Salary Hike: জানুয়ারিতেই ধামাকা খবর! DA নিয়ে নতুন আপডেট পাবেন সরকারি কর্মীরা। এক ধাক্কায় বাড়বে বেতন!
Government Employees Salary Hike From January
সরকারি কর্মীদের জন্য বেতন বৃদ্ধির (Salary Hike) সংক্রান্ত বিরাট আপডেট। নতুন বছরের শুরুতেই মুখে হাসি ফুটতে চলেছে তাঁদের। এই প্রতিবেদন আপনাদের জন্য যারা এতদিন ধরে ডিএ ও বেতন বৃদ্ধির জন্য অপেক্ষা করেছিলেন। আগামী বছরের শুরুতে তথা জানুয়ারি মাসে যে নতুন আপডেট সামনে আসবে তা নিঃসন্দেহে প্রত্যেক সরকারি কর্মীর মুখে হাসি ফোটাবেই। তাহলে আর দেরি না করে, চটপট নতুন আপডেট জেনে নেওয়া যাক।
Government Employees Salary Hike 2025
সরকারি কর্মীদের জন্য মাঝেমধ্যেই ডিএ ও বেতন বৃদ্ধির খবর সামনে আসে। সামনে আসে বিভিন্ন সম্ভাবনার খবর। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা তথা ডিএ নিয়ে আগামী বছরের শুরুতেই আসবে বড়সড় আপডেট। বলা ভালো, এতদিন আপডেট পেতে অপেক্ষা করতে হয়েছিল সরকারি কর্মীদের (Government Employees) কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার সকল সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে। এতদিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। তবে বর্তমানে তিন শতাংশ ডিএ বৃদ্ধি হতে বর্তমানে ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন তাঁরা। তবে এরই মধ্যে আরও একটি সম্ভাবনা সামনে আসছে। আগামী বছরের শুরুর দিকেই নাকি ফের একবার সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পাবে।
Latest Update About 8th Pay Commission
দেশে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কবে গঠিত হবে কিনা সেই সম্পর্কিত একটি ধারণা চলতি নভেম্বর মাসেই পাওয়া যাবে বলে মনে করছিলেন অনেকে। তবে আপাতত জানা যাচ্ছে যে, অষ্টম বেতন কমিশন গঠন সংক্রান্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের আশা এত শীঘ্রই পূরণ হবে না। বর্তমানে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নভেম্বরে সম্ভবত এই বিষয়ে কোনও আভাস মিলবে না। তবে আগামী মাসে বেতন কমিশন গঠন সংক্রান্ত বিষয় কিছু জানা যেতে পারে।
তাহলে কি আপডেট সামনে আসছে? কেন্দ্র এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যেকার নানান সমস্যা সমাধানের জন্য ন্যাশানাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটিভ মেশিনারি মধ্যস্থতা করে। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, চলতি মাসে তাদের বৈঠক হওয়ার কথা ছিল। তবে সংগঠনের দুই নেতা জানিয়েছেন, কেন্দ্রের কর্মীবর্গ দফতরের সচিব বদল হওয়ায় আপাতত পরিকল্পনায় খানিক বদল হয়েছে।
ইতিমধ্যেই সংশ্লিষ্ট সংগঠনের সচিব জানিয়েছেন যে, আপাত কেন্দ্রের কাছে দুটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে শিবগোপাল মিশ্র বলেন, বৈঠকে অষ্টম বেতন কমিশনের বিষয়টি নিয়ে অবশ্যই কথা হবে। আর সেখান থেকেই জানা যাবে দেশে নয়া বেতন কমিশন কার্যকর হবে কিনা আর কবে কার্যকর হবে সেই বিষয়ে। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে সরকারি কর্মীদের বেতন বাড়বে। বেতন কমিশন গঠনের অপেক্ষায় আছেন দেশের লাখ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মী।
বছর শেষে জোড়া সুখবর! এক ধাক্কায় 3 শতাংশ ডিএ বাড়াল সরকার। মিলবে বকেয়াও।
প্রসঙ্গত উল্লেখ্য, মোদি সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করলেও, পশ্চিমবঙ্গের সকল সরকারি কর্মীরা এখন অপেক্ষায় আছেন ডিএ মামলার শুনানির। আগামী জানুয়ারি মাসে এই শুনানি হওয়ার কথা আছে। রাজ্য সরকারি কর্মীরা প্রতিনিয়ত নিজেদের দাবির কথা তুলে ধরেছেন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে বাড়ছে তাঁদের ডিএ ব্যবধান। আগামী বছরে তারা সুফল পাবেন, এই আশায় আছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা।