WB Health Recruitment 2022 : পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে স্থায়ী কর্মী নিয়োগ। থাকছে আকর্ষণীয় বেতন। আজই আবেদন করুন।

WB Health Recruitment 2022 : স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি তে নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ।

পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য বড়সড় সুখবর (WB Health Recruitment 2022) । পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা হলেই আবেদন করা যাবে। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে জানতে হলে অবশ্যই পড়তে হবে পুরো খবরটি।

আরও পড়ুন, মাধ্যামিকের খাতায় প্রেমপত্র! পড়ে মাথায় হাত শিক্ষকের।

শূন্য পদের নাম – লিগাল অ্যাসিস্ট্যান্ট

শূন্য পদের সংখ্যা – ১ টি

 আবেদনকারীর বয়স সীমা –

 ১ জানুয়ারি ২০২২ সাল হিসেবে আবেদনকারীর বয়স হতে হবে সর্বাধিক ৩৫ বছর।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা –

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে ‘ল্য’ -তে স্নাতক হতে হবে। এছাড়া অপারেশনে বেসিক নলেজ বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে বেসিক নলেজ থাকতে হবে। তার সঙ্গে (WB Health Recruitment 2022) কলকাতা হাইকোর্টে কাজের ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 প্রতি মাসে বেতন – ৩২,০০০ টাকা

 আবেদন করার প্রক্রিয়া –

 এই পদে আবেদন করতে গেলে অনলাইনের মাধ্যমেই তা করা যাবে। তবে আবেদন করতে গেলে প্রার্থীকে গুরুত্বপূর্ণ নথি আপলোড করতে হবে।

 প্রয়োজনীয় নথিপত্র –

 শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট,

বয়সের প্রমাণপত্র –

কাজের ক্ষেত্রে অভিজ্ঞতার সার্টিফিকেট

 উল্লেখ্য, আবেদনকারীকে অবশ্যই বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর দিতে হবে।

আবেদন ফি- আবেদন করতে গেলে প্রার্থীকে ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে (WB Health Recruitment 2022)। যা অনলাইন (ক্রেডিট বা ডেবিট কার্ড ইত্যাদি) মাধ্যমে প্রার্থীরা জমা করতে পারবেন। আবেদন ফি অনলাইনের মাধ্যমে ১০ই এপ্রিল পর্যন্ত জমা দেওয়া যাবে।

আবেদনের শেষ তারিখ –

 চাকরি প্রার্থীরা বর্তমানে এই পদে আবেদন করতে চাইলে তা আজ থেকে করতে পারবেন। কারণ আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ১৩ ই এপ্রিল।

আরও পড়ুন, ব্যাংক থেকে একবারে ৫ হাজারের বেশী টাকা তুলতে পারবেন না, নির্দেশ RBI এর, Breaking News.

 এই পদে আবেদন বা আরো বিশদে জানতে হলে অবশ্যই ডাক্তার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন।

অফিশিয়াল ওয়েবসাইট – https://www.wbhealth.gov.in/

এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই ফলো করতে ভুলবেন না এই ওয়েবসাইটটি।

Written by manika basak

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button