LPG Price: সব চিন্তা অতীত! 350 টাকারও কম দামে গ্যাস সিলিন্ডার পাবেন। মধ্যবিত্তের জন্য সুখবর

LPG Gas Price Under 350/- In India

রান্নার গ্যাস (LPG) তো প্রত্যেকটি বাড়ির জন্যই অপরিহার্য। আর এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বাড়ছে তাতে খুব স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের কপালে ভাঁজ। সাধারণ মানুষ এটাই চাইছেন যে, রান্নার গ্যাসের দাম (LPG Gas) কমুক। তাহলেও কিছুটা হলে স্বস্তি মিলবে। তাই এবার সুখবর চলে এল সবার জন্য। আপনি ৩৫০ টাকার কম দামে এলপিজি সিলিন্ডার কিনতে পারবেন।

Composite Gas Cylinder Price In India

রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দামে ভীষণ চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ, বিশেষত গরীব এবং মধ্যবিত্ত পরিবারের মানুষ গুলো। তাঁদের জন্য এটা প্রতিদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক মাসে রান্নার গ্যাস কিনতে গিয়ে পকেটে টান পড়ছে। আর এটাই একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতি মাসের শুরুর দিকে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করে থাকে। যা সাধারণত সারা মাস ধরে অপরিবর্তিত থাকে। তবে অনেকেই এখন ১৪ কেজির গৃহস্থ LPG সিলিন্ডার কিনতে হিমশিম খাচ্ছেন। পরিস্থিতির প্রতিকার করতে ইন্ডিয়ান অয়েল এক নতুন ধরণের গ্যাস সিলিন্ডার বাজারে এনেছে, যার নাম হল কম্পোজিট সিলিন্ডার।

কম্পোজিট সিলিন্ডার কী?

তবে এই গ্যাস কেনার আগে আপনাকে জেনে নিতে হবে কম্পোজিট গ্যাস সিলিন্ডার আসলে কি। কম্পজিট গ্যাস সিলিন্ডার হল একটি আধুনিক প্রযুক্তিতে তৈরি হালকা ও পরিবহনযোগ্য গ্যাস সিলিন্ডার। এই সিলিন্ডারে থাকা মোট গ্যাসের পরিমাণ ১০ কেজি। এগুলি সাধারণ গৃহস্থ LPG সিলিন্ডারের তুলনায় কম দামে পাওয়া যায়। এই সিলিন্ডারের দাম হল ৩৫০ টাকা কম। এটি বিশেষ করে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে গরিব, নিন্মবিত্ত পরিবারগুলির জন্য।

কম্পোজিট সিলিন্ডারের ব্যবহার

সাধারণ এলপিজি গ্যাসের তুলনায় কম্পোজিট গ্যাস সিলিন্ডার সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। এর ফলে সাধারণ মানুষের অনেকটাই অর্থনৈতিক চাপ কমবে। উত্তরপ্রদেশ রাজ্যে ইতিমধ্যেই সিলিন্ডার ব্যবহার শুরু হয়েছে। তবে পশ্চিমবঙ্গে এখনো এর ব্যবহার বিশেষ চালু হয়নি। আশা করা হচ্ছে, হয়তো শীঘ্রই বাংলার মানুষও এই সিলিন্ডারের সুবিধা পেতে পারবেন।

রান্নার গ্যাসে 350 টাকা ছাড়! ইন্ডেন কম্পোজিট সিলিন্ডার কিভাবে পাবেন?

কম্পোজিট সিলিন্ডারের বৈশিষ্ট্য

কম্পোজিট সিলিন্ডারের মূল বৈশিষ্ট্যগুলি দেখে নিন। ১) ওজন- এই সিলিন্ডারগুলি ওজনে অনেকটাই হালকা। তাই এটিকে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। ২) দাম এই সিলিন্ডারগুলি গৃহস্থ সিলিন্ডারের তুলনায় ৩৫০ টাকা কম দামে পাওয়া যায়। যা গরিব মানুষকে সাহায্য করবে। ৩) প্রযুক্তি- এই সিলিন্ডার সাধারণত আধুনিক উপকরণ দিয়ে তৈরি, সুরক্ষা নিশ্চিত করে।

স্বস্তির খবর! ফ্রিতে রান্নার গ্যাস দিচ্ছে সরকার! কিভাবে আবেদন করবেন জেনে নিন

কিভাবে পাবেন এই সিলিন্ডার?

এখন প্রশ্ন হল আপনি এই সিলিন্ডার কিভাবে পাবেন? কম্পোজিট সিলিন্ডার কেনার জন্য আপনাকে ভিজিট করতে হবে ইন্ডিয়ান অয়েল-এর অফিসিয়াল ওয়েবসাইটে। আর সেখানে গিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এছাড়া স্থানীয় Indane গ্যাস ডিস্ট্রিবিউটরের সাথেও আপনি যোগাযোগ করতে পারেন।

Related Articles

Back to top button