Sukanya Samriddhi Yojana : 250 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করুন, মেয়াদ শেষে মিলবে 15 লক্ষ টাকা, এসে গেলো সরকারের নতুন স্কিম  

Sukanya Samriddhi Yojana : এই স্কিমে মিলবে আয়কর ছাড়ও, জানুন বিস্তারিত

সন্তানের ভবিষ্যৎ নিয়ে (Sukanya Samriddhi Yojana) সকল মা- বাবাই চিন্তা-ভাবনা করে থাকেন। তাদের উচ্চশিক্ষা নিয়েও যথেষ্ট চিন্তিত থাকেন তারা। বিশেষত একজন কন্যা দায়গ্রস্থ মা- বাবার কন্যাদের ভবিষ্যৎ, উচ্চ শিক্ষা নিয়ে একটু বেশিই চিন্তিত থাকেন। আজকাল অনেক অভিভাবকই চান, তাদের কন্যা চাকরি করে নিজের পায়ে দাঁড়াক। তাই তাদের উচ্চশিক্ষার জন্য ছোটো থেকেই টাকা-পয়সার সেভিংস করতে শুরু করে দেন। তাদের জন্য এই খবরটি সুখবর বয়ে আনতে পারে।

আরও পড়ুন, রাজ্যবাসীকে বিনামূল্যে প্রায় দেড় কোটি হাঁস ও মুরগির ছানা বন্টনের সিদ্ধান্ত রাজ্যের, জানুন কারা কারা পাবেন

কন্যাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে (Sukanya Samriddhi Yojana) এমন একটি যোজনা রয়েছে, যার মাধ্যমে অভিভাবকেরা তাদের সন্তানের জন্য টাকা সেভিংস করতে পারবেন। একটি নির্দিষ্ট অঙ্কের টাকা প্রতি বছর সন্তানের নামে জমা করতে হবে। নির্দিষ্ট মেয়াদ শেষে পাওয়া যাবে ১৫ লক্ষ টাকা। কত টাকা, কোথায় ই বা জমা করতে হবে? সকল কিছু বিশদে জানতে হলে অবশ্যই পুরো প্রতিবেদনটি পড়তে হবে।
যোজনার নাম – সুকন্যা সমৃদ্ধি যোজনা

কারা এই যোজনার অ্যাকাউন্ট খোলার জন্য গ্রহণযোগ্য –
১) ভারতীয় নাগরিক হতে হবে।২) কন্যা সন্তানের বয়স ১০ বছরের মধ্যে হতে হবে।৩) কোনও পরিবারে সর্বাধিক ২ টি কন্যা সন্তান থাকলে এই (Sukanya Samriddhi Yojana) যোজনার অন্তর্ভুক্ত অ্যাকাউন্ট খোলা যাবে।
কোথায় এই অ্যাকাউন্ট খোলা যাবে –
পোস্ট অফিস বা ব্যাঙ্ক-এ এই যোজনার অন্তর্ভুক্ত অ্যাকাউন্ট খোলা যাবে। এমনকি অ্যাকাউন্ট ট্রান্সফার করার সুবিধেও পাওয়া যাবে।

কত টাকা জমা করতে হবে –
কোনও আমানতকারী বছরে সর্বনিম্ন ২৫০ টাকা জমা করতে (Sukanya Samriddhi Yojana) পারবেন। টাকা জমা দেওয়ার সর্বাধিক পরিমাণ ১,৫০,০০০ টাকা। অ্যাকাউন্ট খোলার ১৫ বছর পর্যন্ত টাকা জমা দিতে হয়।
অন্যান্য সুবিধা –
১) আয়কর আইন ৮০ সি ধারা অনুসারে এই যোজনায় কর ছাড় দেওয়া হয়।২) সুদের পরিমাণ ৭.৬%।৩) ম্যাচিউরিটির টাকার ক্ষেত্রেও কর দিতে হয় না।

কীভাবে ১৫ লক্ষ টাকা পাওয়া যাবে –
প্রতি মাসে ৩,০০০ টাকা করে জমা করলে বছরে ৩৬,০০০ টাকা জমা হবে। ৭.৬% সুদের হারে ১৪ বছর বাদে পাওয়া যাবে ৯,১১,৫৭৪ টাকা। ২১ বছর বাদে পাওয়া যাবে ১৫,২২,২২১ টাকা।

এ বিষয়ে বিশদে জানতে হলে সুকন্যা সমৃদ্ধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে (Sukanya Samriddhi Yojana) বা নিকটবর্তী ব্যঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে খোঁজন নিতে পারেন। বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে হলে এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

আরও পড়ুন, মাত্র 22 টাকায় 90 দিনের ভ‍্যালিডিটি, কাস্টমার ধরতে জোর টক্কর BSNL এর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button