Awas Yojana: আবাস যোজনা প্রকল্পের নিয়ম বদল। টাকা নিয়ে নতুন নিয়ম চালু করল নবান্ন। এবার কিভাবে টাকা পাবেন জেনে নিন

Bangla Awas Yojana New Rule

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষের জন্য আবাস যোজনা (Awas Yojana) প্রকল্পের সূচনা করেছেন। আর এই প্রকল্প সমাজের দরিদ্র সাধারণ মানুষকে ফ্রিতে বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেক্ষেত্রে সাধারণ মানুষের ব্যাংক একাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হবে। বর্তমানে এই প্রকল্পের টাকা পাঠানোর নিয়মে বদল আনা হয়েছে। কি বদল এলো? আসুন জেনে নেওয়া যাক।

West Bengal Awas Yojana Scheme

ইতিমধ্যে বাংলার বিভিন্ন প্রকল্প (Government Scheme) নিয়ে দুর্নীতির অভিযোগ তুঙ্গে। রাজ্য জুড়ে একের পর এক সরকারি প্রকল্প ঘিরে উঠছে অভিযোগ। বেশ কিছুদিন আগেই রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প নিয়ে চারিদিক তোলপাড়। পড়ুয়াদের ট্যাব কেলেঙ্কারির ঘটনায় হইচই কান্ড রাজ্যে। বারবার টাকা নয়ছয় করার অভিযোগ ওঠে। এই ঘটনার পরেই কার্যত নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন (Nabanna)।

ইতোমধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) এর তরফে কড়া নির্দেশ পেয়ে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া শুরু হয়। তবে এবার কিন্তু আলোচনার কেন্দ্রে আবাস যোজনা প্রকল্প। আর আবার, আগামী ১৫ ডিসেম্বর থেকেই শুরু হতে চলেছে রাজ্যে নতুন প্রকল্প বাংলা আবাস যোজনা (Awas Yojana). এই প্রকল্পে আবেদনকারীদের প্রথম কিস্তির টাকা দেওয়ার পর্ব চলে আসছে। তবে এই প্রকল্প নিয়েও যাতে দুর্নীতির অভিযোগ না ওঠে, তার জন্য আগের থেকে সতর্ক সরকার।

আবাস যোজনা প্রকল্পে নতুন নিয়ম চালু

এবার রাজ্য সরকার এই যোজনার টাকা নিয়েও দুর্নীতির অভিযোগে তুঙ্গে। আর দুর্নীতি রুখতে আগাম ভাবেই কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার (WB Government). সাধারণ মানুষের কাছে যদি আবাস যোজনা প্রকল্পের টাকা সঠিক অ‍্যকাউন্টে ক্রেডিট হয়, আর তার জন্যই শুরু হয়ে গিয়েছে চতুর্দিকে ব্যাপক কড়াকড়ি।

এটা সকলের জানা যে, তরুণের স্বপ্ন প্রকল্পে শোনা যায় পড়ুয়াদের ট্যাব কেলেঙ্কারির ঘটনা। অভিযোগ ওঠে টাকা অন্যের অ‍্যকাউন্টে চলে গিয়েছে। আর তাই ওই একই জিনিস যাতে কোন ভাবেই আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রেও না হয় শুধুমাত্র তার জন্যই এবার উপভোক্তা পিছু অভিন্ন আইডি দেবে পশ্চিমবঙ্গ সরকার। আর নির্দিষ্ট ওই আইডির ওপর নির্ভর করে বেরিয়ে আসবে সঠিক পরিচয়। সেক্ষেত্রে মূলত শিবির করে অ‍্যকাউন্ট যাচাই হবে। যেসমস্ত উপভোক্তাদের মোবাইলের সঙ্গে তাঁদের আধার লিংকড নেই তাঁদের ক্ষেত্রে নেওয়া হবে বায়োমেট্রিক।

পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বছরের শেষে বড় খবর

উপভোক্তদের জন্য কী নতুন নিয়ম?

সেক্ষেত্রে জানা যাচ্ছে, এর জন্য উপভোক্তাদের গুরুত্বপূর্ণ নথি হিসাবে জমা দিতে হবে পাসবইয়ের জেরক্স আর ক্যানসেল চেক। আর নবান্ন (Nabanna) সূত্রে খবর অর্থ দপ্তর সব দপ্তরকেই এবার রিজার্ভ ব্যাঙ্ক ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে ভ্যালিডিটেশন করার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে।

ইতিমধ্যে, মুখ্যমন্ত্রীর নির্দেশ মত আগামী ডিসেম্বর মাসের ১৫ থেকেই বাংলার আবাস যোজনা স্কিম এর প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হতে চলেছে। তার আগে আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতি রুখতে রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলিতে বিশেষ ক‍্যাম্প করে দফায় দফায় সকল উপভোক্তাদের নাম-পরিচ‍য় সহ সমস্ত নথি যাচাই করছে রাজ্যে প্রশাসন।

আবাস যোজনার তালিকায় নাম ওঠেনি? এইভাবে আবেদন করতে হবে। তাহলে আপনিও নতুন বাড়ি পাবেন

এবার ক‍্যাম্প থেকে ছাড়পত্র দিলে একমাত্র তবেই উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর এই গোটা প্ক্রিয়াটি সম্পন্ন করার জন‍্য চালু করা হয়েছে একটি বিশেষ পোর্টাল। এক্ষেত্রে কী কী নিয়ম (Awas Yojana Rule) মানতে হবে সেই তালিকাও পাঠানো হয়েছে বিডিও অফিসে। আধার লিংকের সাহায্যে শিবির থেকেই সরাসরি উপভোক্তার নাম-পরিচয়-ব্যাঙ্কের তথ‍্য যাচাই করা হবে। তবে শুধু তাই নয়, আধারের সঙ্গে যুক্ত মোবাইলে পাঠানো হবে আর তারপর ওটিপি গেলে তবেই চূড়ান্ত হবে উপভোক্তাদের নামের তালিকা।

Related Articles

Back to top button