দেশে চালু হচ্ছে Senior Citizen Card। কিভাবে বানাবেন? আধার কার্ড কি তবে বাতিল হচ্ছে?
Senior Citizen Card In India
ভারত সরকার (Central Government) দেশের নাগরিকদের জন্য চালু করতে চলেছে সিনিয়র সিটিজেন কার্ড (Senior Citizen Card). এই কার্ড আগামী দিনে অত্যন্ত প্রয়োজনীয় হতে চলেছে। বর্তমানে, প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছেই দুটি গুরুত্বপূর্ণ নথি হলো আধার কার্ড এবং ভোটার কার্ড। এই সকল ডকুমেন্টের গুরুত্ব যে অপরিসীম তা আলাদা করে বলার নয়। সরকারি ও বেসরকারি প্রতিটি ক্ষেত্রে প্রধানত ব্যবহার করা হয় দুটি নথি। এই নথিগুলো ব্যবহার করা হয় ব্যক্তির পরিচয় ও নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে।
কিন্তু এখানে মনে রাখা জরুরি যে, আধার কার্ড একজন ব্যক্তির পরিচয়ের প্রমাণ বহন করে ঠিকই কিন্তু নাগরিকত্বের নয়। আর ভোটার কার্ড শুধুমাত্র ওই ব্যক্তির ভোটাধিকার নিশ্চিত করে। সম্প্রতি কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার ঠিক করেছে নতুন একটি নথি চালু করার। অন্তত তেমনটাই চিন্তাভাবনা চলছে। এই নথি একইসঙ্গে ব্যক্তির পরিচয় এবং নাগরিকত্বের প্রমাণ বহন করবে। আর এই নতুন নথিটি হলো সিনিয়র সিটিজেন কার্ড।
What Is Senior Citizen Card?
আসলে সিনিয়র সিটিজেন কার্ড হল এমন একটি আধুনিক পরিচয়পত্র, যা ইস্যু করা হবে প্রত্যেক বৈধ ভারতীয় নাগরিকের জন্য। আর এই কার্ডে থাকবে একটি ইউনিক নম্বর, যা প্রমাণ দেবে কোন একজন ব্যক্তির পরিচয় ও নাগরিকত্ব উভয়েরই। কেন্দ্রীয় সরকার সিনিয়র সিটিজেন কার্ড চালু করতে চলেছে নির্দিষ্ট লক্ষ্যকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে। কোন লক্ষ্যে সিনিয়র সিটিজেন কার্ড তৈরি করা হচ্ছে?
- জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত করা।
- দেশে অবৈধ নাগরিকদের চিহ্নিত করা।
- নাগরিকত্ব আইন সংক্রাশেন্ত সকল জটিলতা দূরীকরণ।
- আর সরকারি তথ্য সংরক্ষণ এবং ব্যবস্থাপনাকে সহজ করা।
- কেন্দ্রীয় সরকারের মতে, এই সিস্টেমটি জাতীয় নিরাপত্তাকে আরও জোরদার করতে, অভ্যন্তরীণ প্রশাসনকে আরও মজবুত করতে সাহায্য করবে।
পিএম কিষানের 2000 টাকা পেতে হলে! কৃষকবন্ধুদের কৃষক আইডি কার্ড বানাতে হবে
Senior Citizen Card Benefits
- সিটিজেন কার্ডের বিভিন্ন সুবিধাগুলির মধ্যে একটি হল এটা থাকলে আলাদা করে ভোটার কার্ড বা আধার কার্ডের প্রয়োজনীয়তা কমে যাবে।
- সিনিয়র সিটিজেন কার্ড থাকলে নাগরিকদের তথ্য এক জায়গায় সংরক্ষণ হওয়ায় সরকারি প্রকল্প ও পরিষেবায় সুবিধাগুলি পাওয়া যাবে।
- যাদের কাছে কেন্দ্রীয় সরকারের ইস্যু করা এই সিনিয়র সিটিজেন কার্ড থাকবে না তাঁরা অবৈধ বলে চিহ্নিত হবে। অতএব বৈধ ও অবৈধ নাগরিক চিহ্নিত করা সহজ হবে।
লাখ লাখ ভারতবাসীর PAN CARD নিয়ে বড় ঘোষণা। বছরের শুরুতে নতুন নিয়ম চালু করল দেশের সরকার
Senior Citizen Card Application
এখন প্রধান প্রশ্ন হল, কিভাবে সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদন করবেন? সেক্ষেত্রে মনে রাখুন, সিটিজেন কার্ডের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে মূলত জাতীয় জনসংখ্যা পঞ্জি (NPR)-এর মাধ্যমে।
- আসলে প্রথমত NPR আপডেটের সময় সকল নাগরিকদের ব্যক্তিগত ও পারিবারিক তথ্য সংগ্রহ করা হবে।
- প্রাপ্ত সকল তথ্য যাচাইয়ের পর বৈধ নাগরিকদের ইউনিক সিটিজেন নম্বর দেওয়া হবে।
- যাচাইকৃত তথ্যের ভিত্তিতে নাগরিকদের জন্য এই কার্ড ইস্যু করা হবে। তবে এই কথা জেনে রাখা জরুরি যে, সরকারিভাবে এই প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট ঘোষণা হয়নি।