Air Conditioner Price: গরমে নাজেহাল দশা? মাত্র 20,000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে এসি। দেখে নিন সেরার সেরা পাঁচ মডেলের তালিকা

Air Conditioner Price In India

অত্যাধিক গরমে ফাটছে চতুর্দিক। এরই মাঝে এসি কেনার (Air Conditioner Price) হিড়িক বেড়েছে আমজনতার মধ্যে। কিন্তু মুখে বললেই তো আর এসি কিনে আনা যায় না, কারণ সে তো মোটা অংকের টাকার ব্যাপার। তবে আপনার এ বিষয়ে চিন্তার কারণ নেই। কারণ, মাত্র ২০,০০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে এসি (Best Air Conditioner). কোন কোন মডেল কিনবেন? দেখে নিন সেরা এসির তালিকা।

Top 5 Air Conditioner Price Details

এসি কিনবেন বলে ভেবে থাকলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য এখানে সেরা পাঁচটি এসির বর্ণনা দেওয়া রইল। যেগুলির দাম প্রায় ২০,০০০ টাকার মধ্যে। তাই পকেট বাঁচিয়ে ঠান্ডা হাওয়া খেতে হলে সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নিতে হবে।

(১) ক্যারিয়ার স্যান্টিস প্রো

প্রথমেই বলা হচ্ছে ক্যারিয়ার স্যান্টিস প্রো এসির কথা। এটি হলো ক্যারিয়ারের একটি থ্রি স্টার ১ টনের এসি। এর দাম বর্তমানে ১৯,৯৯৯ টাকা। এই স্প্লিট এসির সম্পূর্ণ নাম হল Carrier Santis Pro MAS12SP3C8F0 1 Ton 3 Star Split AC। এই এসিটি দারুন উপকারী, খুব অল্প সময়ের মধ্যেই এই এসি আপনার ঘরকে ঠান্ডা করতে পারে। এই এসিটি পাবেন ১ বছরের কম্প্রিহেনসিভ ওয়ারান্টি ও ৫ বছরের কমপ্রেসর ওয়ারান্টি। পাশাপাশি, এই এসিতে রয়েছে অটো লোভার মেমোরির মতো চমৎকার ফিচার্স।

আরও পড়ুন: ভারতবর্ষে পাওয়া যাচ্ছে সবচেয়ে সস্তার Gaming Laptop! চমকে দেওয়ার মতো ফিচার! কেনার আগেই লিস্ট দেখে নিন

(২) ভোল্টাস স্যাক ১২২ ডিওয়াইএ

দ্বিতীয় যে এসির কথা বলা হচ্ছে সেটি ভোল্টাস স্যাক ১২২ ডিওয়াইএ। ১ টনের ভোল্টাস এয়ার কন্ডিশনারের দাম ধার্য হয়েছে ১৯,৭৪০ টাকা। এটি ২ স্টার রেটিং প্রাপ্ত একটি এসির। এসিটির সম্পূর্ণ নাম Voltas SAC 122 DYA 1 Ton 2 Star Split Air Conditioner। স্প্লিট এসিটির সঙ্গে পাওয়া যাবে ১ বছরের প্রডাক্ট ওয়ারান্টি এবং ৫ বছরের কম্প্রসরের ওয়ারান্টি।

(৩) মারকিউ ফ্লিপকার্ট

এটি হলো ফ্লিপকার্টের নিজস্ব ব্র্যান্ড মারকিউর এসি। এই এসিটি বর্তমানে জনপ্রিয় হয়েছে তার কম দাম ও কিছু আকর্ষণীয় ফিচার্সের জন্য। ১ টন ওজনের এসিটি ২ স্টার রেটিং যুক্ত। এসিটির পুরো নাম হল MarQ by Flipkart FKAC102SFA 1 Ton 2 Star Split Air Conditioner। এই এসির সঙ্গে মিলবে ১ বছরের কম্প্রিহেনসিভ ওয়ারান্টি এবং ৫ বছরের কম্প্রেসর ওয়ারান্টি যুক্ত।

(৪) বিলিয়ন এসি১৪৫

তালিকায় রয়েছে বিলিয়ন এসি১৪৫ এসিটিও। ১.৫ টনের এসির দাম রাখা হয়েছে ১৮,৯৯৯ টাকা। থ্রি স্টার রেটিং যুক্ত এই স্প্লিট এসিটির সম্পূর্ণ নাম হল Billion AC145 1.5 Ton 3 Star Split Air Conditioner। এই এসি রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। আপনি এই বিলিয়নের এসিটি কিনলে পাবেন ১ বছরের কম্প্রিহেনসিভ এবং কম্প্রেসরে ৫ বছরের ওয়ারান্টি। এছাড়াও পাবেন ডাস্ট ও ভিটামিন ফিল্টার।

আরও পড়ুন: ২০২৫ সালে সেরা স্মার্টফোন কোম্পানি কে? কারা আপনাদের ভাল্যু ফর মানি মোবাইল ফোন দেবে?

(৫) হুন্ডাই এইচএসফোরএফ ৩৩

পাঁচ নম্বরে থাকছে ১ টনের এই হুন্ডাই এসি। এটি থ্রি স্টার রেটিং যুক্ত। এর দাম হল মাত্র ১৯,৪৯৯ টাকা। হুন্ডাই এয়ার কন্ডিশনারের সম্পূর্ণ নাম Hyundai HS4F33.GCR-CM 1 Ton 3 Star Split Air Conditioner। এটি ১ বছরের প্রডাক্ট পাবেন ৪ বছরের কম্প্রেসর ওয়ারান্টি। এতে আছে সিলভার আয়ন ফিল্টারের মতো আকর্ষণীয় ফিল্টার। এই এসিটি চার দিকে অটো এয়ার স্যুইং করতে পারে।

উপসংহার: এখন আপনার যদি এসি কেনার ভাবনা থাকে তাহলে আজকের প্রতিবেদন থেকে আপনি উপকার পাবেন। কম দামে ভালো এসি কেনার জন্য এই সেরা পাঁচটি এসির মধ্যে থেকে একটি বেছে নিতে পারেন।

Related Articles

Back to top button