Duare Sarkar Camp 2024: বাংলায় আরম্ভ হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প! কবে থেকে শুরু হবে? জেনে নিন দিনক্ষণ

কবে থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প জেনে নিন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে রাজ্যে প্রতিবছর বসে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp). প্রতিবছরের মতো এই বছরও ক্যাম্প বসবে বলে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর জন্য যে নানা ধরনের প্রকল্প চালু করেছিলেন সেই সকল প্রকল্পের সুযোগ-সুবিধা পাওয়া যাবে এই ক্যাম্প থেকে। আপনারা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এখন প্রশ্ন হল, কবে থেকে বসবে এই দুয়ারে সরকার ক্যাম্প? আসুন জেনে নেওয়া যাক।

Duare Sarkar Camp 2024

সরকারি প্রকল্পগুলির সুবিধা পাওয়ার জন্য এই রাজ্যের বিভিন্ন প্রান্তে দুয়ারে সরকার ক্যাম্পের (Duare Sarkar Camp) আয়োজন করে রাজ্য সরকার। জেলায় জেলায় বসে দুয়ারে সরকার ক্যাম্প। ইতিমধ্যে রাজ্য সরকার যে সকল প্রকল্প চালু করেছেন সেই সকল প্রকল্পগুলির আবেদন জানানোর জন্য, প্রকল্প সম্পর্কে কোন অসুবিধা থাকলে সেই বিষয়ে আলোচনা করার জন্য, কোন প্রকল্পের টাকা আটকে যাচ্ছে কিংবা নতুন করে আবার আবেদন করতে চান এই ধরনের পরিস্থিতি থাকলে সবটাই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করা যায়।

শুধু তাই নয়, অনেকেই আছেন যারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানতে পারেন। আপনিও যদি আপনার দুয়ারে অর্থাৎ বাড়ির কাছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেতে চান তবে আপনাকে অবশ্যই ভিজিট করতে হবে দুয়ারে সরকার ক্যাম্প। চলতি বছরের জন্য এই ক্যাম্প কোথায় ও কবে বসবে, আসুন জেনে নেওয়া যাক।

এই বছর কবে থেকে বসছে দুয়ারে সরকার ক্যাম্প?

রাজ্যের প্রত্যেকটি জেলায় ব্লক স্তরে অনুষ্ঠিত এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষ যাতে খুব সহজেই তাদের প্রয়োজনীয় প্রকল্পগুলোর সুবিধা গ্রহণ করতে পারেন। এর আগে বহু মানুষকেই বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে পৌরসভা বা পঞ্চায়েতের দ্বারস্থ হতে হত। শুধু তাই নয়, নানা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করার সমস্যা ছিল। যা আমজনতার কাছে বেশ অসুবিধার কারণ হত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু করা এই দুয়ারে সরকার ক্যাম্প রাজ্যের সাধারণ মানুষের জন্য আবেদন প্রক্রিয়াকে আরও সহজ করে তুলেছে।

রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটি ক্যাম্পে উপস্থিত থাকবেন সরকারি আধিকারিকরা। প্রকল্পগুলোর জন্য তাঁরা আলাদা আলাদা ফর্ম সরবরাহ করবেন। সেক্ষেত্রে আবেদনকারীদের নির্দিষ্ট কিছু নথিপত্র ক্যাম্পে নিয়ে যেতে হবে এবং সেখানে সরকারি কর্মীরা তাঁদের আবেদন প্রক্রিয়াতেও সহায়তা করবেন। প্রতিবছরের মতো এই বছরেও প্রকল্পের জন্য ফর্ম পূরণ ও নথি যাচাইয়ের পর আপনি যে প্রকল্পের জন্য আবেদন করতে চাইছেন সেই প্রকল্পের আবেদন ক্যাম্পেই জমা দেওয়া যাবে। আপনার তথ্য যদি সঠিক হয়, আপনি যদি সেই প্রকল্পের জন্য যোগ্য হন, তবে প্রকল্পের সুবিধা সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার! এবার কি করলে টাকা পাবেন? এক ক্লিকে জেনে নিন

চলতি বছরের দুয়ারে সরকার ক্যাম্পের তারিখ

চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের দুয়ারে সরকার ক্যাম্প শুরু হওয়ার নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্যে সূত্রের খবর অনুযায়ী বলা যায়, এই বছর নভেম্বরের শেষ বা ডিসেম্বরের প্রথম দিকে ক্যাম্প শুরু হতে পারে। রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্পের জন্য মুখ্যসচিব মনোজ পন্থ রাজ্যের সমস্ত দপ্তরকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। তাই যারা এই ক্যাম্পে অংশগ্রহণ করতে ইচ্ছুক, যারা প্রকল্পের সুবিধা পেতে চাইছেন, তাঁরা আগে থেকে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখবেন। যেমন, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জাতিগত শংসাপত্র, শিক্ষা প্রতিষ্ঠানের মার্কশিট, ইত্যাদি। সম্প্রতি সরকারের তরফে এই পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button