সেরা 5 টি সার্টিফায়েড Google Course। বাড়ি বসে কাজ শিখে মাসে লক্ষাধিক টাকা আয় করুন

Top 5 Certified Google Course

রোজগারের রাস্তা খোঁজা ছেলেমেয়েদের জন্য গুগলের সেরা কিছু গুগল কোর্স (Google Course) রয়েছে। আপনি বাড়ি বসে কাজ শিখে প্রত্যেক মাসে লক্ষাধিক টাকা আয় করতে পারেন। সেরা পাঁচটি সার্টিফায়েড কোর্স (Google Certified Course) সম্পর্কে আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো। আজকালকার দিনে এই সকল কোর্সগুলি ভালো ইনকামের পথ হতে পারে।

Top 5 Certified Google Course

১) Google আইটি সাপোর্ট কোর্স

চাকরির বাজারে বর্তমানে প্রচুর প্রতিযোগিতা। আর সেই সকল প্রতিযোগিতার ডিঙিয়ে ভালো চাকরিতে যুক্ত হওয়ার জন্য একটি কোর্স করা খুব জরুরী। আর তাই রয়েছে গুগলের আইটি সাপোর্ট কোর্স। এই কোর্স নতুনদের জন্য নির্মিত। অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং, গ্রাহক পরিষেবা, সিস্টেম পরিচালনা, সুরক্ষা সংক্রান্ত একাধিক বিষয়ে শেখানো হয় এই কোর্সে। এই কোর্স করতে পারলে ভালো জায়গায় আপনার চাকরি নিশ্চিত।

বাড়ি বসে গুগল সার্টিফাইড ফ্রিল্যান্সিং কোর্স শেখার উপায়। ফ্রিল্যান্সিং শিখে কিভাবে প্রতিমাসে লাখ টাকা আয় করবেন?

২) Google ইউনিক্স ডিজাইন প্রফেশনাল কোর্স

গুগলের এই বিশেষ কোর্সটি আপনাকে চাকরির বাজারে দক্ষ করে তুলতে সাহায্য করবে। কোর্সটি নতুন ছেলেমেয়েদের জন্য তৈরি করা হয়েছে। এই কোর্সে কী শেখানো হয়? এই কোর্স মূলত ইউনিক্স ডিজাইনের ওপর ফোকাস করে তৈরি করা হয়েছে। ছয় মাসের এই কোর্সে প্রোটাটাইপিং, ব্যবহারকারী গবেষণা ও পরীক্ষাগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে।

৩) Google প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্স

গুগলের এই প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সটি ছয় মাসের। এই কোর্সে আপনি প্রকল্প ব্যবস্থাপনা কৌশল, দক্ষতা ও পদ্ধতিগুলি খুব ভালোভাবে শিখতে পারবেন। এই কোর্স আপনাকে আগামী দিনে ভালো জায়গায় চাকরি পেতে সাহায্য করবে।

৪) Google পাইথন প্রফেশনাল সার্টিফিকেট কোর্স

এই ফিল্ডে আপনাকে আরো বেশি প্রফেশনাল ও পেশাদার করে তোলার জন্য গুগল তৈরি করেছে পাইথন প্রফেশনাল সার্টিফিকেট কোর্স। এই কোর্স টিও ছয় মাসের ব্যবধান সম্পন্ন। এই সময়ের মধ্যেই আপনাকে বিভিন্ন বিষয় শেখানো হবে। মোট কথা এই কোর্স করার পর আপনিও সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ হয়ে উঠবেন। ভালো জায়গায় চাকরি পাবেন।

ইনস্টাগ্রাম থেকে টাকা আয় করার সেরা উপায় ২০২৫। ৫০,০০০ টাকা আয়ের সহজ উপায় স্টেপ বাই স্টেপ গাইড

৫) Google ডেটা অ্যানালিটিক্স কোর্স

এটিও গুগলের একটি নামকরা কোর্স। আপনারা জানেন বর্তমানে ডেটা এনালিটিক্স কত উদীয়মান একটি ফিল্ড। প্রচুর কোম্পানিতে এই পদে কর্মী নিয়োগ করা হয়। তাই যে কোর্স কমপ্লিট করার পর সংশ্লিষ্ট ফিল্ডে দক্ষ হয়ে উঠবেন। এই কোর্সে আপনাকে SQL ও R এর মতো টুল ব্যবহার করে ডেটা বিশ্লেষণ করার পদ্ধতি শেখানো হবে। ছয় মাসের এই কোর্সে প্রতি সপ্তাহে ১০ ঘণ্টা করে ক্লাস নেওয়া হয়। এই কোর্সে নাম নথিভুক্ত করুন আর নিজের ক্যারিয়ার তৈরি করুন।

Related Articles

Back to top button