Aam aadmi party west Bengal : পাঞ্জাবের পর টার্গেট বাংলা! দিদির কপালে চিন্তার ভাঁজ।

Aam aadmi party west Bengal : আধিপত্য বিস্তারে এবার বাংলাকেই বেছে নিলেন কেজরিওয়াল। জানুন বিস্তারিত।

পাঞ্জাব বিধানসভা ভোট,২০২২ -এ দারুন (Aam aadmi party west Bengal) ফল করেছে আপ বা আম আদমি পার্টি (AAP)। জেতার আকাঙ্ক্ষায় দিল্লির বাইরে গিয়ে পাঞ্জাবে নিজেদের সংগঠন গড়ে তোলেন কেজরিওয়ালের এই পার্টি। যার মাধ্যমে জয়লাভও করেছে এই পার্টি। তবে আপের নজরে এবার কোন রাজ্য? যেখানে এটি নিজেদের নিয়ন্ত্রণ গড়ে তুলতে চায়।

আরও পড়ুন, আশঙ্কাই সত্যি হলো! তাহলে কি সত্যিই বন্ধ হতে চলেছে ২০০০ টাকার নোট।

সোমবার হরিয়ানার ১৫ জন প্রাক্তন বিধায়ক, মন্ত্রী এবং সমাজকর্মীকে দলে অন্তর্ভুক্ত করেছে (Aam aadmi party west Bengal) আম আদমি পার্টি। সেদিন রাজধানীতে দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দর জৈন যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন। অন্যদিকে দলের তরফে ঘোষণা করা হয়েছে যে, হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ৬৮ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আপ।

বাংলায় প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে রবিবার (Aam aadmi party west Bengal) কলকাতায় মিছিলের ডাক দেওয়া হয়েছিল আপের তরফ থেকে। পরিকল্পনা ছিল পাঞ্জাব বিধানসভা ভোটে দলের জয়লাভ উদযাপন করার পাশাপাশি দুর্নীতি মুক্ত শাসক দল গড়ে তোলা।

সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রাজধানীতে শাসকদল নিজস্ব সংগঠন গড়ে তোলার পরই রাজ্যে (Aam aadmi party west Bengal) আধিপত্য বিস্তারের ভাবনা শুরু করেছিল। সেই অনুসারে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জমায়েতের মাধ্যমে দলের সদস্য বাড়ানোর চেষ্টা শুরু হয়েছিল।

আরও পড়ুন, নিয়ম না মানায় ২টি ব্যাংক বন্ধ ও ৮টি ব্যাংককে জরিমানা করলো RBI, গ্রাহকের টাকা ঝাড়।

প্রসঙ্গত সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পাঞ্জাবে ভোটের ফলপ্রকাশের পর শনিবার দলের (Aam aadmi party west Bengal) হাওড়া জেলার সভাপতি এবং মুখপাত্র অর্নব মৈত্র বলেন, ওই কর্মসূচি তাদের বিজয় উৎসব। ৮০%-এর বেশি আসন পেয়ে এই দল জিতেছে। তাই পদার্পণ যাত্রা হবে। ২০২৩-এর পঞ্চায়েতের লড়াই শুরু হবে।

এ রাজ্যে ১৬-১৭ টি জেলায় আপের কমিটি রয়েছে। ভবিষ্যতে এর সংখ্যা আরও বাড়বে (Aam aadmi party west Bengal)। পদার্পণ যাত্রা সম্পর্কে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, তাদের দল এতদিন একটি নতুন দল ছিল, যা মানুষের টাকায় চলত। পদার্পণ যাত্রা করা হবে সেই জায়গাটিকে একটি বৃহত্তর ক্ষেত্রে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথাও তিনি বলেন।

তার বক্তব্য এতদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য নিয়ে অন্যান্য দল কাজ করতে পারেনি। রাজ্যের দুর্নীতি আর মেনে নেওয়া যাবে না (Aam aadmi party west Bengal)। তাই দলে মানুষকে যুক্ত হওয়ার কথাও তিনি বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button