School Timings: উর্ধ্বমুখী পারদ! বদলে যাচ্ছে স্কুলের সময়! কখন থেকে শুরু হবে স্কুল? কবে থেকে পড়ছে গরমের ছুটি?

New School Timings For Summer

মার্চ থেকেই ঊর্ধ্বমুখী পারদ। অত্যাধিক গরমে এবার স্কুলের সময়সীমা (School Timings) বদলের সিদ্ধান্ত গৃহীত হল। এমনিতেই কিছুদিন পর গরমের ছুটি পড়বে। তার আগে নতুন করে স্কুলের সময়সীমা বদল করার নির্দেশ জারি হল রাজ্যে। এখন প্রশ্ন, কটা থেকে শুরু হবে স্কুল? ছাত্র-ছাত্রীদের জন্য জরুরি এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ে নিন।

New School Timings For Summer

ফেব্রুয়ারি থেকেই তাপের প্রভাব বোঝা যাচ্ছিল। মার্চ মাসে কার্যত ফাটছে চারিদিক। সকাল হতেই চড়া রোদে বাইরে বেরোনো দুষ্কর হয়ে উঠছে। ছোট বাচ্চাদের পক্ষে স্কুল যাওয়া হয়ে দাঁড়াচ্ছে অসুস্থতার কারণ। মার্চেই যা অবস্থা আগামী দিনে গরম বাড়বে বলেই ধারণা। অতএব এই পরিস্থিতি বিবেচনা করে ছাত্রছাত্রীদের জন্য স্কুলের সময় বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা স্কুলে পড়েন যে সকল অভিভাবকদের সন্তানরা স্কুলে পড়েন আজকের সম্পূর্ণ প্রতিবেদন অবশ্যই পড়ে নেবেন।

আরও পড়ুন: গ্রীষ্মবকাশের আগেই লম্বা ছুটি পড়ল রাজ্যে। বন্ধ থাকবে স্কুল, কলেজ, অফিস! কবে কবে ছুটির তারিখ জেনে নিন

অত্যাধিক গরমে বদলাচ্ছে স্কুলের সময়সীমা!

মার্চের শেষে তীব্র তাপদাহে কার্যত পুড়ছে বাংলার (West Bengal) পশ্চিম মেদিনীপুরের একাংশ। এপ্রিল, মে মাসে কি হতে চলেছে তাই ভেবেই চিন্তায় পড়েছেন সবাই। পারদ শুধুই ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ সূত্রে খবর, বুধবার মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৩৯.৪৬ ডিগ্রি সেলসিয়াসে। অত্যাধিক গরমের পরিস্থিতি বিবেচনা করে মেদিনীপুর জেলার সমস্ত প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি স্কুলগুলিতে মর্নিং ক্লাস করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আগামী ১৬ এপ্রিল থেকে ক্লাস হবে মর্নিং সেশনে বা প্রাতঃবিভাগে। সম্প্রতি নির্দেশিকা জারি হল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ-র চেয়ারম্যান অনিমেষ দে-এর তরফে। অর্থাৎ এবার নতুন সময়ে স্কুলের পঠনপাঠন শুরু হবে। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সোম থেকে শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে ১১টা ও শনিবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত স্কুল হবে।

পাশাপাশি, নিয়ম অনুসারে পড়ুয়াদের মিড-ডে মিলও দিতে হবে। যদিও এও জানা যাচ্ছে, পরে যদি গরম আরো বাড়ে, তখন মুখ্যমন্ত্রী ও শিক্ষা পর্ষদের তরফে নতুন করে নির্দেশিকা জারি করা হয় তখন তার পরিপ্রেক্ষিতে আলাদা বিজ্ঞপ্তি জারি করা হবে। আর যদি তাই না হয় তাহলে এই বিজ্ঞপ্তি মেনেই জেলার প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী স্কুলগুলি পরিচালিত হবে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে গরমের ছুটি বাড়ল। কতদিন বাড়তি ছুটি ঘোষণা হলো?

এছাড়া গরমের ছুটি (Summer Vacation) নির্ধারিত সময়েই পড়বে। তবে গরম বাড়লে ছুটি বর্ধিত হবে। আপাতত গরমের পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা যাতে স্কুলে আসার পথে অসুস্থ হয়ে না পড়েন তাই জন্যই মর্নিং সেশনে ক্লাস চলবে। প্রতিবছর অত্যাধিক গরমের কারণে রাজ্য সরকারের তরফে গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয়। তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হলে অনলাইন ক্লাসও হতে পারে। সেই মতো উর্ধ্বমুখী পারদ বিবেচনা করে গরমের ছুটির বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেই আভাস দেওয়া হয়েছে।

উপসংহার: পশ্চিমবঙ্গে অত্যাধিক গরমের কারণে নির্দিষ্ট অঞ্চলের স্কুলগুলিতে মর্নিং সেশনে ক্লাস হওয়ার বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্যের অন্যত্র পরিস্থিতি বিবেচনা করে সেই মতো ক্লাস হবে।আপাতত নির্ধারিত সময় গরমের ছুটি পড়বে। তবে গ্রীষ্মবকাশ বর্ধিত হবে নাকি তা নির্ভর করছে রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর।

Related Articles

Back to top button