DA Hike: বছর শেষে জোড়া সুখবর! এক ধাক্কায় 3 শতাংশ ডিএ বাড়াল সরকার। মিলবে বকেয়াও। সরকারি কর্মীদের মুখে ফুটল হাসি

Government Employees DA Hike & DA Arrear Update

সরকারি কর্মীদের জন্য দারুন সুখবর। অবশেষে বাড়লো ডিএ (DA Hike). তবে শুধু ডিএ বৃদ্ধি নয় একইসঙ্গে বকেয়া ডিএ দেওয়ার ঘোষণাও করল সরকার। সরকারি কর্মীদের দাবি পূরণে বছরের শেষ পর্বে পৌঁছে উদ্যোগী হল সরকার। সরকারের সিদ্ধান্তে কর্মীদের (Government Employees) মুখে ফুটল হাসি। ঠিক কত শতাংশ ডিএ বাড়ল? কবে থেকে কার্যকর হবে এই বর্ধিত ভাতা? দেরি না করে ডিএ বৃদ্ধির আপডেট জেনে নিন।

Government Employees DA Hike 2024

চলতি বছর বেশ কিছুদিন আগেই ডিএ বৃদ্ধি (DA Hike) করেছে নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রের দেখানো পথে হেঁটে একের পর এক রাজ্যও বৃদ্ধি করা হয়েছে মহার্ঘ ভাতা। এবার সেই ডিএ বৃদ্ধির তালিকায় নাম জুড়লো ভারতের অপর একটি কেন্দ্র শাসিত অঞ্চলের। মহার্ঘ ভাতা বৃদ্ধি হল লাদাখে। দীর্ঘদিনের অপেক্ষার পর এই সম্প্রতি উত্তর ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখের সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বাড়ানো হয়েছে। স্বাভাবিকভাবেই বলা যায়, বছর শেষে এসে ডিএ বৃদ্ধির ঘোষণায় খুশি সেই রাজ্যে কর্মরত সকল সরকারি কর্মীরা (Government Employees)।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বলা যায়, লাদাখের সরকারি কর্মীদের মোট তিন শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এই বর্ধিত ডিএ কার্যকর হবে ১ জুলাই থেকে। অর্থাৎ, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতোই তাদেরও ডিএ কার্যকর হবে জুলাই থেকে।সরকার তরফে জানানো হয়েছে, আগামী মাসের বেতনের সঙ্গে মিলবে বর্ধিত হারে ডিএ। পাশাপাশি আরও একটি ভালো খবর হল, সরকারি কর্মীরা জুলাই থেকে অক্টোবর মাসের বকেয়া ডিএ পাবেন।

সাধারণত এতদিন ধরে পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন লাদাখের সরকারি কর্মীরা। আর এবার তা বেড়ে হল ৫৩ শতাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মীরাও ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্ত মত আরো তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়েছে। আর তারপর থেকে বর্তমানে কেন্দ্রের সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। লাদাখের সরকারি কর্মীদের জন্য সেই একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এখানেই শেষ নয়। ‌ ইতিমধ্যে শোনা যাচ্ছে, জানুয়ারিতে ফের একবার ডিএ বৃদ্ধি করবে কেন্দ্র সরকার। এমনিতেই প্রতিবছর নিয়ম করে ডিএ বৃদ্ধি করে কেন্দ্র। তাই আশা করা যাচ্ছে, আগামী বছরের শুরুতে ফের কেন্দ্র ডিএ বৃদ্ধি করলে সেই সময় লাদাখের সরকারি কর্মীদেরও ফের‌ মহার্ঘ ভাতা বাড়তে পারে।

সরকারি কর্মীদের বেতন ডবল হচ্ছে। প্রতিমাসে কত টাকা ঢুকবে অ্যাকাউন্টে?

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ আপডেট

প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার এবং একাধিক রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করলেও পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এখনো মহার্ঘ ভাতার বৃদ্ধি নিয়ে কোন নতুন আপডেট পাননি। একদিকে আদালতে চলছে মামলা। আর অন্যদিকে ‌চারিধারে চলছে ডিএ আন্দোলন। রাজ্য সরকারি কর্মীরা নিরন্তর প্রতিষ্ঠা চালাচ্ছেন যাতে সরকারের নিদ্রা ভাঙে। ‌আর সুখবর পান তাঁরাও। ‌কেন্দ্র সরকারি কর্মীদের সঙ্গে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ ফারাক অনেকটাই। মোদি সরকার ডিএ বৃদ্ধি করলে ফের সেই ফারাক বাড়বে। ‌তাই আপাতত সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রাজ্যের সরকারি কর্মীরা।

Related Articles

Back to top button