Fixed Deposit Rates: ফিক্সড ডিপোজিটে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে কোন ব্যাংক? টাকা ফিক্সড করার আগে দেখে নিন তালিকা
Fixed Deposit Interest Rate
আপনিও কি সঞ্চয় নিয়ে চিন্তিত? ভাবছেন ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করবেন? আর এই ভাবনা চিন্তা যদি আপনার থাকে তাহলে আজকে প্রতিবেদন আপনার জন্য খুব জরুরী হবে। বিভিন্ন ব্যাংক ফিক্সড ডিপোজিটে কি পরিমান সুদ দিচ্ছে (Fixed Deposit Rates) বিনিয়োগ করার আগে জেনে নিন। ফিক্সড ডিপোজিট থেকে আপনি কি পরিমাণ রিটার্ন পাবেন তার ধারণাও তৈরি হবে।
Fixed Deposit Rates 2025
বেশিরভাগ মানুষের কাছেই ফিক্সড ডিপোজিট খুব নির্ভরযোগ্য একটি সঞ্চয়। ব্যাংক ও পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটে করানো হয়ে থাকে। তবে ফিক্সড ডিপোজিটের সুদ খুব জরুরী। যে পরিমান টাকা আপনি জমাবেন, তার ওপর এই সুদ কার্যকর হবে। অতএব ভালো সুদ পেলে তবে সেখানে টাকা জমান। তাই দেখে নিন ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট রেট, বিভিন্ন ব্যাংকের সুদের তালিকা।
সবচেয়ে কম সুদে ব্যক্তিগত ঋণ দিচ্ছে এই ব্যাংক। Personal Loan Lowest EMI Rate
ফিক্সড ডিপোজিটে কোন ব্যাংক কত সুদ দিচ্ছে?
আসলে বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিট হয়ে থাকে। আবার সেই মেয়াদের ভিত্তিতে বদল হতে থাকে সুদের হার। যদি আপনি ৩ বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিট করেন, তাহলে বিভিন্ন সরকারি বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর সুদের হার দেখে নিন। সব থেকে বেশি সুদের হার কোন ব্যাঙ্ক? আসুন সেটিও জেনে নিন।
- বেসরকারি খাতের অন্তর্গত ডিসিবি ব্যাঙ্ক দিচ্ছে তিন বছরের ফিক্সড ডিপোজিটে ৭.৫৫ শতাংশ হারে সুদ।
- আরবিএল ব্যাঙ্ক দিচ্ছে ৭.৫ শতাংশ হারে সুদ।
- সরকারি ব্যাঙ্কগুলির তালিকায় একই মেয়াদে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে কানাড়া ব্যাঙ্ক। এই ব্যাংকের সুদের হার হলো ৭.৪ শতাংশ।
- যে সকল বিদেশি ব্যাঙ্কগুলি রয়েছে তাদের মধ্যে তিন বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিট স্কিমে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে ডয়েচে ব্যাঙ্ক। এখানে সুদের হার হল ৮ শতাংশ।
- এইচএসবিসি ব্যাঙ্ক দিচ্ছে ৭ শতাংশ হারে সুদ।
- স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাঙ্ক দিচ্ছে ৭.১ শতাংশ হারে সুদ।
শেয়ার বাজারে বিনিয়োগ কিভাবে করবেন? নতুন বিনিয়োগকারীদের জন্য সহজ পরামর্শ।
তাহলে এবার জেনে গেলেন তো কোন ব্যাংক কত শতাংশ সুদ দিচ্ছে? কোথায় টাকা রাখলে লাভ বেশি? তাহলে আর দেরি না করে চটপট শুরু করে দিন বিনিয়োগ (Investment). আর আর নিজের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলুন।