Mobile Recharge Plans : আবারও বৃদ্ধি পাচ্ছে রিচার্জ প্ল্যানের দাম, গ্রাহকদের মাথায় হাত, জানুন বিস্তারিত, Big News!
Mobile Recharge Plans : ২ বছরে মোট ২ বার বৃদ্ধি মোবাইল রিচার্জ প্ল্যানের দাম, বিশদে জেনে নিন
প্রতিদিনই প্রায় বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম (Mobile Recharge Plans)। অতিমারীর জেরে লকডাউনে পেশার বদল ঘটিয়েছেন অনেকেই। কিন্তু তাও যেন সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তদের। তার মধ্যে গত বছর বেড়েছে মোবাইল রিচার্জ এর দামও। আমার রিচার্জ প্ল্যানের দাম বাড়ার সম্ভাবনা।
আরও পড়ুন, মাত্র ৫০০ টাকায় বাজিমাত! ৫০০ টাকা বিনিয়োগেই হওয়া যাবে ১০ কোটি টাকার মালিক, কিভাবে জানুন
এমন অনেকেই আছেন যারা প্রতিমাসে নূন্যতম রিচার্জ করতেই হিমসিম খাচ্ছেন (Mobile Recharge Plans)। কারণ বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজনীয় মাধ্যম টেলি যোগাযোগ ব্যবস্থা। আর সেই রিচার্জের দাম অত্যধিক হওয়ার কারণে সাধারণ মানুষের পকেট প্রায় খালি হওয়ার জোগাড়।
পূর্বে একবার রিচার্জ করা হলে রিচার্জের টাকা শেষ না হওয়া পর্যন্ত মোবাইল নম্বরটি চালু থাকত (Mobile Recharge Plans)। কিন্তু বর্তমানে মাত্র ২৮ দিন ভ্যালিডিটিযুক্ত রিচার্জ প্ল্যান। সেটির মেয়াদ শেষ হয়ে গেলে মোবাইল নম্বর চালু রাখতে আবার রিচার্জ করতেই হয়।
আর যদি কোনও ইউজার ডেটা প্যাক বা আনলিমিটেড প্ল্যান রিচার্জ করতে চান, তাহলে প্রায় দু মাসের জন্য খরচ পড়তে পারে ৪০০ টাকার আশেপাশে (Mobile Recharge Plans)। যদিও বিভিন্ন টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যানের দাম ভিন্ন। ২০২১ সালের নভেম্বর মাসে এয়ারটেল রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল। তারপর অবশ্য অন্যান্য টেলিকম সংস্থাগুলিও একে একে প্ল্যানের দাম বাড়াতে শুরু করে। আবারো রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো হলে, দু বছরে ২ বার বাড়বে রিচার্জ প্ল্যানের দাম।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, আবারও রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো হতে পারে। প্রায় ১০-১২% রিচার্জের দাম বাড়তে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে দীপাবলির আগেই (Mobile Recharge Plans)। যদিও এ বিষয়ে সংবাদ মাধ্যম সূত্রে আরও জানা গেছে, বর্তমানে 5G পরিকল্পনার জন্য টেলিকম সংস্থাগুলির ভালো পরিমাণ টাকা খরচ হতে পারে । যার ফলে আয় কমার আশঙ্কায় সংস্থাগুলি। তাই আয়ের পরিমান যথাযথ রাখতে বেশিরভাগ বেসরকারি সংস্থা ARPU ( Average Revenue Per User) এই পন্থা বেছে নিচ্ছে।
আরো স্পষ্টভাবে বলতে গেলে, বেসরকারি টেলিকম সংস্থাগুলি ব্যবসার ক্ষেত্রে গড় আয় বাড়াতে রিচার্জ প্ল্যান এর দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে (Mobile Recharge Plans)। তবে অনেক সংস্থা মনে করছে, ব্যবসার ভালো পরিমাণ মুনাফা মিলছে না। সম্ভবত তাই রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রিচার্জ প্ল্যান সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.