Airtel Recharge Plan: এয়ারটেল আনল সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান। প্রতিদিন 2GB ডেটা সঙ্গে ফ্রি Disney Hotstar! রিচার্জ না করলে অফার মিস

Airtel Cheapest Recharge Plan

এয়ারটেল এনেছে সবচেয়ে সস্তার প্ল্যান (Airtel Recharge Plan). আপনিও পেতে পারেন সেই সকল প্ল্যান এর সুবিধা। তবে আপনাকে আগে জেনে নিতে হবে তার খুঁটিনাটি। বর্তমানে সবার হাতে হাতে স্মার্টফোন। আর স্মার্টফোন মানেই তাতে নিয়মিত রিচার্জ করতে হবে আপনাদের। কিন্তু রিচার্জের খরচ বেশি হয়ে যাওয়ার কারণে অনেকেই চিন্তায় পড়েছিলেন। যদিও এখন আর চিন্তা নেই। কারণ, সব থেকে সস্তার প্ল্যান এনেছে এয়ারটেল।

Airtel Recharge Plan Offer

আজকে আমরা এয়ারটেল রিচার্জ প্ল্যান সম্পর্কে আলোচনা করব। এই প্ল্যানে আপনি দারুন সুবিধা তো পেয়ে যাচ্ছেন-ই সঙ্গে এয়ারটেলের এই রিচার্জ প্ল্যান এখনো পর্যন্ত সবচেয়ে সস্তা প্ল্যান হিসেবে বিবেচিত হয়।‌ সত্যি বলতে বাজার দখল করতে এখন উঠেপড়ে লেগেছে জিও এবং এয়ারটেল। কিন্তু রিচার্জের খরচ বেড়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। এমনিতেই চলতি বছরে মোবাইল রিচার্জের খরচ বেড়েছে।

আর তার জন্য আমজনতার মাসিক খরচ বেড়ে গিয়েছে। ‌আর তাই সকলেই চাইছেন সস্তার প্ল্যান। ঠিক এমন সময় বাজার দখল করতে নামে BSNL. সস্তার প্ল্যান হওয়ার কারণে অনেকেই আপন করে নিয়েছে এই টেলিকম সংস্থাকে। তবে জিও এবং এয়ারটেল এখনো প্রতিযোগিতা জারি রেখেছে। ইতিমধ্যে জিওকে টক্কর দিতে দুর্ধর্ষ একটা প্ল্যান এনে হাজির করেছে এয়ারটেল। আজকে রইল সেই প্ল্যানের বিবরণ।

ভারতে এবার 6G পরিষেবা শুরু! 4G 5G-র মাঝেই বড় ঘোষণা হল

এয়ারটেলের সবচেয়ে সস্তার রিচার্জ প্ল্যান

Airtel তার প্রিপেইড গ্রাহকদের জন্য সম্প্রতি একটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। এয়ারটেল সেই নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যানে সব গ্রাহকদের বিনামূল্যে দেবে Disney +Hotstar সাবস্ক্রিপশন। তবে, এয়ারটেলের আগে জিও নতুন বছরের উপলক্ষে্য দীর্ঘ ভ্যালিডিটি-সহ নতুন জিও প্ল্যান চালু করেছে। জিওর সেই নতুন রিচার্জ প্ল্যানে মোট 200 দিনের ভ্যালিডিটি-সহ একগুচ্ছ সুবিধা মিলবে। ইতিমধ্যে, জুলাই মাসে রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো পর থেকে সব টেলিকম কোম্পানির গ্রাহকরা অন্য সিমে পোর্ট করিয়ে নিয়েছে তা সবাই জানেন। তবে এখন যদি এয়ারটেল সস্তার প্ল্যান এনে হাজির করে, তাহলে নিশ্চয়ই সুবিধা হবে আপনাদের।

সিম কার্ড ছাড়াই ফোন চলবে। BSNL-এর মাস্টারস্ট্রোকে কুপোকাত জিও, এয়ারটেল

এয়ারটেলের নতুন প্রিপেড প্ল্যানের বিবরণ

এয়ারটেলের এই প্রিপেইড প্ল্যানের দাম হল ৩৯৮ টাকা। আর এই প্ল্যানে একজন গ্রাহক যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। এছাড়াও গ্রাহকরা এতে পাবেন প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটা সহ আনলিমিটেড ফাইভজি।‌ শুধু তাই নয়, এয়ারটেলের এই নতুন প্ল্যানে প্রতি দিন ১০০ টি করে এসএমএসের সুবিধা পাবেন। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। অর্থাৎ এই প্ল্যানে গ্রাহকরা মোট ২৮ দিনের জন্য পেয়ে যাবেন Disney+Hotstar এর সাবস্ক্রিপশন।‌ আর এছাড়া গ্রাহকরা এখানে Wynk মিউজিকের সুবিধা পাবেন।

Related Articles

Back to top button