LPG: রেশন কার্ড থাকলেই সবাইকে 450/- টাকায় রান্নার গ্যাস দিচ্ছে সরকার। মধ্যবিত্তের চিন্তা দূর করতে দুরন্ত পদক্ষেপ

Government Scheme Provides LPG Gas In Low Price

ভারতবাসীর কাছে এলপিজি (LPG) কতটা গুরুত্বপূর্ণ তা আলাদা করে বলার নয়। এই নিত্য প্রয়োজনীয় জিনিসটির অগ্নিমুল্য দাম সাধারণ মানুষের চিন্তার কারন হয়েছে। কিন্তু সেই রান্নার গ্যাস যদি পাওয়া যায় মাত্র ৪৫০ টাকাতে তাহলে কেমন হয়? আপনার কাছে যদি রেশন কার্ড (Ration Card) থাকে তবে আপনি মাত্র ৪৫০ টাকাতে এলপিজি গ্যাস পেয়ে যাবেন। আসুন দেখে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত।

মাত্র ৪৫০ টাকাতে পাবেন LPG গ্যাস

দিন দিন যে হারে রান্নার গ্যাসের (LPG Gas) দাম বাড়ছে সেখানে মধ্যবিত্তের জন্য চিন্তার কারণ হয়েছে। এত দাম দিয়ে রান্নার গ্যাস কিনতে গিয়ে প্রতি মাসে হিসেব করে চলতে হচ্ছে সাধারণ মানুষকে। যদিও সরকার এখনো পর্যন্ত রান্নার গ্যাসের দাম নিয়ন্ত্রণে আনেনি। আর সেটাই আরো বেশি চিন্তা আমজনতার। প্লাস আগামী দিনে রান্নার গ্যাসের দাম কোথায় পৌঁছবে তাই নিয়েও ভাবছে সাধারণ মানুষ। তাই সকলের চিন্তা দূর করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল দেশের সরকার। আপনার কাছে যদি রেশন কার্ড থাকে তাহলে আপনি মাত্র ৪৫০ টাকায় রান্নার গ্যাস ‌পেয়ে যাবেন। অবিশ্বাস্য মনে হলেও কিভাবে পাবেন সেই পদ্ধতি আপনার জেনে রাখা দরকার।

রেশন কার্ড থাকলে রান্নার গ্যাসে বিশেষ সুবিধা

আমরা সকলেই জানি, ভারত সরকার দেশের মানুষদের জন্য ইতিমধ্যে বিভিন্ন ধরনের স্কিম চালু করেছে। আর দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ বর্তমানে সরকারি স্কিমের সুবিধা পান। সরকার বেশিরভাগ স্কিম সমাজের গরিব এবং অসহায় মানুষের স্বার্থে সচল রেখেছে। কারণ ভারতবর্ষে আজও অনেক মানুষ আছেন যারা প্রতিনিয়ত জীবনধারণের জন্য সংগ্রাম করে চলেছেন।

আর তাই সরকার এইসব মানুষকে তুলনামূলক কম দামে রেশন দেয়। এর জন্য, ভারতের বিভিন্ন রাজ্য সরকার সাধারণ মানুষকে রেশন কার্ড প্রদান করে। রেশন কার্ড যেমন একটি গুরুত্বপূর্ণ নথি ঠিক তেমনভাবেই, রেশন কার্ডধারীরা শুধু কম দামে রেশন পাওয়ার সুবিধা পান না, সরকারের অন্যান্য সুবিধাও পেয়ে থাকেন। রাজ্যে রেশন কার্ডধারীদের মাত্র ৪৫০/- টাকায় গ্যাস সিলিন্ডার পাবেন বলেই জানা যাচ্ছে। ‌

রেশন কার্ড বাতিল সঙ্গে জরিমানা। রেশন কার্ড আধার লিংক না করলে এখনই সতর্ক হন

আপনারা জানেন, রেশন কার্ডধারীদের জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে কম দামে রেশন দেওয়া হয়। যদিও বর্তমানে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় সরকার রেশন কার্ডধারীদের এবার থেকে খুব কম দামে এলপিজি গ্যাস সিলিন্ডার দেবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রেশন কার্ডধারীদের মাত্র ৪৫০/- টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। ‌

কারা পাবেন মাত্র ৪৫০ টাকায় ‌রান্নার গ্যাস?

এই সুবিধা দিচ্ছে রাজস্থান সরকার। শুধু উজ্জ্বলা স্কিমের অধীনে সুবিধাভোগীদের ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার দিত সরকার। তবে, এখন রাজ্য সরকার এই সুবিধা দেবে রেশন কার্ডধারীদেরকেও। তবে, এর জন্য রেশন কার্ডধারীদের তাঁদের রেশন কার্ড লিঙ্ক করাতে হবে এলপিজি ইডির সাথে। তবেই এই সুবিধা পাবেন।

সব চিন্তা অতীত! 350 টাকারও কম দামে গ্যাস সিলিন্ডার পাবেন। মধ্যবিত্তের জন্য সুখবর

এর মধ্যে সংশ্লিষ্ট রাজ্যের ৩৭ লাখ পরিবার BPL ও উজ্জ্বলা যোজনার অধীনে সুবিধা পাচ্ছে। বাকি খাকা ৬৮ লাখ পরিবারও এই সুবিধা পাবে বলে জানানো হয়েছে। আর এই সুবিধা পেতে রেশন কার্ডধারীদের ই-কেওয়াইসি প্রক্রিয়াটি অতিসত্বর সম্পন্ন করতে হবে। তাঁদের শুধুমাত্র এলপিজি আইডি রেশন কার্ডে লিংক করতে হবে না, তাদের আয়ুষ্মান ভারত বা আধার কার্ড লিঙ্ক করতে হবে। শুধুমাত্র তখনই তারা সংশ্লিষ্ট স্কিমের সুবিধা নিতে পারবেন।

Related Articles

Back to top button