Madhyamik HS 2023 Syllabus : স্কুল ছুটি থাকায় কমতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সিলেবাস, কি জানালো শিক্ষা দপ্তর

Madhyamik HS 2023 Syllabus : সিলেবাস কমানো নিয়ে কি বক্তব্য শিক্ষাবিদদের, জানুন বিস্তারিত

তীব্র গরমে টানা কয়েকদিন (Madhyamik HS 2023 Syllabus) নাজেহাল হতে হয়েছে রাজ্যবাসীকে। স্কুল পড়ুয়ারা যাতে গরমে অসুস্থও না হয়ে পড়ে, তা মাথায় রেখে রাজ্য সরকারের তরফ থেকে গরমের ছুটির কয়েকদিন আগেই ছুটি ঘোষণা করা হয়েছিল। স্কুল ছুটি থাকলেও শিক্ষাবিদ্‌দের মনে একটাই প্রশ্ন, স্কুলগুলি মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সিলেবাস সম্পূর্ণভাবে শেষ করতে পারবে তো?

আরও পড়ুন, আর কিছুদিন পরই প্রকাশ পাবে মাধ্যমিকের রেজাল্ট, কীভাবে দেখবেন? জেনে নিন

অতিমারির আবহে টানা কয়েকমাস স্কুলে অফলাইন ক্লাস বন্ধ রাখা হয়েছিল (Madhyamik HS 2023 Syllabus)। তারপর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা এবছর অফলাইনেই নেওয়া হয়। যদিও সিলেবাস কমানো হয়েছিল এই পরীক্ষা ক্ষেত্রে। কিন্তু গরমের ছুটির আগেই ছুটি ঘোষণা কার্যত শিক্ষক-শিক্ষিকা থেকে পড়ুয়াদেরও বিপাকে ফেলেছে। অনেক শিক্ষক- শিক্ষিকার প্রশ্ন আদৌ মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সিলেবাস পুরোটা শেষ ক্রান সম্ভব হবে তো?

এ বিষয়ে শিক্ষক- শিক্ষিকাদের একাংশের বক্তব্য, সিলেবাস কমানোর সিদ্ধান্ত নেওয়া হলে তা যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে ফেলা দরকার। এমনিতেই সময় অনেকটাই কমে গেছে (Madhyamik HS 2023 Syllabus)। আগে থেকে জানা না গেলে বাচ্চাদেরও অসুবিধে হবে। কারণ কীভাবে মেক-আপ করা হবে, তা নিয়েও ভাবতে হবে। যদি আগেরবারের মতো সিলেবাস কমানো হয়, তবে তাই হোক। তবে তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নেওয়া হলে সবারই ভালো হবে।

পড়ুয়াদের মত কি বলছে-
সংবাদ মাধ্যম সূত্রের খবর কমলা চ্যাটার্জী গার্লস হাইস্কুলের একজন দ্বাদশ শ্রেণীর ছাত্রী জানান, “আমাদের তো এখনও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরুই হয়নি (Madhyamik HS 2023 Syllabus)। স্কুল খুললে রেজাল্ট বের হবে। তারপর শুরু হবে। এমনিতেই আমাদের অনেক বড় সিলেবাস, তা শেষ করতে হবে।” তিনি আরও জানান, প্রাইভেট টিউটারের কাছে যতটুকু পড়া হচ্ছে। তবে সিলেবাস কমানো হলে ভালোই হয়।

পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরাও ছুটি এবং সিলেবাস নিয়ে চিন্তিত (Madhyamik HS 2023 Syllabus)। এ বিষয়ে একজন অভিভাবক জানান, তার মেয়ে রাসমনি বালিকা বিধ্যালয়ে একাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছে। কিন্তু দেরিতে ক্লাস শুরু হওয়ার কারণে চিন্তিত তিনি। শিক্ষাবিদ্‌দের একাংশের মতে, দেড় মাস স্কুল ছুটি। তাই কার্যত মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকাদের সিলেবাস শেষ করতে বেশ খানিকটা জোর দিতে লাগবে।

প্রসঙ্গত, গরমের ছুটি না নিয়ে অনেক স্কুল পড়ুয়াই ক্লাস করার দাবি জানিয়েছিলেন প্রধান শিক্ষক- শিক্ষিকাদের কাছে। কিন্তু সেই দাবি বিফলে গেছে (Madhyamik HS 2023 Syllabus)। এখনও পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এ বিষয়ে স্পষ্টভাবে কোনও ঘোষণা করা হয়নি। এই সম্পর্কিত খবরের নতুন আপডেট পেতে হলে এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না। অন্যান্য খবরের আপডেট পেতে হলে এই ওয়েবসাইটটি অবশ্যই ফলো করে রাখুন।
Written by Manika Basak.

আরও পড়ুন, সিলেবাস বদলাচ্ছে, মাধ্যমিকের পর সায়েন্স আর্টস না কমার্স, এই ৭টি বিষয় জেনে তারপর সিদ্ধান্ত নাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button