoff.

Job Less – দেখুন কি উঠে এলো রিপোর্টে।

অতিমারির কারণে এমনিতেই বিশ্ব জুড়ে শুরু হয়েছে অর্থনৈতিক সংকট (Job Less)। আর অতিমারি যখন চরমে ছিল সেই সময় অফিস বন্ধ থাকার কারণে করা যায়নি কোন কাজ। যথারীতি ভুগতে হয়েছে বেসরকারি সংস্থাগুলিকে। অনেক সংস্থা করেছেন কর্মী ছাঁটাই, আবার কেউবা দিয়েছেন কম মাইনে। ফের আরো একবার কর্মী ছাঁটাইয়ের সংবাদ শোনা যাচ্ছে এই সংস্থার তরফে।

জনপ্রিয় বেসরকারি সংস্থা ওলার (Ola) কথাতো প্রায় সকলেরই জানা। পূর্বেই ওলা (Job Less) তাদের কুইক কমার্স বিজনেস ওলা ড্যাস (Ola Dash) এবং সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসা ওরা কারস (Ola Cars) বন্ধ করে দিয়েছে। এবার আরো একবার কর্মী ছাটাইয়ের সিদ্ধান্ত জানালো ওলা। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, প্রায় ৫০ শতাংশ অর্থাৎ ৪০০ থেকে ৫০০ জন কর্মী ছাঁটাই করতে পারে ওলা।

একসঙ্গে দু-দুটি বড় ঘোষণা SBI-এর, না জানলেই পরবেন বিপদে

কিন্তু কেন এই সিদ্ধান্ত?
ওলা কার মবিলিটির ব্যবসায় প্রায় ১১০০ জুন কর্মী কাজ করছেন। তবে ওরা নিজেদের ইলেকট্রনিক্স সেগমেন্টের ব্যবসাকে আরও বৃদ্ধি করতে নিজেদের অন্যান্য ব্যবসা বন্ধ করে (Job Less) দিতে চলেছে। যার ফলে কর্মহীন হবেন কয়েকশো ব্যক্তি। মানিকন্ট্রোল ডটকমের (moneycontrol.com) একটি রিপোর্ট অনুযায়ী বলা যায়, আইপিও (IPO) নিয়ে আসার পরিকল্পনায় দেরি এবং তহবিল বা ফান্ডিং সংক্রান্ত কিছু সমস্যার জেরে ওলা নিজেদের খরচ কমাতে চাইছে।

রিপোর্টে আরও জানানো হয়েছে, ওলা ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ইত্যাদি দেশের বাজারে নিজেদের বিনিয়োগ বন্ধ (Job Less) করেছে ওলা। আর ইতিমধ্যেই সংস্থার তরফে কোন কোন কর্মী ছাঁটাই করা হবে তার একটি লিস্ট তৈরি করার নির্দেশ দেয়া হয়েছে ম্যানেজারদের। নিউজিল্যান্ড, ব্রিটেনের মতো দেশে বিনিয়োগ বন্ধ করার কারণে ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারের খরচের বোঝা কমিয়েছে ওলা। তাহলে সেই সব দেশের ওলার শেয়ার অনেকটাই কমে গিয়েছে।

এই দুটি সস্তার হাইস্পিড 4G Data Plan এনে ১ কোটি গ্রাহক পেল BSNL

তবে আপাতত যে প্রায় ১১০০ কর্মী ওলার হয়ে কাজ করেন সেখান থেকে ওলার প্রতি মাসে ১০০ থেকে ১০৫ কোটি টাকার রাজস্ব (Job Less) নথিভুক্ত হয় এবং তার মধ্যে থেকে লাভ হয় ৪০ থেকে ৫০ কোটি টাকা। আর তাই ওলা ড্যাসের মত এত ব্যয়বহুল ব্যবসা বন্ধ এবং কর্মী ছাঁটাই করে নিজেদের অপারেশনাল মার্জিন কমিয়ে লাভের স্তর বাড়াতে চায় ওলা। শুধু তাই নয় এবার আইপিও (IPO) নিয়ে আসার পরিকল্পনা করছে ওলা।

ওলা বর্তমানে যে ইন্ডাস্ট্রির ওপর জোর দিতে ইচ্ছুক-
ওলার বিভিন্ন কর্মী ছাঁটাইয়ের নির্দেশ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রকাশ্যে এলেও সংস্থার (Job Less) তরফে এখনো কোনো মন্তব্য করা হয়নি এই ব্যাপারে। তবে তারা এ কথা পরিষ্কার জানিয়েছে যে তারা এই মুহূর্তে মোবিলিটি ইন্ডাস্ট্রি, অটো রিটেল ফিনান্সিয়াল সার্ভিসেস এবং বৈদ্যুতিক যানবাহনের ওপর বেশি জোর দেওয়ার কথা জানিয়েছে। তবে প্রধান গুরুত্ব দেবে গাড়ির ব্যবসার উপর। কারণ কোম্পানিতে জানানো হয়েছে ওনার গাড়ির ব্যবসা থেকে প্রতি মাসে বেশ ভালো আয় হচ্ছে।

প্রতিদিন এমন নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

পোস্ট অফিসে কর্মী নিয়োগ, বেতন 63,200 টাকা, জানুন আবেদনের পদ্ধতি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button