Business Idea: মাত্র 5000 টাকায় শুরু করুন এই ব্যবসা। দেদার লাভ, প্রতিমাসে প্রচুর আয়। রোজগার নিয়ে আর চিন্তা করতে হবে না
Mushroom Farming Business Idea
বর্তমানে অনেকেই ভাবছেন ব্যবসা শুরু করবেন। আর তার জন্য বিজনেস আইডিয়া (Business Idea) খুঁজছেন। কোন ধরনের ব্যবসায় লাভ হবে ভালো আর অল্প মূলধনে শুরু করা যায় সেটাই হয় নতুন ব্যবসায়ীদের প্রধান লক্ষ্য। তাই আপনার সুবিধার্থে আজকের এই প্রতিবেদনে উল্লেখ করা হলো নতুন একটি বিজনেস আইডিয়া। মাত্র ৫ হাজার টাকা খরচ করেই আপনি নতুন একটি বিজনেস চালু করতে পারেন। কিসের কথা বলা হচ্ছে? আসুন প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক।
New Business Idea 2025
আপনার হাতে যদি থাকে মাত্র ৫০০০ টাকা তবে সেই টাকাতেই আপনি আরম্ভ করতে পারেন নতুন বিজনেস। বলা হচ্ছে মাশরুম চাষের কথা। ছোট ঘরে মাশরুম চাষ করে আপনিও লক্ষ্যাধিক টাকা আয় করতে পারেন। দিনকে দিন মাশরুম চাষের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই ব্যবসা ভারতে ক্রমশ লাভজনক হয়ে উঠেছে। ঘরে বসেই এই বিজনেস আরম্ভ করতে পারেন। স্বল্প জায়গায় এই বিজনেস শুরু করা সম্ভব। বর্তমানে ভারতবর্ষে বছরে প্রায় ১.৪৪ লক্ষ মেট্রিক টন মাশরুম উৎপাদন হয়। এই চাষের চাহিদা রয়েছে আন্তর্জাতিক বাজারেও। স্বল্প জায়গায় এবং কম বিনিয়োগে ব্যবসা শুরু করার আইডিয়াল মাশরুম চাষ।
বিনা পয়সায় শুরু করা যায় ‘এই’ ব্যবসা। মুনাফা হবে লাখ লাখ টাকা!
কিভাবে আরম্ভ করবেন মাশরুম চাষ?
মাশরুম চাষের জন্য কোন বড় খামারের প্রয়োজন হয় না। এই বিজনেস আরম্ভ করা যায় একটি ছোট ঘর বা বাঁশের ছাউনি তৈরি করেও। মাশরুম চাষের সবথেকে উপযুক্ত সময় অক্টোবর থেকে মার্চ মাস। তবে মাশরুম চাষ শুরু করতে হলে আপনাকে প্রথমে কম্পোস্ট সার তৈরি করতে হবে। কম্পোস্ট সার তৈরি করতে পারবেন গম বা ধানের খরের সাথে কিছু রাসায়নিক মিশিয়ে। সাধারণত সার তৈরি করতে সময় লাগে ১ মাস মতো।
কম্পোস্ট সার প্রস্তুত হয়ে গেলে তারপর ৬ থেকে ৮ ইঞ্চি পুরো স্তর তৈরি করে তার উপরে মাশরুমের বীজ গুলি রোপন করুন। তারপর এই কম্পোস্ট সার দিয়ে বীজ ঢেকে দিতে হবে। মোটামুটি ৪০-৫০ দিনের মধ্যেই মাশরুম কাটা এবং বিক্রির জন্য প্রস্তুত হয়ে যাবে। তবে মনে রাখবেন, মাশরুম কিন্তু খোলা জায়গায় চাষ করা যাবে না। ছায়াযুক্ত এবং আদ্র পরিবেশে এটি চাষ করতে হবে।
মাশরুম চাষ থেকে কত টাকা আয় হবে?
আপনি মাশরুম চাষের লাভ সম্পর্কে কল্পনাও করতে পারবেন না। মাশরুম চাষ করে মোটামুটি খরচের ১০ গুন পর্যন্ত লাভ করা যায়। গত কয়েক বছরে লাফিয়ে বেড়েছে মাশরুমের চাহিদা। দেশ, বিদেশের বাজারে এর চাহিদা ঊর্ধ্বমুখী। ১০০ বর্গফুট জায়গায় মাশরুম চাষ করে আপনি প্রতি মাসে আয় করতে পারেন ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা। তবে যদি বড় পরিসরে ব্যবসা শুরু করতে পারেন তাহলে স্বাভাবিকভাবেই আরো কয়েক লক্ষ টাকা আয় হতে পারে।