SSC teacher recruitment : কতো টাকায় মেলে শিক্ষকতার চাকরি! এসএসসি মামলায় আজব প্রশ্ন আদালতের।

SSC teacher recruitment : এসএসসি পরীক্ষায় নিয়োগ নিয়ে আবারও স্বচ্ছতার বিষয়ে প্রশ্ন উঠলো সাধারণ মানুষের মনে। জানুন বিস্তারিত।

এসএসসি তে নিয়োগ তালিকা (SSC teacher recruitment) প্রকাশের মেয়াদ শেষ হওয়ার পরে, সুপারিশ হয়েছে নিয়োগ পত্র। এর আগে রায়গঞ্জের শিক্ষিকা সংযুক্তা দেবী চাকরি পাওয়া সত্ত্বেও তাকে করনেশন স্কুলে ইংরেজি পড়ানোর জন্য এই পদটি দিতে অস্বীকার করেছিলেন সেই স্কুলের প্রধান শিক্ষক এবং টিচার ইন চার্জ। তবে এবার সম্পূর্ন বিপরীত অভিযোগ উঠলো কুতুবপুর নবআদর্শ হাইস্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষকের বিরুদ্ধে।

আরও পড়ুন, খেজুরই শাপমুক্তি! রোজ সকালে খালি পেটে একটি করে খেজুর তাতেই কেল্লাফতে।

 কুতুবপুর নবআদর্শ হাইস্কুলের নবম- দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের শিক্ষক হলেন গুরুপদ ঘড়াই (SSC teacher recruitment)। অভিযোগ করা হয় তিনি এসএসসি -এর প্রথম স্টেট লেভেল সিলেকশনে (SLST) উত্তীর্ণ না হলেও , মেধাতালিকায় কোনও নাম না থাকলেও চাকরি পেয়েছেন (SSC teacher recruitment)। এই অভিযোগের ভিত্তিতে তাকে ২৯ মার্চ হাইকোর্টের ১৭ নম্বর কক্ষে ডাকা হয়।

এ প্রসঙ্গে এসএসসি -এর তরফ থেকে আদালতে জানানো হয়, নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের (SSC teacher recruitment) তারিখ ছিল ২০১৯ সালের ১৯ ডিসেম্বর। ঠিক তার পরের দিন অর্থাৎ ২০ ডিসেম্বর গুরুপদ ঘড়াইয়ের ইন্টারভিউ নেওয়া হয়েছিল এবং নিয়োগপত্র দিয়েছিল এসএসসি। গুরুপদ বাবুর উদ্দেশ্যে বিচারপতি প্রশ্ন করেন, কত টাকা দিয়ে চাকরি কিনলেন? কে চাকরি বিক্রি করল আপনাকে?

উল্লেখ্য, গুরুপদ ঘড়াই প্রশ্নের জবাব দিয়ে জানান, এটাই তার শেষ এসএসসি ছিল। তিনি পরীক্ষাও ভালো দিয়েছিলেন। বিচারপতির RTI কি চাকরি দেয় (SSC teacher recruitment)? এই প্রশ্নের জবাবে তিনি জানান, RTI করার পর তার নম্বর বেড়েছিল। তাকে এসএসসি -এর তরফ থেকে চাকরির সুপারিশ পত্র দেওয়া হয়েছিল। তবে তিনি বলেন, মেধা তালিকায় তার নাম ছিল কিনা তা জানা না থাকলেও, চাকরির পাওয়ার ক্ষেত্রে তার নাম ছিল। তাই তিনি এই চাকরিটা পেয়েছেন।

আরও পড়ুন, হাতে মাত্র একদিন, চলতি মাসের মধ্যেই সেরে ফেলতে হবে, ব্যাংক পোষ্ট অফিসের এই কাজগুলি, নইলে বিপদে পড়বেন।

অভিযুক্তের উত্তর শুনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে সত্যি কথা বলতে বলেন, তা না হলে সিআইডি কিংবা ডিআইজি -এর হাতে তাকে তুলে দেওয়ার কথা বলেন। অভিযুক্তের অ্যাডমিট কার্ডের সাথে তার ছবির অমিলের কথাও এদিন বিচারপতি এজলাসে বলেন। তবুও এই সম্পর্কিত আলাদা কোনও তথ্য এদিন জানা যায়নি (SSC teacher recruitment)। ৩০ মার্চ আবারও অভিযুক্ত গুরুপদ ঘড়াইকে এজলাসে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত নতুন কোনও তথ্য বা আপডেট পেতে হলে এই ওয়েবসাইট ফলো করতে ভুলবেনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button