2025 সালের বাজার কাঁপাচ্ছে সেরা 10 Smartphone। সাধ্যের মধ্যে দাম, চোখ ধাঁধানো ফিচার! দেখে নিন তালিকা

Top 10 Smartphone 2025

আপনি কি নতুন স্মার্টফোন (Smartphone) কিনবেন বলে ভাবছেন? কোন স্মার্টফোন ভালো হবে আর সাধ্যের মধ্যে দাম হবে তারই বুঝি খোঁজ চালাচ্ছেন আপনি? তাহলে ২০২৫ সালের সেরা ১০ স্মার্টফোন কোনগুলি, তার তালিকা দেখে নিতে হবে। আজকের প্রতিবেদনে রইল সেরার সেরা স্মার্টফোন ২০২৫-এর তালিকা। তুলনামূলক কম দামও ভালো ফিচার-সহ এই ফোনগুলি আপনার জন্যেও বেস্ট হবে।

Top 10 Smartphone in 2025

১) ভিভো

উন্নত ক্যামেরা প্রযুক্তি, মসৃণ ডিজাইন, সাশ্রয়ী মূল্যের জন্য ভিভোর স্মার্টফোনগুলি সাধারণ মানুষের কাছে অত্যাধিক জনপ্রিয় হয়ে উঠেছে। দুর্দান্ত ক্যামেরা, নাইট ফটোগ্রাফি অপশন, সঙ্গে দ্রুতগতির ফাইভ জি পরিষেবা সবমিলিয়ে এই বছরের হিসেবে অনেকটাই এগিয়ে রয়েছে ভিভো।

২) শাওমি স্মার্টফোন

২০২৫ সালের সেরা স্মার্টফোনগুলির তালিকায় শাওমিকে রাখতেই হবে। এই স্মার্টফোনের দ্রুত চার্জিং, শক্তিশালী ব্যাটারি লাইফ, বিভিন্ন ফিচার অল্প সময়ের মধ্যে ব্যবহারকারীদের তালিকায় জনপ্রিয়তার শিরোপা পেয়েছে। স্মার্টফোনগুলি গ্রাহকদের সাধ্যের মধ্যে দাম রেখেছে।

৩) অপো

অপো এবং ভিভো দুটিই বর্তমানে ভারতের বাজার কাঁপিয়ে চলেছে। একাধিক ফিচারযুক্ত এই ফোন গুলি ব্যবহারকারীদের তালিকায় জনপ্রিয়। অপো তার বিভিন্ন স্মার্টফোন নিত্যদিন রিলিজ করে তার উপর বাজার দখলের চেষ্টা জারি রেখেছে। উন্নত ফটোগ্রাফির জন্য অপো বেশি করে নজর কাড়ে। এখনো পর্যন্ত মোটামুটি ১১.৫ শতাংশ বাজার তাদের দখলে।

৪) রিয়েলমি

একদিকে শক্তিশালী পারফরম্যান্স আর অন্যদিকে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন বলতে রিয়েলমির কোনো বিকল্প নেই। এই কোম্পানি সাশ্রয়ী মূল্যে গেমিং অপ্টিমাইজেশন এবং উন্নত ৫জি প্রযুক্তি দিয়ে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

Gaming laptop কিনবেন বলে ভাবছেন? কত বাজেটের, কেমন গ্রাফিক্স? ল্যাপটপ কেনার আগে জরুরী টিপসগুলি জেনে নিন

৫) স্যামসাং

২০২৫ সালে প্রিমিয়াম ও মিড-রেঞ্জ স্মার্টফোনের শক্তিশালী মিশ্রণ অফার করে স্যামসং ১২.৯% বাজার দখল করছে। Samsung এর বিভিন্ন স্মার্টফোনগুলি নিঃসন্দেহে ভারতের বাজারে রাজত্ব করছে।

৬) অ্যাপল

প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির যে ফোনগুলি দেশের বাজারে খ্যাতি অর্জন করছে তার মধ্যে অন্যতম হলো অ্যাপল স্মার্টফোন। দুর্দান্ত ক্যামেরা অবশ্যই এর চাহিদা বৃদ্ধির জন্য আবশ্যক। এর দীর্ঘমেয়াদী সফ্টওয়্যার আপডেটগুলি ডিভাইসের স্থায়িত্ব নিশ্চিত করে। গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে।

৭) মোটোরোলা

২০২৫ সালে সেরা স্মার্টফোন গুলির তালিকায় থাকবে মটোরোলা। এই স্মার্টফোন ৬.২% বাজার দখল করে জনপ্রিয়তায় সপ্তম স্থান অর্জন করে। উন্নত ফিচার ও সাশ্রয়ী মূল্যের জন্য এই ফোন সেরার তকমা দখল করেছে।

৮) পোকো

উচ্চ রিফ্রেশ রেট ডিসপ্লে এবং আক্রমণাত্মক মূল্য নির্ধারণের সাথে গেমিং স্মার্টফোনের তালিকায় পোকোকে রাখতেই হবে। এই কোম্পানির ফোনের শক্তিশালী হার্ডওয়্যার এবং পারফরম্যান্স-চালিত পদ্ধতি গেমিং ফিচার আর একই সঙ্গে ভালো ক্যামেরা সবমিলিয়ে গ্রাহকদের আকর্ষিত করে।‌

৯) ওয়ানপ্লাস

ভালো ক্যামেরার জন্য যদি কোন ফোন হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো ওয়ানপ্লাস।‌ অনেকেই এই ক্যামেরার সঙ্গে অ্যাপেলের তুলনা করে থাকেন। ‌ওয়ানপ্লাসের বিভিন্ন স্মার্টফোন বিভিন্ন রেঞ্জের পাওয়া যায়। তাই স্মার্টফোন প্রেমীদের জন্য এই বছরের সেরা তালিকায় অন্যতম ফোন হলো এটি।

সেরা স্মার্টওয়াচ ২০০০ টাকার নিচে। বাজেটের মধ্যেই আধুনিক প্রযুক্তি ও স্টাইলিশ লুক। সাশ্রয়ী স্মার্ট ওয়াচের তালিকা দেখুন

১০) iQOO

গেমিং প্রেমীদের জন্য অন্যতম নামকরা একটি স্মার্টফোন iQOO। ২০২৫ সালে এই ফোন ২.৭% বাজার শেয়ার নিয়ে দশম স্থান অর্জন করেছে। তাহলে তালিকা দেখে নিলেন তো? তাই এখন যদি আপনার স্মার্টফোন কেনার ইচ্ছে থাকে, তাহলে এই ১০ টি কোম্পানির স্মার্টফোন কিনতেই পারেন।

Related Articles

Back to top button