Today Chicken Price in West Bengal : জামাইষষ্ঠীর আগে কোন জেলায় কতটা কমলো মুরগির মাংসের দাম? জেনে নিন এক্ষুনি
Today Chicken Price in West Bengal : আগের তুলনায় অনেকটাই কমতে চলেছে মুরগির মাংসের দাম, জানুন বিস্তারিত
অতিমারীর আবহে শুধুমাত্র সংসারের অভাব মেটানোর জন্য অনেকেই পেশার পরিবর্তন করেছেন (Today Chicken Price in West Bengal)। বর্তমানে এই অবস্থা কিছুটা শিথিল হলেও, দিন দিন বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। নানা অনুষ্ঠানে মাছের পাশাপাশি রাখা হয় মাংসের রকমারি আইটেম। আর সামনেই জামাই ষষ্ঠী। জেলায় জেলায় কতটা বাড়লো মাংসের দাম?
আরও পড়ুন, বলুন তো চানাচুরের ইংরাজি নাম কি? ৯৯% লোক ভুল করবে, Latest News!
গত সপ্তাহের নিরিখে কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কেজি প্রতি ২০-২৫ টাকা কমেছিল মুরগির মাংসের দাম (Today Chicken Price in West Bengal)। এই সপ্তাহে কলকাতা, দক্ষিণবঙ্গ-সহ অন্যান্য জেলায় কতটা দাম কমলো মুরগির মাংসের ( ব্রয়লার প্রস্তাবিত হার)। তাহলে এক ঝলকে দেখে নেওয়া যাক।
কলকাতায় গোটা মুরগির মাংস প্রতি কেজি ১৪৩-১৫১ টাকা এবং মুরগির মাংস (কাটা) ২২০ টাকা কেজি (Today Chicken Price in West Bengal)। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় গোটা মুরগির মাংস প্রতি কেজি ১৩৪-১৪১ টাকা এবং মুরগির মাংস (কাটা) ২২০ টাকা কেজি। হাওড়াতে মুরগির মাংসের দাম গোটা ১৩৪-১৪১ টাকা এবং কাটা মুরগির মাংসের দাম কেজি প্রতি ২২০ টাকা।
হুগলিতে মুরগির মাংসের দাম গোটা প্রতি কেজি ১৩৫-১৪১ টাকা এবং কেজি প্রতি কাটা ২২৫ টাকা (Today Chicken Price in West Bengal)। নদিয়ায় গোটা মুরগির মাংসের দাম প্রতি কেজিতে ১৩৩-১৩৯ টাকা। এছাড়া কাটা মাংসের দাম কেজি প্রতি ২২০ টাকা।
বর্ধমানে মুরগির মাংসের দাম গোটা নিলে ১৩৪-১৪০ টাকা কেজি এবং কাটা কেজি প্রতি ২২৫ টাকা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে গোটা মুরগির মাংসের দাম প্রতি কেজিতে ১৩৪-১৪১ টাকা এবং কাটা ২২০-২২৫ টাকা কেজি (Today Chicken Price in West Bengal)। বাঁকুড়া আর পুরুলিয়ায় গোটা মুরগির মাংসের দাম কেজিতে ১৩৬-১৪৩ টাকা এবং কাটা মাংসের দাম কেজি প্রতি ২২৫-২৩০ টাকা।
বীরভূমে মুরগির মাংসের দাম গোটা কেজিপ্রতি ১৩৬-১৪২ টাকা কেজি। যদি কাটা নেওয়া হয় তবে প্রতি কেজিতে ২২৫ টাকা। মুর্শিদাবাদে মুরগির মাংস গোটা প্রতি কেজি ১৩৮-১৪৪ টাকা (Today Chicken Price in West Bengal)। আর কাটা নেওয়া হলে কেজিতে ২৩০ টাকা।
দার্জিলিংয়ে মুরগির মাংসের দাম গোটা নিলে ১৫০-১৬০ টাকা কেজি এবং কাটা কেজিতে ২৫৫ টাকা। শিলিগুড়িতে গোটা মুরগির মাংসের দাম কেজিতে ১৪৭-১৫৫ টাকা। কাটা নেওয়া হলে দাম পড়বে প্রতি কেজিতে ২৫০ টাকা। এছাড়া আলিপুরদুয়ারে চিকেন গোটা নিলে প্রতি কেজি ১৪৬-১৫২ টাকা। তবে কাটা মাংস নিলে দাম কেজিতে ২৪৫ টাকা।
মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মুরগির মাংসের দাম গোটা ১৪১-১৫২ টাকা কেজি এবং কাটা ২৩৫-২৪৫ টাকা কেজি। জলপাইগুড়িতে মুরগির মাংসের দাম প্রতি কেজিতে ১৪২-১৪৮ টাকা (Today Chicken Price in West Bengal)। কাটা নিলে কেজিপ্রতি ২৪০ টাকা।
এমনই অন্যান্য সকল প্রতিবেদনের খবর পেতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak