Asha Karmi Recruitment 2022

Asha Karmi Recruitment 2022 : BDO অফিসে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই স্থায়ী চাকরি, আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, জানুন শেষ তারিখ

সরকারি চাকরি করতে চান? কিন্তু শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ। রাজ্যের জেলার প্রত্যেক BDO অফিসে প্রচুর স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ। তাই আপনার কাছে রয়েছে বিরাট সুযোগ (Asha Karmi Recruitment 2022)। এই পদে আবেদন করার সুবিধা পাবেন। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই এই পদে নিয়োগ করা হবে। আবেদনকারীর বয়সসীমা, শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে জানতে হলে অবশ্যই পড়ুন পুরো খবরটি।

আরও পড়ুন, অষ্টম শ্রেণী যোগ্যতায় রাজ্য জুড়ে প্রচুর সিভিক ভলেন্টিয়ার নিয়োগ, শীঘ্রই আবেদন করুন

মোট নিয়োগ পদের সংখ্যা –
নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে কয়েকশো স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে। স্বাস্থ্য কেন্দ্রের ওপর ভিত্তি করে নিয়োগ পদের (Asha Karmi Recruitment 2022) সংখ্যা ঠিক করা হয়েছে। নিচে আবেদন সম্পর্কিত নোটিশ এবং অফিসিয়াল ওয়েবসাইট -এর লিঙ্ক দেওয়া হয়েছে। আবেদন সংক্রান্ত কোনও তথ্য আরও বিশদে জানতে হলে সেখান থেকে নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারবেন।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা –
এই পদে আবেদন করতে গেলে আবেদনকারীকে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে।
কারা আবেদন করতে পারবেন –
পশ্চিমবঙ্গ জেলার BDO অফিসগুলিতে স্বাস্থ্য কর্মী নিয়োগের (Asha Karmi Recruitment 2022) ক্ষেত্রে বিশেষ নিয়ম রাখা হয়েছে। শুধুমাত্র মহিলারাই এই পদে আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই বিবাহিত বা বিবাহ বিচ্ছেদ বা বিধবা হতে হবে।

আবেদনকারীর বয়সসীমা –
এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স নূন্যতম ৩০ বছর এবং সর্বোচ্চ বয়স ৪০ বছর হতে হবে। তাছাড়া সরকারি (Asha Karmi Recruitment 2022) নিয়ম অনুসারে সংরক্ষিত মহিলারা বয়সের ছাড় পাবেন অর্থাৎ SC, ST, OBC এবং PH ক্যাটাগরির মহিলারা ২২ বছর হলেই আবেদন করার সুযোগ পাবেন।
আবেদন প্রক্রিয়া –
শুধুমাত্র অফলাইনের মাধ্যমেই করা যাবে আবেদন। নিচে আবেদনের নোটিশের লিঙ্কের মধ্যেই দেওয়া থাকবে ফর্ম। সেখান থেকে ফর্ম ডাউনলোড করে পূরণ করতে হবে। তারপর অফলাইনের (Asha Karmi Recruitment 2022) মাধ্যমে নোটিশের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। সঙ্গে দিতে হবে গুরুত্বপূর্ণ নথিপত্র। এছাড়া অফিসিয়াল ওয়েবসাইটের থেকেও ডাউনলোড কর যাবে ফর্ম।

আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথিপত্র –
১) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমানপত্র
২) শিক্ষাগত যোগ্যতার মার্কশিটের জেরক্স কপি। এছাড়া অন্যান্য কোনও যোগ্যতা থেকে থাকলে সেগুলির জেরক্স কপি।
৩) কালার পাসপোর্ট সাইজের ছবি
৪) জাতিগত শংসাপত্র (যদি থাকে)
৫) বাসিন্দা হিসেবে প্রমাণ বা ভোটার কার্ড
৬) আধার কার্ড বা ভোটার কার্ড
৭) বিবাহিত বা বিবাহ বিচ্ছেদ বা বিধবা প্রমানপত্র (সরকারি)
৮) ৫ টাকার পোস্টাল স্ট্যাম্প
৯) অন্যান্য কোনও নথিপত্র যদি থাকে।
উল্লেখ্য, সকল নথিপত্রের জেরক্স কপি ফর্মের সাথে যুক্ত করে জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি –
প্রথম মেরিট লিস্ট নিয়োগ পদের ওপর ভিত্তি করে তৈরি করা হবে। তারপর সেই অনুযায়ী ডকুমেন্টস ভেরিফাই করার পর আবারও মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ –
ইতিমধ্যেই আবেদন পত্র জমা করা শুরু হয়ে গেছে (Asha Karmi Recruitment 2022)। অফলাইনে আবেদনপত্র জমা করার শেষ তারিখ ১৮ মে, ২০২২। নোটিশে লিখিত ঠিকানায় প্রতি সোমবার থেকে শুক্রবারের মধ্যে সকাল ১১ টা থেকে বিকেল ৩ টের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

অফিসিয়াল নোটিফিকেশন ১ – http://purulia.gov.in/services/notice/employment/employment_ASHA_10.pdf
অফিসিয়াল নোটিফিকেশন ২ – http://purulia.gov.in/services/notice/employment/employment_ASHA_11.pdf
অফিসিয়াল নোটিফিকেশন ৩ –
http://purulia.gov.in/services/notice/employment/employment_ASHA_12.pdf
অফিসিয়াল নোটিফিকেশন ৪ –
http://purulia.gov.in/services/notice/employment/employment_ASHA_13.pdf
অফিসিয়াল ওয়েবসাইট –
http://purulia.gov.in/

চাকরি সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

আরও পড়ুন,  পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের স্থায়ীকরণ করতে চলেছে সরকার