Yuvashree Prakalpa – পশ্চিমবঙ্গে চাকরি না পেলেও প্রতিমাসে 1500 টাকা পাবেন। যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন?

West Bengal Yuvashree Prakalpa

বাংলার যুবক-যুবতীদের জন্য রাজ্য সরকার চালু করেছে যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa). এই প্রকল্প তাঁদের এক নতুন দিগন্ত দেখাবে। তার কারণ হল, প্রত্যেক মাসে এই প্রকল্পে রাজ্য সরকার দিচ্ছে ১৫০০ টাকা। যারা চাকরি খুঁজছেন তাঁদের সবার জন্য এই প্রকল্প। প্রতিমাসে ১৫০০ টাকার আর্থিক সাহায্য পেতে কিভাবে আবেদন করবেন জেনে নিন।

West Bengal Yuvashree Prakalpa

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলির (Government Scheme) মধ্যে অন্যতম ও প্রকল্প হল যুবশ্রী স্কিম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেছিলেন মূলত বেকার যুবক-যুবতীদের বেকারত্বের সমস্যা দূর করার জন্য। বাংলার বহু যুবক-যুবতীরা এই প্রকল্পের দ্বারা উপকৃত। রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্প চালু করা এই স্কিমের আবেদন যোগ্যতা ও আবেদন পদ্ধতি আপনাদের জেনে রাখা দরকার।

রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং চাকরির বন্দোবস্ত করে দেওয়া হয় প্রধানত বেকার যুবক-যুবতীদের জন্য। প্রতিমাসে এই প্রকল্প দিচ্ছে আর্থিক সহায়তার ব্যবস্থা। তবে এই প্রকল্পে যারা এখনো পর্যন্ত আবেদন করেননি তারা নিম্নলিখিত পদ্ধতি মেনে আবেদন করুন।

Yuvashree Prakalpa Eligibility

১) যুবশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে একজন আবেদনকারীকে হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। ২) আবেদনকারীকে এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদনকারীর নাম নথিভুক্ত করিয়ে নিতে হবে। ৩) আবেদন প্রার্থী যেন সরকারি কিংবা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত না থাকেন। ৪) আবেদনকারী যেন ন্যূনতম অষ্টম শ্রেণি পাস করে থাকেন। ৫) আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে। ৬) মনে রাখবেন, এই প্রকল্পের আওতায় কোনো পরিবারের যে কোনো একজন সদস্য আসতে পারবেন।

বাংলার বাড়ি প্রকল্পে 16 লাখ নতুন বাড়ি দেবে পশ্চিমবঙ্গ সরকার। বছর শুরুতেই বড় ঘোষণা

Yuvashree Prakalpa Benefits

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে একজন প্রার্থী পাবেন সফট স্কিল ট্রেনিং, বেসিক কমিউনিকেশন ট্রেনিং, বেসিক আইটি ট্রেনিং। প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি করার চেষ্টা করা হবে। যাতে তারা কর্মক্ষেত্রের জন্য উপযুক্ত হয়ে ওঠেন। এই প্রকল্পের আবেদনকারী উপভোক্তারা মূলত নিজেদের ইচ্ছেমতো বিষয়ের উপর নিতে পারবেন প্রশিক্ষণ। এর পাশাপাশি, সরকারের পক্ষ থেকে প্রতিমাসে এই প্রকল্পে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা করা হবে।

বাংলার মেয়েরা পাবেন কড়কড়ে 55 লাখ টাকা। নতুন প্রকল্প আনলেন মুখ্যমন্ত্রী। কারা সুবিধা পাবেন জেনে নিন

Yuvashree Prakalpa Application

১) যুবশ্রী প্রকল্প আবেদন করতে গেলে প্রথমে আপনাকে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। ২) এর পরের ধাপে আপনাকে ক্লিক করতে হবে New Enrollment Job Seeker অপশনে। ৩) আপনার রেজিস্ট্রেশন হয়ে গেলে তার একটি প্রিন্ট আউট সংগ্রহ করে নিন আর নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে জমা দিন। ৪) আর তারপর আপনি রেজিস্ট্রেশন এর প্রিন্ট আউট কপির সঙ্গে যুক্ত করুন আধার কার্ড, ভোটার কার্ড থেকে ব্যাংকের একাউন্ট সংক্রান্ত বিভিন্ন নথির ফটোকপি। আর পাসপোর্ট সাইজ ছবিও জমা দিতে হবে। ৬) তবে অনলাইন ছাড়াও অফলাইনেও যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করা যাবে।

Related Articles

Back to top button