Axis Bank Recruitment 2022 : ৯০০০ শূন্যপদে এক্সিস ব্যাংকে ইন্টারভিউ দিয়ে স্থায়ী কর্মী নিয়োগ, আবেদন করুন।
Leatest Axis Bank Recruitment 2022 – এক্সিস ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তি, আজই আবেদন করুন
চাকুরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর। রাজ্যে অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank Recruitment 2022) শাখাগুলির বিভিন্ন পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই ব্যাঙ্কের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের জন্য আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।
পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকেই করা যাবে আবেদন। নারী পুরুষ নির্বিশেষে সকলেই আবেদন (Axis Bank Recruitment 2022) করার সুযোগ পাবেন। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ইত্যাদি সম্পর্কে জানতে হলে অবশ্যই পড়তে হবে পুরো খবরটি।
নিয়োগ পদের নাম – গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। নিচে কয়েকটি পদের নাম দেওয়া হল। এছাড়াও অন্যান্য পদে কর্মী নিয়োগ করা হবে।
১) Bank unit RO
২) RB-LL
৩) Officer Sales
৪) Officer sales SA
৫) Branch relationship officer
৬) Relationship officer RO
৭) Customer sales manager
৮) Business Loan officer
৯) Regional business manager
১০) Regional business officer
১১) SBB
১২) Assistant manager
১৩) CSO
১৪) Unit manager officer
১৫) RL
শূন্যপদের সংখ্যা- গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে প্রায় ৯,০০০ -এরও অধিক পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- গ্রুপ সি পদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক (Axis Bank Recruitment 2022) পাশ থেকে শুরু করে স্নাতক ডিগ্রি পাশ করা হতে হবে। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। এছাড়া গ্রুপ ডি -এর পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশ করতে হবে।
আবেদনকারীর বয়স- আবেদনকারীকে নিয়োগ পদের ক্ষেত্রে আবেদন করতে হলে নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর। সর্বোচ্চ বয়স থাকতে হবে ৪০ বছর।
আবেদনের প্রক্রিয়া- অনলাইনের মাধ্যমে এই পদগুলিতে আবেদন করা যাবে।
প্রথমে আবেদনকারীকে নিজের বায়োডাটা তৈরি করতে হবে। সেটি ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপলোড করতে হবে।
এরপর বায়োডাটা আপলোড করার সঙ্গে সঙ্গে তার মধ্যেকার সমস্ত ডিটেইলস্ ফিল আপ করতে হবে। অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank Recruitment 2022) বিভিন্ন পদের জন্য আবেদনকারীরা Axis bank career লিখে ওয়েবসার্চ করতে পারেন।
বায়োডাতার মধ্যে কি কি তথ্য দেওয়া প্রয়োজন-
১) বায়োডাটার পেজের মধ্যে ডানদিকের ওপরের দিকে নিজের একটি পাসপোর্ট সাইজের ফটোকপি দিতে হবে।
২) নিজের নাম, ঠিকানা
৩) শিক্ষাগত যোগ্যতা
৪) বৈধ ফোন নম্বর, ইমেইল আইডি
৫) কোনও কাজের অভিজ্ঞতা থাকলে তার বিবরণ
নিয়োগ পদ্ধতি- সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদনকারীকে ইমেইলের মাধ্যমে (Leatest Bank Job 2022) ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তাতে পাশ করলে ট্রেনিং করানো হবে। ট্রেনিং শেষে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যেতে হবে-
১) নিজের বায়োডাটা
২) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট
৩) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
৪) পাসপোর্ট সাইজের ফটোকপি
আবেদন মূল্য- আবেদন করতে কোনও রকম মূল্য লাগবে না।
বেতন- কর্মী হিসেবে নির্দিষ্ট পদে নিয়োগ হলে প্রতিমাসে (Axis Bank Recruitment 2022) নূন্যতম বেতন ১৮,০০০ টাকা এবং সর্বোচ্চ ২৫,০০০ টাকা। প্রতি বছর বেতন বাড়ার সম্ভাবনাও থাকবে। কাজের অভিজ্ঞতা অনুযায়ী পদোন্নতি হবে।
আরও বিশদে জানতে হলে অবশ্যই নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন।
For Apply –
https://www.axisbank.com/careers
Official Website –
https://www.axisbank.com/
চাকরি সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই এই অয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
আরও পড়ুন, ঈদের দিনেই দ্রুত শিক্ষক নিয়োগের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী