PPF Account Rules – প্রভিডেন্ট ফান্ড নিয়ে জারী হল বড় ঘোষণা

PPF Account Rules – দুটোর বেশি অ্যাকাউন্ট থাকলে পাবেন না কোন সুদ, জানুন বিস্তারিত।

আপনার যদি দুই বা তার বেশি পিপিএফ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখন থেকে তা আপনি আর রাখতে পারবেন না (PPF Account Rules)। এরকম অনেক খবরই সম্প্রতি শোনা যাচ্ছিল। মানুষের মনে বিভিন্ন প্রকারের বিভ্রান্তিও দানা বাধছিল যার দরুন হয়রানির সম্মুখীনও হতে হচ্ছিল অনেককে।

কিন্তু সম্প্রতি এই বিষয় নিয়ে মুখ খুললো অফিস মেমরান্ডাম। কিন্তু অর্থ মন্ত্রকের তরফ থেকে কি জানানো হয়েছে তা নিয়ে কিছু মানুষের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে। আমাদের এই প্রতিবেদন নিয়ে এসেছে একদম পুঙ্খানুপুঙ্খ তথ্য (PPF Account Rules)। তাহলে চলুন জেনে নেওয়া যাক কি বলেছে অফিস মেমরান্ডাম।

আরও পড়ুন – কিভাবে বিনামূল্যে আধার এনরোলমেন্ট সেন্টার ফ্রাঞ্চাইজি খুলে রোজগার করবেন।

আপনারা সকলেই হয়তো জানেন যে ২০১৯ সালে একটি নোটিশ জারী করা হয়েছিল যাতে পরিস্কার ভাবে বলা হয়েছিল যদি কেই দুটো বা তার বেশি অ্যাকাউন্ট খুলে থাকে তাহলে তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে এবং তার পাশাপাশি কোন প্রকারের সুদও প্রদান করা হবে না (PPF Account Rules)। কিন্তু এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই, তাই সম্প্রতি অর্থ মন্ত্রকের তরফ থেকে জারী করা হল একটি নিয়মাবলি। সেই নিয়মাবলিতে তারা জানিয়েছে যে পিপিএফ অ্যাকাউন্ট গুলিকে একসাথে করা যাবে না।

তারা স্পষ্ট ভাবে বলেছে যে ‘অপারেটিং এজেন্সিগুলিকে’ তারা  নির্দেশ দিয়ে দিয়েছে  PPF নিয়ম, ২০১৯ অর্থাৎ ১২.১২.২০১৯ তারিখে বা তার পরে খোলা PPF অ্যাকাউন্টগুলিকে একসাথে করার জন্য কোন প্রকারের আর্জি তারা গ্রহন করবেনা এবং এই প্রসঙ্গের ভিত্তিতে কিছু বিশেষজ্ঞরা দাবি করছেন যে ১৫ বছর পর পিপিএফ থেকে টাকা তুলে নিলেই ভালো হয় (PPF Account Rules)।

আরও পড়ুন, এয়ারটেল লঞ্চ করলো দুর্দান্ত দুটি সস্তার রিচার্জ প্ল্যান, চিন্তায় পড়লো Jio BSNL, New Unlimited Free Plans

আপনার কি মনে হয় টাকা কি তুলে নাওয়া উচিত মতামত জানাতে হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবং এই সম্পর্কিত আরও নতুন নতুন খবর পেতে নিয়মিত চোখ রাখুন আমাদের এই ওয়েবসাইটে। আশা করছি আমাদের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button