DR Hike Update: ডিএ-র পর পেনশনভোগীদের জন্য সুখবর! এতদিনে উপহার দিল সরকার! প্রতিমাসে অ্যাকাউন্টে আসবে বেশি টাকা

DR Hike For Pensioners Latest Update

সরকারি কর্মীদের জন্য যেমন ডিএ (DA Hike) ঠিক তেমনই পেনশনভোগীদের জন্য ডিআর (DR Hike). চাকরি থেকে অবসরের পর সকলেই চান একটি নির্ভরযোগ্য সুস্থ জীবন। আর্থিক সমস্যা দূরীভূত করে যেখানে সঠিকভাবে জীবন যাপন করা সম্ভব হবে। আর তাই, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের (Government Employees) জন্য ডিআর দেওয়ার বন্দোবস্ত করে সরকার। একদিকে যখন ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে চারিদিকে তোলপাড়, ঠিক তখনই ডিআর বৃদ্ধি নিয়েও বড়সড় খবর সামনে এল।

Pensioners DR Hike Update 2024

চলতি বছর লোকসভা নির্বাচনের আগে মার্চ মাসে যখন মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি করা হয়েছিল তখন কেন্দ্রীয় সরকার তাঁর সকল সরকারি কর্মীদের মূল বেতনের ৪ শতাংশ অর্থাৎ ৫০ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারি সিদ্ধান্ত অনুসারে ডিয়ারনেস রিলিফ অর্থাৎ DR বৃদ্ধি করা হয়। যা মূলত পেনশনভোগীদের দেওয়া হয়। সরকারি সিদ্ধান্ত অনুসারে ডিআর ৪ শতাংশ বেড়েছিল। যেহেতু ডিএ এবং ডিআর বছরে দুবার বাড়ানো হয় তাই দীপাবলী উৎসবের আগেই ফের এক সুখবর পেয়েছে কেন্দ্রিয় কর্মীরা।

একধাক্কায় সরকারি কর্মীদের ডিএ ‌বৃদ্ধি করা হয় ৩ শতাংশ।‌ এদিকে, চলতি বছর ১ জুলাই থেকে সপ্তম বেতন কমিশনের আওতায় সরকারি কর্মী দের ডিএ-র পরিমাণ মোট ৩ শতাংশ বেড়েছে। তাই বর্তমানে সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে
ডিএ পাচ্ছেন। পাশাপাশি সপ্তম বেতন কমিশনের আওতায় পেনশনভোগীদের ডিআর-এর পরিমাণ ৩ শতাংশ বেড়েছে। এই তিন শতাংশ বৃদ্ধি পাওয়ার পর সকল পেনশনভোগীদের ডিআর-এর পরিমাণ দাঁড়িয়েছে মোট ৫৩ শতাংশে। ষ একনজরে দেখে নেওয়া যাক সপ্তম বেতন কমিশনের আওতায় পেনশনভোগীদের ঠিক কোন কোন বিভাগ এবার ৫৩ শতাংশ হারে DA পাবেন।

জানুয়ারিতেই ধামাকা খবর! DA নিয়ে নতুন আপডেট পাবেন সরকারি কর্মীরা। এক ধাক্কায় বাড়বে বেতন!

বর্ধিত হারে ডিআর পাবেন কারা?

ইতিমধ্যে একটি সূত্র মারফত জানা গিয়েছে যে, এই বর্ধিত হারে ডিআর মিলবে প্রধানত বার্মার পেনশনভোগী এবং পাকিস্তান থেকে বাস্তুচ্যুত সরকারি পেনশনভোগীদের। এছাড়াও এই হারে ডিআর পাবেন বেসামরিক কেন্দ্রীয় সরকারের পেনশনভোগী, পারিবারিক পেনশনভোগীরা। যার মধ্যে পড়ছে কেন্দ্রীয় সরকারের PSU বা স্বায়ত্ত শাসিত সংস্থাগুলি। যেখানে শোষণকারী পেনশন ভোগীরাও বর্ধিত হারে DR পাবে।

অন্যদিকে, সশস্ত্র বাহিনী পেনশনভোগী বা পরিবার পেনশনভোগী এবং বেসামরিক পেনশনভোগীরাও প্রতিরক্ষা পরিষেবা পাবেন। সুবিধা দেওয়া হবে অল ইন্ডিয়া সার্ভিস পেনশনভোগী, রেলওয়ে পেনশনভোগী এবং অস্থায়ী পেনশন প্রাপ্ত পেনশনভোগীদেরও।পাশাপাশি এও খবর মিলেছে, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের ক্ষেত্রে বিচার বিভাগ জারি করা হবে পৃথক আদেশ। তবে রিপোর্ট সূত্রে জানা গিয়েছে ডিআর বৃদ্ধির এই তথ্য অর্থ মন্ত্রকের অনুমোদনের সাথে সঙ্গতি পূর্ণ আর CAG-এর সাথে পরামর্শ করে জারি করা হয়েছে।

Related Articles

Back to top button