whats app india : একমাসে বন্ধ দেড় লাখেরও বেশি হোয়াটস্অ্যাপ অ্যাকাউন্ট! পরের জন আপনি নন তো?
whats app india : ভারতে নিষিদ্ধ করা হল হোয়াটস্অ্যাপ অ্যাকাউন্ট! কারন জানলে চমকে যাবেন। জানুন বিস্তারিত।
দেশের প্রায় সকল ব্যক্তি অর্থাৎ নবীন থেকে (whats app india) প্রবীণ, যাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট না থাকলেও হোয়াটস্অ্যাপে রয়েছে একটি অ্যাকাউন্ট। তবে প্রতি বছর হোয়াটস্অ্যাপ কর্তৃপক্ষের তরফে ব্লক করা হয় লক্ষ লক্ষ অ্যাকাউন্ট। গত ফেব্রুয়ারি মাসেও ভারতের বহু হোয়াটস্অ্যাপ ব্যবহারকারীর অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে।
আরও পড়ুন, জিও-র মাস্টারস্টোক! প্লানের ভ্যালিডিটি বাড়িয়ে অনান্য সংস্থাকে টেক্কা জিও-র।
বর্তমানে আমরা প্রায়শই দেখতে পাই ম্যাসেঞ্জারের পাশাপাশি হোয়াটস্অ্যাপের মাধ্যমেও ছড়িয়ে দেওয়া হচ্ছে বহু ভুলভাল খবর (whats app india)। কিংবা শেয়ার করা হচ্ছে নানান লিঙ্ক, যাতে প্রলোভনের বশে একবার ক্লিক করলেই জালিয়াতি হবে লক্ষাধিক টাকা। সরকার বা পুলিশের তরফে বারংবার বলা হলেও নাগরিকেরা মানছেন না সেই কথা।
প্রসঙ্গত, এই কারণেই হোয়াটস্অ্যাপ (whats app india) কর্তৃপক্ষের তরফে প্রতি মাসে একটি করে রিপোর্ড় প্রকাশ করা হয়। যেখানে বলা হয়ে থাকে মোট কতজন হোয়াটস্অ্যাপ ব্যবহারকারীর অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। কি কারণে করা হয় সেটিও বলা হয়।
হোয়াটস্অ্যাপ কর্তৃপক্ষের তরফে এ বছরের ফেব্রুয়ারি মাসের রিপোর্ট প্রকাশ করে বলা হয়েছে, ১ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে ১.৪ মিলিয়ন বা প্রায় ১০ লাখের বেশি হোয়াটস্অ্যাপ অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। কারণ সেই অ্যাকাউন্টগুলি থেকে ক্ষতির সম্ভাবনা ছিল।
হোয়াটস্অ্যাপে সবসময় End-To -End Encryp এর কথা বলা হয়। অর্থাৎ কোনও প্রাপক ম্যাসেজ করলে দ্বিতীয় ব্যক্তি তা পড়তে পারবেন না (whats app india)। হোয়াটস্অ্যাপের বাজে কাজে ব্যবহার আটকাতে অ্যাকাউন্ট তিনটি পর্যায়ে শনাক্ত করা হবে। প্রথমে রেজিস্ট্রেশন, তারপর ম্যাসেঞ্জিং এবং তৃতীয়ত নেতিবাচক প্রতিক্রিয়ার প্রতিক্রিয়া হিসেবে।
এ বিষয়ে হোয়াটস্অ্যাপ কর্তৃপক্ষ (whats app india) জানান, তারা বিশেষত প্রতিরোধের দিকে মনোনিবেশ করে। তাই কোনও ক্ষতি হওয়ার আগেই কার্যকলাপটি বন্ধ করা ভালো, তা বলেন। এই সম্পর্কিত অন্যান্য খবর পেতে হলে অবশ্যই এই ওয়েবসাইটে চোখ রাখুন।
Written by manika basak