Electric Bill: এই ‘ছোট্ট’ ভুলে প্রতিমাসে বাড়ছে ইলেকট্রিক বিল! হাতের কাছেই রয়েছে সমাধান। বিল নিয়ে আর চিন্তা করার দরকারই নেই

10 Ways To Reduce Electricity Bill

প্রতিমাসে ইলেকট্রিক বিল (Electric Bill) নিয়ে চিন্তিত? বিল হাতে আসলেই চাপ পড়ছে পকেটে?
তাহলে সবার মতো আপনিও সেই একই ধরনের ভুল করছেন নাকি সেদিকে খেয়াল করুন। প্রতিদিন আপনার বাড়িতে পাখা, লাইটের সঙ্গে গরম পড়তেই এসি, ফ্রিজের ব্যবহার বেড়েছে। আর সে সূত্র ধরে বিলও বেশি আসছে। তাহলে এখন কী উপায়? আসলে আপনার হাতের কাছেই রয়েছে এর সমাধান। সহজ কিছু কৌশল অবলম্বন করলে সাধ্যের মধ্যে পাবেন ইলেকট্রিক বিল।

How to reduce Electric Bill?

প্রায় প্রত্যেকটি মধ্যবিত্ত বাড়ির একটাই প্রশ্ন। কিভাবে ইলেকট্রিক বিল কম করা যাবে। আর এর জন্য আপনাকে কিছু ঘরোয়া কৌশল মেনে চলতে হবে। তারপর অটোমেটিক্যালি আপনার বিদ্যুতের বিল কম আসবে। এবার তাহলে দেখে নেওয়া যাক, কোন কোন উপায়ে আপনি কমিয়ে ফেলতে পারেন আপনার বিদ্যুতের বিল।

বিদ্যুতের বিল কমানোর উপায়গুলি কী কী?

১) এসি, টিভি সম্পূর্ণ বন্ধ করুন

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, এসি, টিভি এই সকল ইলেকট্রনিক্স ব্যবহারের ক্ষেত্রে একজন ব্যবহারকারী রিমোট ব্যবহার করে সেগুলি বন্ধ করে দেন। আর এমনটা করার পরেও দেখা যায় ডিভাইসগুলি স্ট্যান্ডবাই মোডে থাকে। এর ফলে মূলত বিদ্যুৎ খরচ হয়। তাই চেষ্টা করুন সবসময় যন্ত্রগুলি সম্পূর্ণ বন্ধ করার। এসি, টিভি রিমোটে বন্ধ করা পরে অফ করুন সুইচবোর্ড থেকেও।

২) রেটিং স্টার

যখন নতুন কোনও বৈদ্যুতিন সরঞ্জাম কিনবেন তার আগে সরকারি নিয়মের স্টার রেটিং দেখে নিন।

আরও পড়ুন: অনলাইনে টাকা লেনদেন ব্যবস্থায় নতুন নিয়ম! সর্বোচ্চ কত টাকা লেনদেন করতে পারবেন? জানুন

৩) প্লাগ ইন টাইমার

লাইট, এসি ও অন্যান্য ধরনের বৈদ্যুতিক যন্ত্রের জন্য লাগিয়ে নিতে পারেন প্লাগ ইন টাইমার। এতে যেটা হবে, যতটা প্রয়োজন, ঠিক ততটাই বিদ্যুৎ ব্যবহার করা হবে।

৪) আধুনিক রেগুলেটর

সাধারণ রেগুলেটরের বদলে সবসময় চেষ্টা করুন ইলেকট্রনিক এবং আধুনিক রেগুলেটর ব্যবহার করার। এতে সাধারণত বিদ্যুৎ খরচ অনেকটা কমে যায়।

৫) ফ্রিজের দরজা

ফ্রিজ যখন ব্যবহার করবেন তখন তার দরজা বার বার খোলা কিংবা অনেকক্ষণ দরজা খুলে রাখার অভ্যাস বদলান। এতে বিদ্যুৎ খরচ হয়।

৬) বাল্ব ও টিউব পরিষ্কার

চেষ্টা করুন বাল্ব বা টিউব মাঝেমধ্যে পরিষ্কার করার। এতে ভিতরের তার ও ফিলামেন্টগুলিতে ধুলো জমে না। ফলে বাড়তি বিদ্যুৎ টানারও প্রয়োজন হয় না।

আরও পড়ুন: সকলের ঘরে বসবে স্মার্ট ডিজিটাল ইলেকট্রিক মিটার। স্মার্ট মিটারের সুবিধা ও অসুবিধা কি?

৭) বিএলডিসি পাখা

বর্তমানে জনপ্রিয় হচ্ছে বিএলডিসি পাখা। এই পাখা সাধারণ পাখার থেকে ৬০ শতাংশ কম বিদ্যুৎ খরচ করে।

৮) এলইডি বাল্ব

একইভাবে এলইডি লাইট, বাল্ব বিদ্যুতের খরচ কমিয়ে দেয় অনেকটাই।

৯) কনডেন্সর কয়েল পরিষ্কার

মাঝেমধ্যে ফ্রিজের নীচে অথবা পিছনে থাকা কন্ডেনসার কয়েলটি পরিষ্কার করুন। এখানে যদি ময়লা জমে থাকে, তাহলে বিদ্যুতের খরচ প্রায় ২০ শতাংশ বেড়ে যায়।

১০) পুরোনো ওয়্যারিং

অনেকক্ষেত্রে পুরনো ওয়্যারিং অতিরিক্ত বিদ্যুৎ খরচের জন্য দায়ী হয়। তাই দশ বছর অন্তর প্লাস্টার চটিয়ে ওয়্যারিং বদলে নিন।

উপসংহার: এই পদ্ধতিগুলি মেনে চললে প্রত্যেক মাসে বিদ্যুতের বিল অনেকটা কম আসতে পারে। তবে চলতি গরমকালে অতিরিক্ত বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার করার জন্য স্বাভাবিকভাবেই বিদ্যুতের বিল বেশি আসে। বুদ্ধিসম্মত উপায় অবলম্বন করে এই বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার করুন, বিল কম আসবে

Related Articles

Back to top button