Government Scheme: বড় খবর! মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে 2100 টাকা। লাখ লাখ মহিলা আবেদন করছেন এই প্রকল্পে

Majhi Ladki Bahin Yojana Scheme

দেশের সরকার ও বিভিন্ন রাজ্যের সরকার সকল মহিলাদের জন্য একগুচ্ছ প্রকল্প (Government Scheme) চালু করেছে। আর এই সকল প্রকল্পগুলি নানানভাবে মহিলাদের সাহায্য করে। যেমন, কিছু প্রকল্প আর্থিকভাবে তো কিছু প্রকল্প অন্যান্য দিক থেকে সাহায্য করে থাকে। আজকে আমরা আলোচনা করব একটি নতুন সরকারি প্রকল্পের বিষয়ে। আপনি কি জানেন প্রজাতন্ত্র দিবস থেকে আপনার অ্যাকাউন্টে ঢুকবে ২১০০ টাকা?

Government Scheme Ladki Bahin Yojana

সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য চালু করেছে মুখ্যমন্ত্রী মঝি লাড়কি বহিন যোজনা (Mukhyamantri Majhi Ladki Bahin Yojana) নামক একটি প্রকল্প। আসলে রাজ্যের সরকার নারীদের আর্থিকভাবে সমর্থন এবং ক্ষমতায়নের জন্য এই প্রকল্পটি চালু করেছে। স্কিমটি মহারাষ্ট্র রাজ্যের মহায়ুতি সরকারের নির্বাচনে সাফল্যের গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই প্রকল্পের দ্বারা যারা মহিলা তাঁরা ভীষণভাবে উপকৃত হবেন।

মহিলাদের অ্যাকাউন্টে আসবে ২১০০ টাকা

মাঝি লাড়কি বহিন যোজনা প্রকল্পটি অচিরেই জনপ্রিয় হয়ে ওঠে। গত বছরের জুলাই মাস থেকে এই প্রকল্প তথা মাঝি লাড়কি বহিন যোজনা (Mukhyamantri Majhi Ladki Bahin Yojana) এর কিস্তি পৌঁছে গিয়েছিল প্রতিমাসে সময় মতো। তবে মহিলাদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের কিস্তি একদম মাসের শেষের দিকে পৌঁছায়। এখনো পর্যন্ত জানুয়ারি মাসের সপ্তম কিস্তি একাউন্টে পৌঁছায়নি। তাই অনেক নারী এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে? এবার নতুন কি কি সুবিধা পাবেন?

প্রকল্পের সপ্তম কিস্তির টাকা নিয়ে আপডেট

এখন প্রশ্ন হল কবে আসবে পরবর্তী কিস্তি। তাই জেনে রাখুন, নারী এবং শিল্প উন্নয়ন মন্ত্রী এই বিষয়ে জানিয়েছেন, সপ্তম কিস্তির টাকা মহিলা দের অ্যাকাউন্টে পৌঁছবে জানুয়ারি মাসের ২৬ তারিখ থেকে। আর এই টাকা পৌঁছাতে সময় লাগতে পারে চার-পাঁচ দিন মত। সপ্তম কিস্তি হিসেবে প্রত্যেক মহিলা পাবেন ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য।

তবে মনে রাখবেন, যারা এই স্কিমের শর্ত পূরণ করতে ব্যর্থ হবেন সেই সকল উপভক্তাদের কিন্ত সুবিধা বন্ধ করে দেওয়া হবে। মহিলাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, নমো শেঠকারী সম্মান যোজনা থেকে ইতিমধ্যে যারা সুবিধা নিচ্ছেন, তারা এই প্রকল্প মঝি লাড়কি বহিন যোজনা (Mukhyamantri Majhi Ladki Bahin Yojana) তালিকা থেকে বাদ পড়বেন।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে 3000 টাকা করে পাবেন। সঙ্গে ফ্রিতে বিদ্যুৎ দেবে সরকার

বর্তমানে এই যোজনার সপ্তম কিস্তিতে দেওয়া হবে ১৫০০ টাকা। তবে ফেব্রুয়ারি-মার্চের বাজেটে এই প্রস্তাব পেশ করা হতে পারে যে, মহিলারা যোজনা থেকে ২১০০ টাকা পাবেন। অতএব এই সুবিধা পেতে নারীদের অপেক্ষা করতে হবে পরবর্তী বাজেট পর্যন্ত। আর বাজেট পেশ হওয়ার পরেই আপনারা এই পরিমাণ অর্থ পেতে পারেন।

Related Articles

Back to top button