Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে পাবেন 5,00000/- টাকা। বছরের শেষে ধামাকা অফার মিস করবেন না
Post Office MIS Scheme Investment
আপনি কি টাকা জমাতে আগ্রহী? তাহলে পোস্ট অফিসের এই প্রকল্পটি (Post Office Scheme) হতে চলেছে আপনার জন্য শ্রেষ্ঠ। প্রত্যেক বছর বিভিন্ন প্রকল্পে টাকা জমা করে থাকেন সাধারণ মানুষ। তবে সকলেই এই খোঁজে থাকেন ঠিক কোন প্রকল্পে দারুন রিটার্ন পাওয়া যাবে। আজকে আমরা পোস্ট অফিসের এমন এক প্রকল্প সম্পর্কে আলোচনা করব, যেখানে আপনি টাকা জমালে দুর্দান্ত লাভ তো পাবেনই। সাথে পাবেন কড়কড়ে পাঁচ লাখ টাকা।
Post Office Scheme Investment
যদি আপনি টাকা জমানোর (Investment) লক্ষ্য নিয়ে থাকেন তবে পোস্ট অফিস আপনাকে একটা অসাধারণ অপশন দিচ্ছে। পোস্ট অফিসে এমন একটি স্কিম আছে, যেখানে আপনি টাকা বিনিয়োগ করলে সেই জমা করা অর্থ যেমন নিরাপদ থাকবে, সেই টাকার উপর পাওয়া সুদ থেকে আপনি মাসে মাসে হাতে পাবেন নির্দিষ্ট পরিমাণ অর্থ। নিঃসন্দেহে বলা যায়, পোস্ট অফিসের এই স্কিম থেকে একজন বিনিয়োগকারী টাকা পেতে থাকবেন। আপনি নিশ্চয়ই ভাবছেন কোন স্কিমের কথা বলা হচ্ছে? আসলে এখানে আলোচনা করা হচ্ছে, পোস্ট অফিসের মান্থলি সেভিংস স্কিমের (MIS) বিষয়ে। এই স্কিমটির সবচেয়ে ভালো জিনিস হল, আপনি যত টাকাই বিনিয়োগ করুন না কেন, আপনার সেই অর্থ সম্পূর্ণ নিরাপদ থাকে। আর তার সঙ্গে প্রতি মাসে পাবেন ইনকাম। আসুন জানা যাক পোস্ট অফিস স্কিম সম্পর্কে বিস্তারিত।
একাউন্টে টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। ১০০০ থেকে বেড়ে ১৮০০ টাকা!
Post Office MIS Scheme
এখানে উল্লেখিত পোস্ট অফিসের এমআইএস অ্যাকাউন্ট একজন ব্যক্তি সিঙ্গেল অথবা জয়েন্ট দুভাবেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি কোনও ব্যক্তি তাঁর স্ত্রী, ভাই বা পরিবারের কোনও সদস্যের সঙ্গে যৌথভাবে এখানে অ্যাকাউন্ট খোলেন, তবে একাউন্টে জমা করা টাকার পরিমাণ বেড়ে যায়। আর এই স্কিমের মাধ্যমে ঘরে বসেই 5,55,000 টাকা রোজগার করতে পারবেন। স্কিমটি আপনার জীবনধারণে অনেকটা সাহায্য করবে।
তবে আপনাকে প্রথমে এই স্কিম সম্পর্কে জানতে হবে। আসলে, পোস্ট অফিস মান্থলি সেভিং স্কিম হল একটি ডিপোজিট স্কিম। পোস্ট অফিসের এই প্রকল্পে প্রতি মাসে সুদ পাওয়া যায়। অ্যাকাউন্টে প্রাপ্ত সুদ প্রতি মাসে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে দেওয়া হয়। একজন ব্যক্তি পাঁচ বছর পর জমা করা মূল টাকা তুলে নিতে পারেন। যদি আরও পাঁচ বছর এই সুবিধা পেতে চান, সেক্ষেত্রে মেয়াদ পূর্তির পরে আপনাকে ফের পাঁচ বছরের অপর অ্যাকাউন্ট খুলতে হবে। আগে বলা হয়েছে, এই স্কিমে একজন ব্যক্তি সিঙ্গেল ও জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। অর্থাৎ আপনি স্ত্রীর সঙ্গে যৌথভাবে এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন ও এখান থেকে সুবিধা পেতে পারেন।
পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখলেই রিটার্ন পাবেন 2 লাখ টাকা।
পোস্ট অফিসের এমআইএস স্কিমে যদি জয়েন্ট একাউন্ট খোলেন সেক্ষেত্রে দুই বা তিন জন ব্যক্তি মিলেও খুলতে পারেন। ব্যক্তি সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লাখ টাকা রাখতে পারবেন। জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা রাখতে পারবেন। খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন, যত বেশি টাকা জমা করা হবে, আপনার আয় তত বেশি হতে থাকবে। এই স্কিমে স্বামী- স্ত্রী মিলে এই অ্যাকাউন্ট খুললে শুধুমাত্র সুদের থেকেই ৫ লাখ টাকা লাভ পাওয়া যেতে পারে। বর্তমানে, পোস্ট অফিসের এই মান্থলি সেভিংস স্কিমে সুদ দেওয়া হয় ৭.৪ শতাংশ হারে। সেক্ষেত্রে কোনও ব্যক্তি যদি স্ত্রীর সঙ্গে অ্যাকাউন্ট খুলে সেখানে ১৫ লাখ টাকা জমা করেন, তবে সেই ব্যক্তি ৭.৪ শতাংশ সুদের হারে প্রতি মাসে পাবেন ৯,২৫০ টাকা।