Reliance Jio: একবার রিচার্জে সারাবছর ফ্রি! জিও-র বছরের সবচেয়ে সস্তা প্ল্যান! মুখে হাসি ফুটল কোটি কোটি গ্রাহকের
Reliance Jio Recharge Plan
রিলায়েন্স জিও (Reliance Jio) কোটি কোটি গ্রাহকের সুবিধার্থে এনে হাজির করল দারুন সস্তার প্ল্যান। এই প্ল্যানে একবার রিচার্জ করলে আর সারা বছর চিন্তা নেই। সারা বছরের জন্য নিশ্চিন্ত করার প্ল্যান এনেছে জিও (Jio Recharge Plan). এক বছরের বৈধতা যুক্ত এই প্ল্যানে আনলিমিটেড কল, ২.৫ জিবি ডেটা সঙ্গে দৈনিক ১০০ টি করে এসএমএস মিলবে গ্রাহকদের।
Reliance Jio Super Recharge Plan
গত বছর সকল মোবাইল রিচার্জের (Mobile Recharge) দাম বৃদ্ধি হওয়ায় চিন্তায় পড়েছিলেন সাধারণ মানুষ। তখন সস্তার প্ল্যান খোঁজার জন্য হন্যে হয়ে উঠেছিলেন গ্রাহকরা। সেই সময় বহু গ্রাহক হারিয়েছিল জিও। তবে তারপর থেকেই বাজার ধরতে একের পর এক সস্তার প্ল্যান এনে হাজির করেছে। তার মধ্যেই একটি বিশেষ জিও রিচার্জ প্ল্যান নিয়ে আলোচনা করা হচ্ছে আজকের প্রতিবেদনে।
জিওর এক বছরের রিচার্জ প্ল্যান
সংস্থার তরফে জানানো হয়েছে, গ্রাহকরা যদি একবার এই রিচার্জ প্ল্যানটিতে রিচার্জ করেন, তাহলেই 2026 সাল পর্যন্ত রিচার্জের টেনশন থাকবে না। 1 বছরের বৈধতা যুক্ত Jio-র দুর্দান্ত এক রিচার্জ প্ল্যানের সেই বিবরণ দেখে নিন। সংস্থার প্রিপেড রিচার্জের তালিকায় রয়েছে ১ বছরের বৈধতা যুক্ত বিশেষ প্ল্যান যার মূল্য হল 3599 টাকা। এতেই আপনি পাচ্ছেন টানা এক বছরের বৈধতা।
আরও পড়ুন: জিও কয়েন কি? Jio Coin থেকে কিভাবে আয় করবেন? জিও কয়েন কি লিগ্যাল? সম্পূর্ণ গাইড
রিচার্জ প্ল্যানটিতে কি কি সুবিধা পাবেন?
Jio-র এই রিচার্জ প্ল্যানের বৈধতা 365 দিনের। এতে একবার রিচার্জ আপনি পাচ্ছেন প্রতিদিন 2.5 GB ডেটা, এর সঙ্গে দৈনিক 100 টি SMS, সঙ্গে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। Jio-র এই প্ল্যানে একজন গ্রাহক মোট 912.5 GB ডেটা পেয়ে যাবেন। আপনার দৈনিক ডেটা কোটা শেষ হয়ে গেলেও রোজ 64Kbps স্পিডে ইন্টারনেটের কাজ করতে পারবেন। এছাড়া এর পাশাপাশি 90 দিনের JioHotstar সাবস্ক্রিপশনও পাবেন। তবে সেটি কিন্তু শুধু মোবাইল ফোনের ক্ষেত্রেই বৈধ। একই সাথে অতিরিক্ত সুবিধা হিসেবে, 3599 টাকার এই রিচার্জ প্ল্যানে জিও দিচ্ছে 50 GB AI Cloud স্টোরেজের সুবিধা।
উপসংহার: এক বছরের জন্য বৈধতা পেতে জিওর এই রিচার্জ প্ল্যানের সুবিধা নিতে পারেন। এছাড়াও একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে রিলায়েন্স জিওর। আপনার সুবিধামত রিচার্জ করে নিন।