Post Office Schemes : পোস্ট অফিসের এই 5 টি সঞ্চয় প্রকল্পে মিলবে সর্বোচ্চ সুদের হার ও রিটার্ন
Top 5 Post Office Schemes
বর্তমানে পোস্ট অফিসে চালু থাকা প্রকল্পগুলি (Post Office Schemes) সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। আসলে বেশিরভাগ মানুষ নিজের সঞ্চয় নিয়ে ভাবেন। তাঁরা ব্যাংক এবং পোস্ট অফিসে টাকা রাখার ক্ষেত্রে নিরাপদ বোধ করেন। তাই পোস্ট অফিসের প্রকল্পগুলি অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। তবে আপনি যদি আগের থেকে জানেন কোন প্রকল্পে আপনি বিনিয়োগ করবেন (Investment Schemes) তাহলে রিটার্ন পাওয়ার সম্ভাবনা বেশি হয়। আসুন আজকের প্রতিবেদন থেকে সেরা পাঁচ পোস্ট অফিসের প্রকল্প সম্পর্কে জেনে নিন।
Top 5 Post Office Schemes
যদি আপনি অর্থের সঞ্চয় নিয়ে চিন্তাভাবনা করে থাকেন, আপনি যদি এমন স্কিমে বিনিয়োগ করতে চান যেখান থেকে আপনি ভাল সুদ পাবেন এবং বিনিয়োগের নিরাপত্তার গ্যারান্টিও পাবেন, তাহলে আমাদের আজকের প্রতিবেদন আপনার জন্য।এই প্রতিবেদন থেকে আপনি পোস্ট অফিসের সেরা ৫ স্কিম সম্পর্কে জানতে পারবেন। আপনি পোস্ট অফিসে বিকল্পগুলি পাবেন। দেশের বিভিন্ন ব্যাঙ্কগুলির মতো আপনি কিন্তু পোস্ট অফিসেও স্বল্পমেয়াদী থেকে দীর্ঘমেয়াদী স্কিম পাবেন সেখানে বিনিয়োগ করার জন্য। এখানে এমন পাঁচটি স্কিম সম্পর্কে এবার জেনে নিন যা আপনাকে লাভের লাভজনক করে তুলতে পারে। কারণ পোস্ট অফিসের এই স্কিমগুলিতে ৭.৫% থেকে ৮.২% পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে।
১) পোস্ট অফিস এফডি
প্রথমেই বলতে হবে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কে। ভারতীয় পোস্ট অফিসে ১,২.৩ এবং ৫ বছরের ফিক্সড ডিপোজিট স্কিম চালানো হয়। সেক্ষেত্রে আপনি যদি ৫ বছরের জন্য এফডিতে বিনিয়োগ (Investment) করেন তবে আপনি পাবেন ৭.৫% হারে সুদ। এছাড়াও FD-তে ট্যাক্স সুবিধাও পাওয়া যাবে।
২) MSSC
দ্বিতীয় যে স্কিমের বিষয় বলব তা হল মহিলা সম্মান সেভিংস অ্যাকাউন্ট। যদি মহিলারা তাদের অর্থ বিনিয়োগ করতে চান এবং এতে আরও ভাল সুদের হারের সুবিধাও নিতে চান, তাহলে তাদের জন্য আছে পোস্ট অফিসের মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র স্কিম Mahila Samman Savings Certificate). পোস্ট অফিসের এই স্কিমে দুই বছরের জন্য বিনিয়োগ করা হয়। আর সরকার এই পরিমাণের উপর সুদ দেয় ৭.৫% হারে। এই স্কিমে বিনিয়োগ করার সুযোগ পাবেন শুধুমাত্র ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত।
পোস্ট অফিসে টাকা ডবল হবে নতুন বছরে! এই সঞ্চয় প্রকল্প সম্পর্কে জানেন?
৩) NSC
তৃতীয় যে স্কিমের বিষয়ে আলোচনা করা হবে তা হল, জাতীয় সঞ্চয় শংসাপত্র। পোস্ট অফিসে এই স্কিম জাতীয় সঞ্চয় শংসাপত্র আপনাকে যথেষ্ট লাভ দেবে। এই স্কিমে আপনি ৫ বছরের জন্য অর্থ বিনিয়োগ করতে পারবেন। বর্তমানে, এই স্কিমে সুদ দেওয়া হচ্ছে ৭.৭%। লাভবান হতে চাইলে এই স্কিমে বিনিয়োগ করুন।
৪) SCSS
চতুর্থ বলা হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিংস একাউন্ট সম্পর্কে। এটিও পোস্ট অফিসের একটি জনপ্রিয় প্রকল্প। সরকার দেশের প্রবীণ নাগরিক দের উপার্জনের উপর উচ্চ সুদের সুবিধা প্রদান করে এই প্রকল্পের মাধ্যমে। ভারতীয় পোস্ট অফিস গুলিতে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings) প্রকল্পটি বিশেষ জনপ্রিয়। এই স্কিমে বিনিয়োগ করা হয় ৫ বছরের জন্য। এই স্কিম থেকে আপনি সুদ পাবেন ৮.২% হারে।
নতুন বছরে পোস্ট অফিস চালু করল নতুন নিয়ম। এই কাজ না করলে লেনদেন বন্ধ। বিপদে পড়ার আগে জেনে নিন
৬) SSY
পঞ্চম যে স্কিমের বিষয়ে উল্লেখ করা হচ্ছে তা হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। পোস্ট অফিসের এই স্কিম প্রধানত কন্যাদের জন্য পরিচালিত হয়। সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) স্কিমে আপনি বিনিয়োগ করতে পারবেন ব্যাঙ্ক এবং পোস্ট অফিস উভয় জায়গা থেকেই। এতে আপনাকে বিনিয়োগ করতে হবে ১৫ বছরের জন্য এবং এই স্কিমটি ২১ বছরে ম্যাচিউর হয়। বছরে ২৫০ টাকা থেকে ১.৫ লক্ষ টাকা জমা করা যায়
এই প্রকল্পে। বর্তমানে এই স্কিমে সুদের হার ৮.২%।