Salary Hike: বছর শেষে জোড়া সুখবর! সরকারি কর্মীদের এই দুই ভাতা বাড়িয়ে দিল সরকার! নতুন সিদ্ধান্তে কত টাকা বেশি পাবেন?

Government Employees Allowance Hike

সাধারণত, সরকারি কর্মীরা বেতন বৃদ্ধির (Salary Hike) আপডেট পান মাঝে মধ্যেই। ‌এছাড়াও কখনো কখনো ভাতা বৃদ্ধির আপডেট, ডিএ বৃদ্ধি হতে শোনা যায়। এরই মধ্যে, সরকারি কর্মীদের জন্য দারুন সুখবর এলো বছরের শেষ পর্বে। এবার সরকার দুটি নির্দিষ্ট ভাতা বৃদ্ধি করল (Allowance Hike). আপনারা যারা এখনো এই নতুন আপডেট পাননি, আজকে এই প্রতিবেদন পড়ে নিন। ঠিক কোন কোন ভাতা বৃদ্ধি পাচ্ছে, কতটা বৃদ্ধি পাচ্ছে সম্পূর্ণ হিসেব রইল আজকের এই প্রতিবেদনে।

Government Employees Salary Hike

চলতি বছর দীপাবলির আগেই সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র। আগে সরকারি কর্মীরা পেতেন ৫০ শতাংশ হারে ডিএ। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৩ শতাংশ।স্বাভাবিকভাবেই এর জন্য খুশি কর্মীরা। তবে এখানেই শেষ নয়, ফের শোনা যাচ্ছে সরকারি কর্মীদের জন্য সুখবর। এমনকি আসন্ন জানুয়ারি মাসে ফের বাড়বে মহার্ঘ ভাতা বা ডিএ। তবে ডিএ বৃদ্ধির আগে জোড়া সুখবর আসতে চলেছে সরকারি কর্মীদের জন্য।

সরকারি কর্মীদের কোন কোন ভাতা বাড়তে চলেছে?

সূত্রের খবর, বর্তমানে সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা পাচ্ছেন ৫৩ শতাংশ হারে। সেক্ষেত্রে দুটি ভাতা বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে।‌ সামগ্রিকভাবে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পেয়েছে। এখানে জেনে রাখা দরকার, স্বাস্থ্য বিভাগের কর্মীদের জন্য ড্রেসিং ও নার্সিং ভাতাও বৃদ্ধি হয়েছে। সপ্তম পে কমিশনের আওতায় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৫০ শতাংশ হলে এবার অন্যান্য ভাতাও মোট ২৫ শতাংশ বৃদ্ধির কথা বলা আছে।

সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা বাড়ল! অষ্টম বেতন কমিশন আপডেট

সরকারি কর্মীরা জেনে রাখুন, সাধারণত এই ভাতা প্রদান করা হয় সমস্ত সরকারি হাসপাতাল ক্লিনিকে কর্তব্যরত নার্সদের। এর আগে গত সেপ্টেম্বরে ড্রেস অ্যালাউন্স ও নার্সিং অ্যালাউন্সের টাকা বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হাসপাতালগুলি যেমন- এইএমস, পিজিআইএমআর এছাড়া জেআইপিএমইআরকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে।সর্বদা কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে এই অ্যালাউন্স বৃদ্ধি করা হয়ে থাকে। ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি সপ্তম বেতন কমিশন গঠন হয়েছিল। সেই সময় দেওয়া সুপারিশগুলি কার্যকর হয় ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে।‌

এদিকে, বেশ কিছুদিন ধরেই অষ্টম বেতন কমিশন নিয়ে জল্পনা ঘনীভূত হচ্ছে। ‌আর এবার দশ বছর পর ২০২৬ সালের জানুয়ারি থেকে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন নিয়ে জল্পনা তৈরি হয়েছে। অষ্টম বেতন কমিশনের বিষয়ে সরকারিভাবে কোনও ঘোষণা না করা হলেও সম্প্রতি প্রকাশিত একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটে নতুন পে কমিশন নিয়ে ঘোষণা করতে পারে কেন্দ্র।

প্রতীক্ষার অবসান! জানুয়ারি মাসেই ডিএ বাড়ছে বাংলার সরকারি কর্মীদের?

এরই মধ্যে শোনা যাচ্ছে আরো একটি গুরুত্বপূর্ণ খবর। ডিসেম্বরে হয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির বৈঠক। আর সেখানেই অষ্টম পে কমিশন নিয়ে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্র সরকারি কর্মীদের জন্য একের পর এক সুখবর এলেও রাজ্য সরকারি কর্মীরা এখনো পর্যন্ত কোন ‌নয়া আপডেট পাননি। সেক্ষেত্রে সকল সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা এমনকি অন্যান্য ভাতা বৃদ্ধি নিয়েও জলঘোলা অব্যাহত। এখন দেখা যাক নতুন বছরে রাজ্য সরকার কোন ঘোষণা করে নাকি।

Related Articles

Back to top button