Bhuban Badyakar – কোর্ট প্যান্ট পরে, বার এ ড্যান্স করছেন ভুবন বাদ্যকর, দেখুন লাইভ।

আবার ভাইরাল ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)

কাঁচা বাদাম গান টা তো আপনারা সকলেই শুনেছেন। কাঁচা বাদাম গানের মাধ্যমে মানুষের মন জয় করে নেওয়া ভুবন বাদ্যকরকে (Bhuban Badyakar) কে তো আপনারা সকলেই চেনেন। রাতারাতি তিনি হয়ে উঠেছিলেন জনপ্রিয় এবং তার এই জনপ্রিয়তা শুধু বাংলাতেই থেমে থাকেনি সারা ভারতবর্ষে তিনি জনপ্রিয়তা লাভ করেছেন তার এই গানটার মাধ্যমে।

সম্প্রতি তাকে নিয়ে অনেক ধরনের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছিল তার নাকি ৭৫ লক্ষ্য টাকা লুঠ হয়ে গেছে। কিন্তু এই বিষয় কতটা সত্য তা কিন্তু এখনি বলা সম্ভব হচ্ছে না। সময়ের সাথে সাথে তার নাম এবং জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে যার দরুন বিভিন্ন রিয়্যালিটি শো থেকে প্রচুর অফারও আসছে তার কাছে এবং এই প্রসঙ্গের উপর ভিত্তি করে প্রকাশ পেল কাঁচা বাদাম গায়ক ভুবন বাদ্যকারের (Bhuban Badyakar) সাহেবি লুক। সম্প্রতি তিনি কোর্ট প্যান্ট পরে ইংরাজি গান গাইলেন একটি হোটেলে।

সাধারনত মানুষ তাকে একজন সাধারন গরিব গায়ক (Bhuban Badyakar) বলেই চিনতেন কিন্তু কথায় আছে বাইরের পোশাক দেখে কাউকে গরিব বলতে নেই। কলকাতার এমন অনেক হোটেল এবং রেস্টুরেন্ট আছে যা খুবই দামি সাধারন মানুষের পক্ষে এই সব ধরনের হোটেলে যাওয়া খুবই দুষ্কর ব্যাপার। কাঁচা বাদাম গায়ক গতকাল পাব কাম বার সামপ্লেস এলস ক্লাব (Someplace Else Club) এ গান করেন। কিন্তু এই বিষয় নিয়েই উঠেছে অনেক প্রশ্ন।

মানুষ বলছেন যে হোটেল এবং বার এমন একটি জায়গা যেখানে মানুষ মডার্ন গান শুনতে পছন্দ করেন সেই জায়গাতে এই সব ফালতু গান শোনানোর কোন মানেই হয় না। তাই কিছু সংখ্যক মানুষ তার (Bhuban Badyakar) বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

কিন্তু যারা তার (Bhuban Badyakar) বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তাদেরকেও পাল্টা কমেন্ট করে কিছু মানুষ বলেছেন যে আপনাদের সমস্যা কোথায় হচ্ছে যদি একজন মানুষ একটি গান করে। আপনাদের যদি গানটি ভালো না লেগে থাকে তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার উনাকে গান করতে ডাকা হয়েছে তাই উনি এসে গান করেছেন।

তারা আরও বলেছে যে আপনাদের মত কিছু নিচু মানসিকতা সম্পন্ন মানুষেরা কোনোদিন কাউকে আগে যেতে দেয় না। আপনারা ধনি ব্যক্তি হতে পারেন কিন্তু তাই বলে অন্য একজন যদি কিছু টাকা রোজগার করে তাহলে আপনাদের সমস্যা কোথায়। আবার কিছু মানুষের মতে ব্রিটিশরা ভারত ছেড়ে গেছেন কিন্তু ভারতবাসী ব্রিটিশদের ছাড়তে পারেনি। এই প্রসঙ্গের ভিত্তিতে মানুষ আরও বলেছেন যে এই রকম একটি জায়গায় এই ধরনের গান হাস্যকর।

আরো পড়ুন, রাস্মিকার গোপন প্রেম ফাঁস

আপনাদের কি মনে হয় ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) বারে গান গাওয়া টা কি ঠিক ছিল? তার এই সাহেবী লুকে জনপ্রিয়তা হারাবে না তো রানু মণ্ডলের মতো? নিজেদের মতামত জানাতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং বিনোদন সম্পর্কিত নতুন নতুন আরও অনেক প্রতিবেদন পড়তে হলে নিয়মিত চোখ রাখুন আমাদের এই ওয়েবসাইটে। আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button