WB DA Hike: বছর পড়তেই ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন খুশির খবর

WB Government Employees DA Hike

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের DA নিয়ে ক্রমশ বাড়ছে অসন্তোষ। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারংবার চেয়ে এসেছেন এবার অন্তত মুখ তুলে তাকাক রাজ্য সরকার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়-এর সরকার সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি (DA Hike) নিয়ে কোন সদুত্তর দেননি। সরকারি কর্মীরা বাধ্য হয়ে নেমেছেন পথে। করেছেন আন্দোলন ও বিক্ষোভ। আর তাতেও সরকারের টনক না নড়তে আদালতে গড়িয়েছে ডিএ মামলা। এমতেবস্থায় শোনা যাচ্ছে, নতুন বছর পড়তেই নাকি সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে।

WB Government Employees DA Hike

কিছুদিন আগেই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার সরকারি কর্মীদের ডিএ বাড়িয়েছে। আগে যেখানে ৫০ শতাংশ হারে সরকারি কর্মীরা ডিএ পাচ্ছিলেন বর্তমানে আরও তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে বর্তমানে ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা। আর এখানেই বাড়ছে আরো অসন্তোষ। কেন্দ্রের ডিএ বৃদ্ধির ঘোষণা হওয়ার পর দেশের অন্যান্য রাজ্যের সরকার একে একে মহার্ঘ ভাতা বৃদ্ধি করে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখনো কার্যত চুপ।

এদিকে, দেখতে দেখতে চলতি বছর ২০২৪ সাল শেষ হতে চলেছে। আর হাতেগোনা কয়েকদিনের অপেক্ষা শেষেই শুরু হবে নতুন বছর ২০২৫। এই আবহে বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য সামনে আসছে বড় খবর আসতে পারে। নতুন বছর ডিএ (Dearness Allowance) বাড়তে পারে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের। ‌গত কয়েকমাসে কেন্দ্র সরকার থেকে শুরু করে একাধিক রাজ্যের সরকার যে হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে, তাতে রাজ্য সরকারি কর্মী মহলে অসন্তোষের আঁচ বাড়ছে।‌ সরকারের ঘোষণার দিকে তাকিয়ে আছে লাখ লাখ কর্মী। ‌

বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বৃদ্ধি শীঘ্রই? জরুরি আপডেট সম্পর্কে জানুন

নতুন বছরে ডিএ বৃদ্ধির সম্ভাবনা‌ তুঙ্গে ‌

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees) সপ্তম বেতন কমিশনের অধীন ৫৩% হারে ডিএ পাচ্ছেন। বাংলার রাজ্য সরকারি কর্মীরা কিন্তু কোনও সুখবর পাননি। সরকারের মুখ চেয়ে ঘোষণার অপেক্ষা করে আছেন কিন্তু অনেকেই। আপনারা সকলে জানেন, এমনিতে দীর্ঘদিন ধরেই ডিএ নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একাংশ আন্দোলন করে চলেছে। বকেয়া মহার্ঘ ভাতা মেটানো, কেন্দ্রীয় হারে ডিএ (DA) প্রদান, আর সরকারি শূন্যপদ পূরণের‌ দাবি তুলে ধরেছেন তাঁরা। এই টানাপড়েনের মাঝে গত বছর দুই দফায় মহার্ঘ ভাতা বাড়িয়েছিল মমতা ব্যানার্জির সরকার।

বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ডিএ পাচ্ছেন ১৪% হারে। গত বছর প্রথম দফায় বৃদ্ধি করা হয়েছিল ৪% হারে ডিএ আর এরপর ফের একবার ৪% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করে পশ্চিমবঙ্গ সরকার। তাতে অবশ্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ফারাক কমেনি। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৫৩ শতাংশ হারে সপ্তম বেতন কমিশনের অধীনে মহার্ঘ ভাতা পাচ্ছেন।

পশ্চিমবঙ্গের ডিএ মামলায় ঘুরে গেল মোড়। সরকারি কর্মীদের দাবি মেনে নিল আদালত। চাপে নবান্ন

দেশের অন্যান্য রাজ্যের সরকারও কিন্তু কেন্দ্রের পথে হেঁটে অনেকটাই ডিএ বাড়িয়েছে। বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ফারাক ৩৯%। এখন এই সম্ভাবনা দেখা যাচ্ছে যে, চলতি মাসের শেষে বা আগামী বছরের শুরুতে যদি রাজ্যের তরফ থেকে মহার্ঘ ভাতা সংক্রান্ত কোনও সুখবর আসে, তাহলে বাংলার লাখ লাখ সরকারি কর্মী উপকৃত হবেন।

Related Articles

Back to top button