WB TET Exam 2014 – টেট মামলা নিয়ে রাজ্য সরকারের উল্টো চাল, হাসি ফিরছে প্রাথমিক শিক্ষকদের?
WB TET Exam 2014 – কেনই বা প্রাথমিক টেট পরীক্ষাকে ক্লাস টেস্টের সঙ্গে তুলনা করা হলো?
কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া রায়কে (WB TET Exam 2014) চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে প্রাইমারি টেট দুর্নীতি মামলা নিয়ে যায় রাজ্য। ২০১৪ সালের প্রাথমিক টেট দুর্নীতি মামলা ঘিরে দেখা দেয় নানান ধোঁয়াশা। এরই প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন সিবিআই তদন্তের। আর সেই রায়কে চ্যালেঞ্জ জানায় রাজ্য।
আবারো সেই ধাক্কা খেতে হল রাজ্যের তরফের আইনজীবীর। পূর্বে পরীক্ষায় যে ১ নম্বর বাড়ানো (WB TET Exam 2014) নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, গত মঙ্গলবার অর্থাৎ ৫ জুলাই সেই একই কারণে প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হয় রাজ্যকে। এদিন ২৭৩ জনের ক্ষেত্রে ১ নম্বর বাড়ানো নিয়ে প্রশ্ন ছুড়ে দেয় বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগের শুনানির দিন প্রাথমিক টেক মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে তাদের নিজস্ব বক্তব্য লিখিত আকারে জমা দেওয়া নির্দেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (WB TET Exam 2014)। কিন্তু মঙ্গলবার ঘটে তার অন্যথা। এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের বক্তব্য লিখিত আকারে না দেওয়াই খুব প্রকাশ করেন বিচারপতি তালুকদার।
এদিন পরীক্ষায় ১ নম্বর বাড়িয়ে দেওয়ার প্রসঙ্গে বিচারপতি বলেন, ‘এটা কি ক্লাস টেস্ট, যে আপনি খেয়াল করলেন, কিছু ছাত্রকে ১ নম্বর দেওয়া হয়নি, তারপর আপনি বাকিদেরও বাড়তি নম্বর দিয়ে শান্তি রক্ষা করলেন? আপনাদের কি মনে হয় না, যে তদন্তের প্রয়োজন রয়েছে? কে তদন্ত করবে সেটা আলোচনার বিষয়বস্তু হতে পারে। আপনাদের আচরণ অপরাধমূলক ছিল কিনা, সেটা পরের কথা। কোনও না কোনও সংস্থাকে দিয়ে অনুসন্ধান করতেই হবে। আপনারা নিজেরাই নিজেদের অনিয়মের তদন্ত করবেন, সেটা তো হতে পারেনা।’ (WB TET Exam 2014)
বকেয়া ডিএ ও সপ্তাহে দুদিন ছুটির দাবীতে খোদ তৃণমূলের সরকারী কর্মী সংগঠন, তবেকি সুখবর আসছে?
অন্যদিকে বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, ২০১৮ সালে যখন ৬ টি প্রশ্ন ভুলের অভিযোগে প্রথম মামলা করা হয় তখন ২০১৭ সালে পর্ষদের তরফে যে কিছু চাকরিপ্রার্থীকে বাড়তি ১ নম্বর দেওয়া হয়েছিল, সে বিষয়ে আদালতে জানানো হয়েছে কিনা। বিচারপতির উত্তরে পর্ষদের আইনজীবী না বলেন। (WB TET Exam 2014)
সব মিলিয়ে বলা যায় ২০১৪ সালের এই প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা নিয়ে বারবার প্রতিকূল অবস্থার মুখোমুখি হতে হচ্ছে রাজ্য তথা প্রাথমিক শিক্ষা পর্ষদকে। প্রতিদিন এমন নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
পোস্ট অফিসে কর্মী নিয়োগ, বেতন 63,200 টাকা, জানুন আবেদনের পদ্ধতি