Summer Vacation: অতিষ্ট গরম! এক ধাক্কায় 12 দিন এগিয়ে এল গরমের ছুটি। ছাত্র-ছাত্রীদের জন্য সামার ভ্যাকেশন বাড়িয়ে দিল সরকার
West Bengal Summer Vacation
মার্চ থেকেই গরমের তেজ বাড়ছিল। এপ্রিল মাসে চড়া গরমে জেরবার রাজ্য। তাই ছাত্র-ছাত্রীদের স্বার্থে গরমের ছুটি (Summer Vacation) বাড়িয়ে দিল রাজ্য সরকার। এমনিতেই শোনা যাচ্ছিল, এই বছর গরমের জন্য ছুটি এগিয়ে আসতে পারে। সেই ধারণাকেই মান্যতা দিয়ে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্তে সিলমোহর পড়ল। এক ধাক্কায় ১২ দিন এগিয়ে এল গরমের ছুটি। ছাত্র-ছাত্রীদের জন্য রইল এই বিষয়ে সম্পূর্ণ প্রতিবেদন।
Summer Vacation In West Bengal
এখন সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন। কবে থেকে পড়ছে গরমের ছুটি? আসলে এপ্রিল মাসে যে হারে গরম পড়েছে তাতে স্কুল পড়ুয়াদের স্বাস্থ্যের দিকে বিশেষ মনোনিবেশ করছে সরকার (WB Government). ছাত্র-ছাত্রীরা স্কুলে যাওয়ার পথে যাতে অসুস্থ না হয় পড়েন, তাপপ্রবাহের কারণে যাতে অসুস্থতা বৃদ্ধি না হয়, তার জন্য গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অতএব সকল পড়ুয়াদের জেনে নেওয়া দরকার কবে থেকে এই রাজ্যে গরমের ছুটি পড়ছে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে গরম পড়তেই কত দিনের ছুটি ঘোষণা করলো? কবে থেকে ছুটি? জেনে নিন।
১২ দিন এগিয়ে এল গরমের ছুটি!
পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়াদের জন্য বড় খবর। বৃহস্পতিবার ঘোষণা হয়েছে কবে থেকে বাংলায় স্কুলগুলিতে গরমের ছুটি পড়ছে। এদিন নবান্নে এক সাংবাদিক বৈঠকে বসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee). সেখান থেকেই তিনি ঘোষণা করলেন, রাজ্যের স্কুলগুলিতে কবে থেকে ছুটি পড়ছে সে ব্যাপারে। জানা যাচ্ছে, এই বছর গরমের ছুটির দিনক্ষণ আরও এগিয়ে এল। ছুটি পড়ার কথা ছিল মেয়ে মাস থেকে। বর্তমানে জানা যাচ্ছে, মে মাস নয়, বরং এপ্রিল মাস থেকেই স্কুলগুলিতে গরমের ছুটি পড়ছে।
আরও পড়ুন: চাকরি বাতিলের দিনই স্কুলে স্কুলে গরমের ছুটি এগিয়ে এলো। বড় ঘোষণা মমতার
এই বছর কবে থেকে গরমের ছুটি পড়ছে?
রাজ্য সরকারের সিদ্ধান্ত মতো মে মাস থেকে নয় বরং এপ্রিল মাস থেকেই গরমের ছুটির ঘোষণা হয়েছে। সেক্ষেত্রে চলতি বছর একধাক্কায় ১২ দিন এগিয়ে এল গরমের ছুটি। শিক্ষা দফতরের সূচি অনুসারে জানা যাচ্ছিল, এ বছর গরমের ছুটি পড়বে ১২ মে থেকে ছুটি চলবে ২৩ মে পর্যন্ত। কথা ছিল, মাত্র ১১ দিনের জন্য স্কুল বন্ধ থাকবে। কিন্তু আচমকা মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণায় চমকে গিয়েছেন সকলে। তবে এই ছুটি যথেষ্ট নাকি তাই নিয়ে শিক্ষক মহলে আলোচনা চলছে। অর্থাৎ গরম বাড়লে আবার ছুটি বৃদ্ধি পেতে পারে।
উপসংহার: রাজ্যে গরমের পরিস্থিতি বিবেচনা করে ১২ দিন এগিয়ে এলো গরমের ছুটি। ফলে ছাত্রছাত্রীদের জন্য এটি স্বস্তির খবর। সরকারি তরফে এই ঘোষণা হয়েছে। তবে আগামী দিনে যদি ফের গরম বৃদ্ধি পায় তবে সামার ভ্যাকেশন বৃদ্ধি পেতে পারে।