New vacancy 2022 : মাধ্যামিক পাশে স্বাস্থ্য দপ্তরে বড় নিয়োগ। এটাই শেষ সুযোগ! নাহলে পস্তাবেন।
New vacancy 2022 : রাজ্যের বিভিন্ন জেলায় মাধ্যমিক পাশে স্বাস্থ্য কর্মী নিয়োগ, দেখে নিন বিজ্ঞপ্তি।
পশ্চিমবঙ্গের চাকুরি প্রার্থীদের (New vacancy 2022) জন্য রইল নতুন সুখবর। রাজ্যের স্বাস্থ্য দফতর নতুন একটি নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে করা যাবে এই আবেদন। এই সম্পর্কিত পুরো তথ্য পেতে পড়তে হবে পুরো খবরটি। তাহলে চলুন জেনে নেওয়া যাক।
আরও পড়ুন, ভারতীয় ক্রিকেটারের প্রেমে হাবুডুবু নিল ছবির তারকা! অবাক লাগলেও এটাই সত্যি।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা – রাজ্যের বিভিন্ন জেলায় স্বাস্থ্য কর্মী নিয়োগের (New vacancy 2022) ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাশ বা তার সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকলেই করা যাবে আবেদন।
আবেদনের যোগ্যতা – রাজ্যের জেলাগুলিতে স্বাস্থ্য কর্মী নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র বিবাহিত (New vacancy 2022) অথবা বিবাহবিচ্ছেদ অথবা বিধবা হয়েছেন এমন মহিলারাই আবেদন করতে পারবেন।
আবেদনকারীর বয়সসীমা – আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম ৩০ বছর এবং সর্বাধিক ৪০ বছর। তবে সংরক্ষিত মহিলাদের ২২ বছর হলেও আবেদন করার যোগ্যতা থাকবে।
শূন্যপদ – SDO অফিসের বিভিন্ন স্বাস্থ্য কর্মী অফিস ও ব্লক অফিস অনুযায়ী অনেকগুলি (New vacancy 2022) শূন্যপদ রাখা হয়েছে। এবিষয়ে আরও বিশদে জানতে হলে অবশ্যই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে।
আবেদনের প্রক্রিয়া – অফলাইনের মাধ্যমেই শুধুমাত্র আবেদন করা যাবে। সেক্ষেত্রে নিচের অফিসিয়াল (New vacancy 2022) লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে তা পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ঠিকানা বা যে ব্লক অফিসে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে ছুটির দিন বাদ দিয়ে জমা দিতে হবে।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র –
১) বয়সের প্রমাণপত্র বা তার বিকল্প হিসেবে অ্যাডমিট কার্ড
২) কোনও কাজের যোগ্যতা থাকলে সেগুলির সমস্ত নথি-প্রমাণ
৩) জাতিগত শংসাপত্র
৪) নির্দিষ্ট এলাকায় স্থায়ীভাবে বসবাসের প্রমানপত্র
৫) পাসপোর্ট সাইজের ছবি
৬) আধার কার্ড বা ভোটার কার্ড
৭) বিবাহিত অথবা বিবাহবিচ্ছেদ অথবা বিধবা প্রমাণপত্র
উপরের সমস্ত নথিপত্রের সাথে ফটোকপিও আবেদনপত্র পাঠানোর সময় জমা করতে হবে।
আবেদনপত্র জমা করার শেষ তারিখ- ০৪ মার্চ, ২০২২ এই তারিখের আগে বিজ্ঞপ্তিতে দেওয়া ব্লক (New vacancy 2022) অফিসে জমা করতে হবে।
জমা দেওয়ার সঠিক সময়- ছুটির দিন বাদে সোমবার থেকে শুক্রবার সকাল ১১ – ৫ টা পর্যন্ত।
নিচে আলাদা আলাদা করে অফিসিয়াল নোটিশ ও আবেদন পত্র ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হল
Official Notification: CLICK HERE
https://www.paschimmedinipur.gov.in/system/files/notification/06_con.pdf
Official Notification- Click Here https://www.paschimmedinipur.gov.in/node/150