Madhyamik english exam 2022 – Whats app খুলেলেই মিলছে ইংরেজি প্রশ্নপত্র। তাহলে কি এবারও ফাঁস হল মাধ্যমিকের প্রশ্ন।

Madhyamik english exam 2022 – পরীক্ষার আগেই ফাঁস ইংরেজি প্রশ্নপত্র। মধ্য শিক্ষা পর্ষদের উপর উঠছে আঙ্গুল। জানুন বিস্তারিত।

অতিমারী ও টানা দুই বছর লকডাউনের পর আবারও পুনরায় (Madhyamik english exam 2022) আগের মতো বিদ্যালয়ে গিয়ে নিজেদের পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে সকল মাধ্যমিক পরীক্ষার্থীরা । বিগত দিনের মতো টেনশন, আবেগ, উৎকণ্ঠা নিয়ে সকল পরীক্ষার্থী পৌঁছে যাচ্ছে তাদের পরীক্ষা কেন্দ্রে।

 গত কাল থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এই বছরের মাধ্যমিক পরীক্ষাকে (Madhyamik english exam 2022) কেন্দ্র করে রাজ্য সরকার বিশেষ কয়েকটি পদক্ষেপ গ্রহন করেছে। যাতে কোন রকম জালিয়াতি না হয় তার জন্য আগে থেকে  বন্ধ করে দেওয়া হয়েছে কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা।

কিন্তু এত কিছুর পরেও আজ সকালের ঘটনার পর ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েও উঠছে প্রশ্ন (Madhyamik english exam 2022)। কারন আজ দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি পরীক্ষার আগে বাইরে এসেছে একটি প্রশ্ন পত্র। কিন্তু এটিই চূড়ান্ত প্রশ্ন কিনা তা নিয়ে এখনও কেউ নিশ্চিত নয়। তবে সবাই মনে করছে, এটি আসল প্রশ্নপত্র হলেও হতে পারে।

আরও জানতে চোখ রাখুন – বদলে গেলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার সুচী, নতুন রুটিন দেখুন।

 বিভিন্ন সংবাদ সুত্রে জানা যাচ্ছে আজ সকাল ১১ টা নাগাদ whats app একটি প্রশ্ন পত্র ভাইরাল  হয়ে যায়। যে প্রশ্ন ভাইরাল হয়েছে তার কিছু অংশ দেখা যাচ্ছে আর তাতে ইংরেজি প্রশ্নপত্রের আনসিন ও গ্রামারের কিছু অংশ দেখা যাচ্ছে (Madhyamik english exam 2022)।

এর আগেও অনেক বার পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। তাই স্বাভাবিক ভাবেই অনেকে মনে করছেন, এবারও তার পুনরাবৃত্তি হয়ে গেল। যদিও পর্ষদের তরফ থেকে (Madhyamik english exam 2022) বলা হয়েছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটি ভুয়ো। তবে পরীক্ষা শেষ হলেই বেরিয়ে আসবে আসল সত্য।

আশাকরি আমাদের এই প্রতিবেদনটা আপনাদের ভালো লেগে থাকবে এবং এই সম্পর্কিত আরও নতুন নতুন খবর জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button