DA Arrear: কাটল জট, মিলবে বকেয়া ডিএ! সরকারি কর্মীদের আশ্বাস দিলেন খোদ মুখ্যমন্ত্রী। বছরের শুরুতে খুশির জোয়ার রাজ্যে

Govt Employees Da Arrear Announcement

রাজ্য সরকারি কর্মীদের ডিএ (DA) জট কাটল অবশেষে। একদিকে ডিএ বৃদ্ধি আর অন্যদিকে বকেয়া ডিএ নিয়ে জটিলতা অব্যাহত ছিল। এই প্রসঙ্গে রাজ্য সরকার মুখে কুলুপ এঁটেছিল এতদিন। যদিও নতুন বছরের শুরুতে প্রত্যাশিতভাবে খুশির খবর পেলেন সরকারি কর্মীরা। এর আগেই শোনা যাচ্ছিল, জানুয়ারি মাসে বাড়তে পারে ডিএ (DA Hike). তবে এবার সুখবর শোনালেন খোদ মুখ্যমন্ত্রী। যা জানা যাচ্ছে, সরকারি কর্মীরা পাবেন বকেয়া ডিএ। সম্প্রতি মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশির জোয়ার রাজ্যে।

Government Employees DA Arrear

দেশের মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে গিয়ে কার্যত নাজেহাল দশা প্রত্যেক ভারতবাসীর। সরকারি কর্মীরা আশা করছেন তাই ডিএ বৃদ্ধির। তাছাড়া এত দিনের বকেয়া জমা রয়েছে। তা পাওয়ার আশায় রয়েছেন সবাই। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের ঘোষণা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। কারণ সরকারের এই ঘোষণায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন সরকারি কর্মীরা। সরকারের তরফে জানানো হয়েছে মিলবে বকেয়া ডিএ। কিন্তু কবে মিলবে, আর কিভাবে মিলবে সেই প্রসঙ্গে জানতে হলে আজকের প্রতিবেদন পড়ে নিতে হবে।

সরকারি কর্মীরা কবে পাবেন বকেয়া ডিএ?

অবশেষে প্রতীক্ষার ফল মিলল হাতেনাতে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মিটিয়ে দেওয়ার বিষয়ে এবার মুখ্যমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে। এমনই দাবি করলেন অন্ধ্রপ্রদেশের নন-গেজেটেড অফিসার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি কেভি শিবারেড্ডি ও সাধারণ সম্পাদক চৌধুরী পুরুষোত্তম। তাঁরা এ বিষয়ে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে আশ্বাস দিয়েছেন।

কেন্দ্র সরকার ও পশ্চিমবঙ্গের ছুটির তালিকা 2025. সরকারি কর্মীদের ছুটি আরও বেড়ে গেল।

তিনি এই প্রসঙ্গে বলেছেন যে, বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ এরিয়ার অতি সত্বর মিটিয়ে দেওয়া হবে। তবে এখানেই শেষ নয়, বকেয়া ডিএ প্রসঙ্গ উল্লেখ করে অন্ধ্রপ্রদেশ রাজ্যের নন-গেজেটেড অফিসার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানিয়েছেন, নির্বাচনের আগে যেমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার মতোই মুখ্যমন্ত্রী দ্রুত ‘পে রিভিশন কমিশন’ গঠনেরও আশ্বাস দিয়েছেন।

সরকারি চাকরিতে কাজের ৩৫ বছর পূর্ণ করার জন্য অন্ধ্রপ্রদেশ রাজ্যের নন-গেজেটেড অফিসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদককে সংবর্ধনা প্রদান করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও, তাঁর প্রশংসা করেছেন অন্ধ্রপ্রদেশের নন-গেজেটেড অফিসার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি-সহ অন্যান্যরা। তাই অন্ধ্রপ্রদেশ রাজ্যের নন-গেজেটেড অফিসার অ্যাসোসিয়েশনের নেতারা যখন জানিয়েছেন সেই কথা, তখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা আরও এক দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য অপেক্ষা করে আছেন। তবে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে ডিএ বৃদ্ধি প্রসঙ্গে সরকারিভাবে কিছু জানানো হয়নি। সাধারণত বছরে সাধারণত দুবার ডিএ বৃদ্ধি করা হয়ে থাকে।

অবশেষে! বাংলার সরকারি কর্মীদের ডিএ মামলায় বিরাট আপডেট এল। যা শোনার অপেক্ষায় ছিলেন লাখ লাখ কর্মী

একবার জানুয়ারি মাসে আর একবার জুলাই মাসে। প্রতিবারের ট্র্যাডিশন থেকেই তাঁরা আশা করছেন যে, জানুয়ারি থেকে বর্ধিত ডিএ কার্যকর হতে পারে। তবে সেই ঘোষণার জন্য আরও কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। এদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বকেয়া ডিএ প্রাপ্তি ও মহার্ঘ ভাতা বৃদ্ধির আশায় রয়েছেন। কিন্তু সরকার এই নিয়ে কোন ঘোষণা করেনি। জানুয়ারি মাসে ডিএ বৃদ্ধি হওয়ার কথা। দেখা যাক, সরকারি কর্মীদের জন্য সুখবর আসে নাকি।

Related Articles

Back to top button