W.B Lakshmi bhander Scheme : ‘লক্ষীর ভান্ডার’ নিয়ে বড় খবর! তবে কি বন্ধের মুখে এই প্রকল্প। নাকি অন্য কিছু? Breaking News!
W.B Lakshmi bhander Scheme : ‘লক্ষীর ভান্ডার’! নিয়ে বড় ভাবনা রাজ্যের। চলছে বড়সড় পরিকল্পনা। জানুন বিস্তারিত।
পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো প্রকল্প (W.B Lakshmi bhander Scheme) আছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল ‘লক্ষীর ভান্ডার’। বাংলা এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বাড়ির মহিলারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান ৫০০ থেকে ১০০০ টাকা। মাঝখানে কথা উঠেছিল এই প্রকল্প নাকি আর থাকছে না। কিন্তু এদিন নবান্ন থেকে এই বিষয়ে বেরিয়ে এলো এক অন্য তথ্য। নবান্ন থেকে জানানো হল বর্তমানে ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পটি বন্ধ হওয়ার কোনও আশঙ্খা নেই। বরং কন্যাশ্রী, রূপশ্রী বা যুবশ্রী প্রকল্প নয়, ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পকে বিশ্ব বাংলা শিল্প সম্মেলনে তুলে ধরতে চাইছে বাংলা।
আরও পড়ুন, RBI-এর বড় ঘোষণা! যাতে লাভ হতে চলেছে মধ্যবিত্তের। জানুন কি? Breaking News!
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ২০২১ এর নির্বাচনে বড়সড় পরিকল্পনা ছিল লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে (W.B Lakshmi bhander Scheme)। এর মাধ্যমে লক্ষ লক্ষ মহিলারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান প্রতি মাসে ৫০০ টাকা। তপশিলি জাতি এবং উপজাতি বা SC/ ST সম্প্রদায়ভুক্ত মহিলারা পেয়ে যান প্রতি মাসে ১ হাজার টাকা। বর্তমানে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই সুবিধা পাচ্ছেন। মাঝখানে কথা উঠেছিল এই প্রকল্প নাকি আর থাকছে না।
সংবাদমাধ্যম সূত্রের খবর, এবারের লক্ষীর ভান্ডার প্রকল্পকে বিশ্ব বাংলা শিল্প সম্মেলন বা Bengal Global Business Summit -এ তুলে ধরতে চাইছে রাজ্য (W.B Lakshmi bhander Scheme)। এই সম্মেলনের মাধ্যমে দেশ-বিদেশের সকল শিল্পপতিদের সম্মুখে এই প্রকল্পকে তুলে ধরতে চান মুখ্যমন্ত্রী।
সম্প্রতি দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষী ভান্ডার প্রকল্পে নতুন ভোক্তাদের আবেদন জমা পড়েছে (W.B Lakshmi bhander Scheme)। সেই সংখ্যা খুব একটা কম নয়। সংবাদমাধ্যম সূত্রের খবর, শিল্প সম্মেলনের মঞ্চ থেকে নতুন ভোক্তাদের হাতে টাকা তুলে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য গত সোমবার মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে জানা গিয়েছে, রাজ্য বিভিন্ন জেলাকে এই পরিকল্পনার কথা জানিয়েছে।
প্রসঙ্গত, সকলের উদ্দেশ্যে এ বিষয়ে কিছু এখনো ঘোষণা করা হয়নি। এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট (W.B Lakshmi bhander Scheme) পেতে হলে অবশ্যই ফলো করতে ভুলবেন না এই ওয়েবসাইটটি।
Written by Manika Basak.