Gold Price: ভাবা যায়! বিয়ের মরশুমে কমলো সোনার দাম! 1 ভরি সোনার দাম কত হল জানেন?
Gold Price Drop In November
সাধারণত সোনার দাম (Gold Price) নিয়ে বছর ভর আলোচনা চলে। সাধারণ মানুষের চোখ থাকে সোনার নিত্য দামের ওঠানামার উপর। কখনো বা সোনার দাম বেড়ে যায় আবার কখনো সোনার দাম কমে যায়। স্বাভাবিকভাবেই সোনার দাম কমে গেলে সোনার চাহিদা বেড়ে যায়। আর সোনার দাম বেড়ে গেলে তুলনামূলকভাবে সোনা কেনা কমে যায়। চলতি বছর ধরে কখনও সোনার দাম বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে। তবে বছরের শেষের দিকে সোনার দাম কমলো (Gold Price Drop) হঠাত করেই। তাহলে এক ভরি সোনার দাম কত হলো? জেনে নেওয়া যাক সোনার দামের আপডেট।
Gold Price In November New Update
সোনার দামে (Gold Price) রেকর্ড পতন দেখা গেল বছরের শেষে। হঠাৎ অনেকটাই কমে গেল সোনার দাম। লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবার করে সকলের জন্য বড় সুখবর এল৷ এদিন অনেকটাই কমল সোনালি ধাতুর দাম। চলতি বছর দীপাবলির সময় হু হু করে দাম বেড়েছিল সোনার দাম। আর সোনার দাম বেড়ে যাওয়ায় বেশ চিন্তায় পড়েছিল মধ্যবিত্ত সাধারণ৷ আর বর্তমানে বিয়ের মরশুম চলায় সোনার চাহিদা দ্বিগুণ বেড়েছে। আর সেই মরশুমে সোনার দাম কম হওয়ায় সাধারণ মানুষ এর অনেকটাই সুবিধা হয়েছে। তাই স্বাভাবিকভাবে গত কয়েকদিনে বেশ খানিকটা সোনার দাম কম হওয়ায় স্বস্তি পেয়েছেন আমজনতা।
ইতোমধ্যে বিশেষজ্ঞরা বলছেন যে, আপাতত স্বর্ণ ধাতুর দাম কম হলেও আগামী কয়েক মাসে ফের সোনার চাহিদা বাড়তে চলেছে। আর সেটা সোনার দামে এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনাও রয়েছে। আর তাহলে মধ্যবিত্তের মাথায় প্রশ্ন আসছে, এখন সোনা কিনে রাখাই কী সঠিক সময়? আপনিও যদি এই কথা ভভেবে থাকেন, তাহলে আপনাকে আগেই জেনে নিতে হবে বর্তমানে সোনার দাম কত হল? তাই জলদি দেখে নিন সোনার দামের লেটেস্ট নিউজ।
অবিশ্বাস্য! মাত্র 10 টাকায় বিক্রি হচ্ছে সোনা। বাড়ি বসে কিনে নিতে পারবেন
সোনার দাম কতটা কমলো?
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ২৮ নভেম্বর নতুন করে সোনার দাম কত হলো? জেনে নেওয়া যাক। বর্তমানে ২২ ক্যারেট সোনার দাম কমে হয়েছে ৭১৯০ টাকা৷ আবার, ১৮ ক্যারেট সোনার দাম কমে হয়েছে ৫৯০০৷ এদিকে, ১ কেজি রুপোর দাম কমে হয়েছে ৮৭৭২৮ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক বছরে যে ভাবে সোনার দাম ক্রমাগত হারে বেড়েছে তাতে সোনা কিনতে গিয়ে মানুষ চিন্তায় পড়ছে ঠিকই তবে অনেকেই সোনায় বিনিয়োগ করাকে লাভজনক বলে মনে করেছেন ৷