ছাত্রছাত্রীরা পাবেন 50,000 টাকার বৃত্তি। HDFC Scholarship-এ আবেদনের জন্য কী কী যোগ্যতা লাগবে? কিভাবে আবেদন জানাবেন?
HDFC Scholarship Application 2025
ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছে HDFC Bank. এই বৃত্তির নাম HDFC Scholarship. যে সকল ছাত্রছাত্রীরা স্কলারশিপের জন্য আবেদন করতে চান, তাঁদের আগের থেকেই যোগ্যতা ও আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নিতে হবে। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষিত হওয়ার স্বপ্নপূরণ হবে। ভালো জায়গায় পড়াশোনা করে নিজেদের পছন্দমত ক্যারিয়ার তৈরি করতে পারবেন।
HDFC Scholarship 2025
প্রায়শই সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের তরফে ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়। যাতে মেধাবী পড়ুয়ারা আগামী দিনে আর্থিক সমস্যার কারণে পড়াশোনা মাঝপথে বন্ধ না করে দেন সেই সমস্যা সমাধানের জন্যই বেসরকারি উদ্যোগে এই স্কলারশিপ প্রদান করা হয় ছাত্র-ছাত্রীদের। কিন্তু প্রশ্ন হল এই স্কলারশিপ এর জন্য কি কি যোগ্যতা লাগবে? আর স্কলারশিপের আবেদন কিভাবে জানানো যাবে। আসুন বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক।
মাধ্যমিক পাশে 50,000 টাকার স্কলারশিপ দিচ্ছে টাটা। কিভাবে আবেদন জানাবেন? দেখে নিন
HDFC Scholarship Eligibility 2025
HDFC Scholarship-এর জন্য কি কি যোগ্যতা প্রয়োজন? ১) এই স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে তাঁর পূর্ব পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। ২) এই স্কলারশিপে টাকা পাওয়ার জন্য আবেদনকারী ছাত্র-ছাত্রীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।
HDFC Scholarship Benefits 2025
এই স্কলারশিপের মাধ্যমে বিভিন্ন কোর্সে পড়া ছাত্রছাত্রীরা উপকৃত হবেন। যারা B.A, B.S.C, B.COM ইত্যাদি জেনারেল ডিগ্রি কোর্স করছেন তাঁদেরকে এই স্কলারশিপের মাধ্যমে ৩০ হাজার টাকা দেওয়া হবে। যে সমস্ত শিক্ষার্থীরা বর্তমানে বিভিন্ন প্রফেশনাল কোর্স উদাহরণস্বরূপ- বিটেক, এমবিবিএস, ব্যাচেলার অফ আর্কিটেক্ট বা নার্সিং ইত্যাদি কোর্স করছেন তাঁরা এই স্কলারশিপ-এর মাধ্যমে ৫০,০০০ টাকার আর্থিক সহায়তা পাবেন।
2 লক্ষ টাকার স্কলারশিপ পাবে উচ্চমাধ্যমিক পাশ করলেই। পড়ুয়ারা আবেদন পদ্ধতি জানুন
HDFC Scholarship Application 2025
HDFC Scholarship প্রোগ্রামে কিভাবে আবেদন জানাবেন স্টেপ বাই স্টেপ জেনে নিন।
- স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য প্রথমে আবেদনকারীকে buddy4study-তে ভিজিট করতে হবে।
- তারপর নিজের ইমেইল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে আপনাকে অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে।
- এরপর সেখানে নিজের রেজিস্টার্ড আইডি দিয়ে লগইন করে নিন।
- ক্লিক করুন অ্যাপ্লাই নাও বটনে।
- এখানে ক্লিক করার পর আবেদনকারী অটোমেটিক্যালি HDFC Bank Parivartan’s ECSS Programme ২০২৪-২৫ এই অ্যাপ্লিকেশন ফর্ম পেজে রিডাইরেক্টেড হবেন।
- এর পরের ধাপে আবেদনকারী স্টার্ট অ্যাপ্লিকেশন বটনে ক্লিক করুন।
- এখান থেকে শুরু হবে অ্যাপ্লিকেশন প্রসেস।
- আপনার সমস্ত তথ্য পূরণ করে নিন।
- অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটিতে নথিপত্র আপলোড করতে হবে।
- এবার টার্মস এন্ড কন্ডিশন একসেপ্ট করে নিন।
- প্রিভিউ অপশনে ক্লিক করুন।
- এবার পুরো আবেদন ফর্মটি একবার ভালো করে দেখে নিন।
- এরপর সাবমিট বটনে ক্লিক করুন। আর এভাবেই আবেদন পদ্ধতিটি সম্পূর্ণ হবে।