Gold Price: নববর্ষের পরেই রেকর্ড ছুঁলো সোনার দাম। ১ ভরি সোনার জন্য খরচ কত? জানলে চোখ কপালে উঠবে
Gold Prices Hit New Record
সোনার দামে (Gold Price) নিত্যদিন ওঠানামা লেগেই থাকে। কখনও দাম কমছে তো কখনও দাম বাড়ছে। এদিকে সদ্য নববর্ষ উদযাপন হল বাংলায়। তাছাড়া বিয়ের মরশুম শুরু হয়েছে। এসবের মধ্যে সোনার দাম রেকর্ড গড়লো। ঠিক কতটা বাড়ল বা কমলো সোনার দাম? আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক বিস্তারিত।
Gold Price In Kolkata
নববর্ষে সোনার দামে কিছুটা পতন দেখা যায়। ১৫ এপ্রিল ভারতের প্রধান প্রধান শহরগুলি যেমন কলকাতা, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, পাটনা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল প্রতি ১০ গ্রাম ৮৭,৫৪০/- টাকায়। অন্যদিকে, ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল প্রতি ১০ গ্রাম করে ৯৫,৫০০/- টাকায়। তবে রাজধানীতে সোনার দামে সামান্য চড়া ভাব দেখা গিয়েছিল।
আরও পড়ুন: এটিএম থেকে টাকা তুললেই এবার দিতে হবে চার্জ। মে মাসের শুরু থেকেই কার্যকর হচ্ছে নতুন নিয়ম
এদিকে, ভারতের সোনার বাজার বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। যার মধ্যে প্রথম হল আন্তর্জাতিক বাজারে সোনার ট্রেডিং রেট। দ্বিতীয় হল, ভারতীয় রুপির মূল্য। তৃতীয় হল, আমদানি শুল্ক ও জিএসটির উপর। শুধু তাই নয়, বিয়ে এবং উৎসবের মরসুমেও সোনার চাহিদা তুঙ্গে থাকে। স্বাভাবিকভাবেই সোনার দাম বৃদ্ধি পেতে দেখা যায়।
নববর্ষের পর সোনার দাম কত হল?
পয়লা বৈশাখের পর বুধবার ১,৬৫০ টাকা বেড়ে নতুন রেকর্ডে পৌঁছেছে সোনার দাম। অল ইন্ডিয়া সরাফা অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, ৯৯.৯ শতাংশ বিশুদ্ধতার সোনা বিক্রয় হচ্ছে ১০ গ্রামে ৯৮,১০০ টাকায়। মঙ্গলবারের তুলনায় ৯৬,৪৫০ টাকা থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে সেটি। শুধু তাই নয় এছাড়াও, ৯৯.৫ শতাংশ বিশুদ্ধতার সোনার দাম বর্তমানে ১,৬৫০ টাকা বেড়ে ৯৭,৬৫০ টাকায় পৌঁছেছে।
আরও পড়ুন: ফ্রি রেশন সামগ্রীর সঙ্গে কড়কড়ে ১০০০ টাকা পাবে রেশন কার্ড গ্রাহকরা। সরকারের সিদ্ধান্তে খুশি সকলে
তবে শুধু সোনা নয়, রুপোর দামও নতুন করে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতি কিলোগ্রামে সেক্ষেত্রে ১,৯০০ টাকা বৃদ্ধি পেয়ে রুপোর দাম পৌঁছেছে ৯৯,৪০০ টাকায়। রুপোর দাম মঙ্গলবার ছিল ৯৭,৫০০ টাকা। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, আগামী দিনে সোনার দাম কোথায় যেতে পারে? এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন যে, বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ, অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে সোনা ও রুপোর দাম আগামী দিনে আরও বাড়তে পারে।
উপসংহার: সোনার দামে হেরফের প্রায় প্রত্যেক দিন হয়। তাই সোনা কিনতে যাওয়ার আগে সেই দিনের দাম দেখে নেবেন। বিয়ের মরশুমে সোনার চাহিদা বাড়বে। সোনা ও রুপোর দামে আগামী দিনেও হেরফের হতে পারে। সেক্ষেত্রে দেখে নিয়ে কেনা শ্রেয়।