Provident Fund – EPF, PPF কোনটিতে লাভ বেশি, কিভাবে বেশি সুদ পাবেন, জানুন কৌশল
Provident Fund – ইপিএফ-এ সুদের হার কমানোর প্রস্তাব রাখলো অছি পরিষদ। কমতে পারে সুদের হার। জানুন বিস্তারিত।
ইপিএফ অর্থাৎ, Employees Provident Fund হল (Provident Fund) একটি অবসরকালীন পরিকল্পনা। এই স্কিমে অবসর গ্রহণের পর আমানতকারী টাকা তুলতে পারেন। এবার এই স্কিমে কমতে পারে সুদের হার। ইপিএফও অছি পরিষদের প্রস্তাবকে সমর্থন জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
ইপিএফ-এর ক্ষেত্রে একদিকে নয়া (Provident Fund) নিয়ম ৫ বছরের আগে টাকা তুললে টাকার ওপর দিতে হবে TDS কর, অন্যদিকে সুদের হার কমানোর প্রস্তাব। দুটির মধ্যে যেন চাপে পড়তে চলেছে এই স্কিমের সুবিধাভোগীরা। তবে নির্দিষ্ট কোনও কারণে যেমন চাকুরিজীবির অসুস্থ হয়ে পড়া ইত্যাদিতে ৫ বছরের আগে টাকা তুললে দিতে হবে না TDS। ১ এপ্রিল থেকে ধার্য হতে চলেছে এই নিয়ম।
আরও পড়ুন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পোস্ট অফিসের সেরা স্কীম, অল্প করে জমিয়ে বড় রিটার্ন পান।
প্রসঙ্গত, ইপিএফ-এ সুদের হার কমা নিয়ে (Provident Fund) অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, বর্তমান অবস্থার কথা মাথায় রেখেই এই প্রস্তাব দেওয়া হয়েছে। এর থেকে অন্যান্য সেভিংস স্কিমের সুদের হার আরও কম। অর্থাৎ, তার তুলনায় ২০২১-২২ আর্থিক বছরে এই ক্ষেত্রে সুদের হারের যে প্রস্তাব রাখা হয়েছে তা আরও বেশি।
এবার দেখে নেওয়া যাক অন্যান্য কোন কোন স্কিমে সুদের হার কত পাওয়া যাবে –
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)-এ সুদের হার ৭.৪ %, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)-এ সুদের হার ৭.১ % এবং সুকন্যা (Provident Fund) সমৃদ্ধি যোজনা (SSY)-এ ৭.৬ %।
সুদের হার কমানোর কারণ –
প্রতি বছর সরকারি সিকিউরিটিজ এবং বন্ড সহ ঋণপত্রে ইপিএফও বিনিয়োগ করে ৮৫ %। বাকি ১৫ % লগ্নি করা হয় ETF বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড-এ। সুতরাং, বিনিয়োগের টাকা যতটা আয় হবে তার ওপর ভিত্তি করে সুদের হার।
বর্তমানে আমানত বেড়েছে ১৩ %। ইপিএফও বা Employees Provident Fund Organisation বিনিয়োগের ক্ষেত্রে রিটার্ন পাওয়ার জন্য ঝুকিহীন বিনিয়োগ করে থাকেন (Provident Fund)। সেই জন্যেই বিনিয়োগের রিটার্ন কমে এসেছে এমনটাই মনে করছে কর্তৃপক্ষ।
কবে থেকে চালু হতে পারে এই স্কিমের ক্ষেত্রে ৮.১ % সুদের হার-
ইপিএফও অছি পরিষদের কর্মকর্তাদের সুদের হার কমানোর প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রকে পাঠানো হবে। সেখানকার সদস্যদের অনুমোদন পেলেই কেন্দ্র থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর আমানতকারীদের টাকার ওপর নির্দিষ্ট সুদ প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে ইপিএফও।
আরও পড়ুন, যেকোনো ব্যাবসা শুরু করার জন্য সবচেয়ে সহজে এবং কম সুদে লোন দেয় এই ব্যাংক গুলো।
তবে একটাই প্রশ্ন থেকে গেল, (Provident Fund) বার বার সেভিংস স্কিমে সুদের হার কমার ফলে বর্তমানে যে অসুবিধের মুখে পড়েছেন এই স্কিমের সুবিধাভোগীরা। ভবিষ্যতে কি তা আরও কমার সম্ভাবনা রয়েছে? আশা করি আমাদের এই প্রতিবেদনটা আপনাদের ভালো লেগে থাকবে। ধন্যবাদ।
Written by Manika Basak