অবিশ্বাস্য! 2000 টাকার কমে সেরা পাঁচ Smartwatch! কেনার আগে তালিকা দেখে নিন

Best Smartwatch List 2025

বর্তমানে স্মার্টওয়াচের (Smartwatch) প্রতি আগ্রহ প্রায় সবারই। বাজেটের মধ্যে পছন্দসই স্মার্টওয়াচ কিনতে হলে কোনটা নেবেন আর কোনটা নেবেন না সেইটা নিয়ে ধন্দে পড়েন সবাই। তাছাড়া সবার পক্ষে সম্ভব হয় না ৫০০০ কিংবা ১০ হাজার টাকা দিয়ে দামি কোম্পানির স্মার্টওয়াচ কেনার। তাই আজকের প্রতিবেদনে রইল ২০০০ টাকার মধ্যে সেরা পাঁচটি স্মার্টওয়াচের সন্ধান (Cheap Smartwatch List) আসুন দেখে নেওয়া যাক সস্তার স্মার্টওয়াচ তালিকা ও সেগুলি কি কি।

Best Of 5 Smartwatch Under Rs 2000

১) বোট ওয়েভ লাইট

ভারতের নিজস্ব কোম্পানি বোট স্মার্টওয়াচের কদর সর্বত্র বেশি। ইলেকট্রনিক্স একসেসরিজ -এর ক্ষেত্রে বেশিরভাগ মানুষই Boat কোম্পানির প্রতি ভরসা রাখেন। ফলে চাহিদাও বেশি। এই স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে বর্তমানে ১৯৯৯ টাকা। এতে রয়েছে ১.৬৯ ইঞ্চির ডিসপ্লে। এর দ্বারা আপনি হার্ট রেট মনিটর মাপতে পারবেন আবার তার পাশাপাশি স্লিপ প্যাটার্নও ট্র্যাক করা সম্ভব হবে। এছাড়াও এই স্মার্টওয়াচের দ্বারা ট্র্যাক করা যাবে SpO2।

2025 সালের বাজার কাঁপাচ্ছে সেরা 10 Smartphone। সাধ্যের মধ্যে দাম, চোখ ধাঁধানো ফিচার! দেখে নিন তালিকা

২) নয়েজ কালারফিট পালস গ্র্যান্ড

ভারতে নয়েজের এই নতুন স্মার্টওয়াচ বেশ নাম করেছে। এর দাম রাখা হয়েছে ১৭৯৯ টাকা। এর পাশাপাশি, এই স্মার্টওয়াচে রয়েছে ১.৬৯ ইঞ্চির ডিসপ্লে। পাবেন অপটিকাল হার্ট রেট সেনসর, Spo2 সেনসর-সহ আরও অনেক কিছু। বলা ভাল, নয়েজের ‘পালস’ সিরিজে নতুন স্মার্টওয়াচ -টি লঞ্চ হয়েছে।

৩) বোল্ট ড্রিফট

ভারতবর্ষের জনপ্রিয় স্মার্টওয়াচ গুলির তালিকায় থাকবে বোল্ট ড্রিফট। এই স্মার্টওয়াচের দাম ভারতে ১৪৯৯ টাকা। এতে রয়েছে একটি ১.৬৯ ইঞ্চির TFT ডিসপ্লে। এছাড়াও রয়েছে বিভিন্ন আধুনিক ফিচার যেমন ৬০টি স্পোর্টস মোড, ১৫০-র বেশি ওয়াচ ফেসের সাপোর্ট। মাপা যাবে হার্ট রেট। পাশাপাশি, স্লিপ ট্র্যাকার রয়েছে এই স্মার্টওয়াচে। এই স্মার্টওয়াচ 24/7 হার্ট রেট মনিটরিং ফিচার করে। ইউজারের হার্ট রেট পর্যবেক্ষণ করা যাবে।

৪) ফায়ার বোল্ট নিনজা ৩

২০০০ টাকার কমে এটিও একটি জনপ্রিয় স্মার্টওয়াচ। ই-কমার্স সংস্থা অ্যামাজনে স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে ১৫৯৯ টাকা। এখানেও রয়েছে ১.৬৯ ইঞ্চির ডিসপ্লে। এর পাশাপাশি, রিয়েল টাইম SpO2 এবং ব্লাড অক্সিজেন ট্র্যাকিং রয়েছে। এর পাশাপাশি ডায়নামিক হার্ট রেট মনিটরিং, অন্যান্য অনেক হেলথ ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে।

সেরা স্মার্টওয়াচ ২০০০ টাকার নিচে। বাজেটের মধ্যেই আধুনিক প্রযুক্তি ও স্টাইলিশ লুক। সাশ্রয়ী স্মার্ট ওয়াচের তালিকা দেখুন

৫) বোল্ট কসমিক

এটিও ২০০০ টাকার মধ্যে থাকা বেশ জনপ্রিয় একটি স্মার্টওয়াচ। বর্তমানে এই স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে ভারতে ১৯৯৯ টাকা। এখানে রয়েছে একটি ১.৬৯ ইঞ্চির TFT ডিসপ্লে। আর তার সঙ্গে রয়েছে ১০০-র বেশি ওয়াচ ফেসের সুবিধাও। এই স্মার্টওয়াচে পাবেন একাধিক হেলথ ফিচার।

Related Articles

Back to top button